Tuesday, May 21, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারBlood Bank | রক্তশূন্য বীরপাড়া ব্লাড ব্যাংক, সমস্যায় রোগীরা

Blood Bank | রক্তশূন্য বীরপাড়া ব্লাড ব্যাংক, সমস্যায় রোগীরা

বীরপাড়া: রক্তাল্পতায় আগে থেকেই ভুগছিল! এবার ‘রক্তশূন্য’ হয়ে পড়ল বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের ব্লাড ব্যাংক। বুধবার থেকে ব্লাড ব্যাংকের ভাঁড়ার শূন্য। এদিনও তাই। পাশাপাশি, বিকল হয়ে পড়েছে রক্তের বিভিন্ন গ্রুপ সংবলিত ইউনিট সংখ্যা নির্দেশক ডিজিটাল ডিসপ্লে বোর্ডটিও।

হাসপাতাল সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই রক্তদান শিবির না হওয়ায় রক্ত মজুত হচ্ছে না। ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার অঞ্জন মল্লিক বলেন, ‘অত্যন্ত জটিল পরিস্থিতি। নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হলে আর কোনও শিবির হওয়ার সম্ভাবনাও থাকবে না। এপ্রিল মাসটা কী করে চলবে তা ভেবে পাচ্ছি না।’

বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের ওপর মাদারিহাট-বীরপাড়া ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েত, ১৯টি চা বাগান ছাড়াও ফালাকাটা ও বানারহাট ব্লকের বেশ কয়েকটি চা বাগান এবং ধূপগুড়ি ব্লকের একাংশের বাসিন্দারা নির্ভর করেন। রোগীর ভিড় লেগেই থাকে ওই হাসপাতালে। তবে প্রয়োজনের তুলনায় ওই হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তের জোগান বরাবরই কম, অভিযোগ ভুক্তভোগীদের। সামনেই গ্রীষ্মকাল। বাড়বে রোগব্যাধি। তার চেয়েও বড় কথা, বীরপাড়া সহ সন্নিহিত এলাকায় প্রায়ই পথ দুর্ঘটনা ঘটে। তবে অত্যন্ত জরুরি হলেও দুর্ঘটনায় আহতদের শূন্য ভাঁড়ার থেকে রক্ত জোগানো সম্ভব হবে না।

ভোট প্রচারের পারদ চড়ছে। নিজেদের প্রার্থীদের জেতাতে প্রচারে কোনও ফাঁক রাখতে চাইছে না রাজনৈতিক দলগুলি। অথচ রক্তদান শিবির নিয়ে কোনও রাজনৈতিক দলেরই লক্ষণীয় উৎসাহ নেই কেন, সে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠেছে। গত ৭ ফেব্রুয়ারি ইসলামাবাদ গ্রামের দরবেশ তফিয়তের (রহঃ) উরস মোবারক কমিটির উদ্যোগে আয়োজিত শিবিরে সংগৃহীত ৮৬ ইউনিট রক্ত বীরপাড়া হাসপাতালের ব্লাড ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। রক্তসংকট প্রসঙ্গে বৃহস্পতিবার সেই উরস কমিটির সদস্য তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের মাদারিহাটের ব্লক সভাপতি ফজলুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক দলগুলি রক্তদান শিবির করতে আগ্রহী নয়। কারও রক্তের প্রয়োজন হলে নেতারা একে-ওকে ফোন করেই ক্ষান্ত হন। অথচ রক্তদান শিবির করতে এগিয়ে আসেন না।’

সেইসঙ্গে উঠে আসছে সাধারণ মানুষের সচেতনতার কথাও। ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার বলেন, ‘রক্তদানের মানসিকতাই এখনও সমাজে গড়ে ওঠেনি। অথচ নিয়মিত রক্তদান করলে নিজের শরীর ও সমাজ দুটিরই মঙ্গল।’ তৃণমূলের বীরপাড়া-১ অঞ্চল কমিটির সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এক বছরে আমরা বীরপাড়ায় ২টি রক্তদান শিবির করেছি। অন্য রাজনৈতিক দলগুলিরও এগিয়ে আসা প্রয়োজন।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sikkim | বর্ষা নিয়ে সতর্ক সিকিম, পাহাড় কাটায় নিষেধাজ্ঞা

0
শিলিগুড়ি: উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ কবে হবে, তা এখনও অনিশ্চিত। তবে বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় জুন মাসেই বর্ষার আগমন নিয়ে আশাবাদী সিকিম। আর বর্ষা শুরু...

রামের ভোট বামে ফেরা নিয়ে প্রশ্ন

0
  আশিস ঘোষ বামের ভোট গিয়েছিল রামে। এবার রামের সেই ভোট ফিরে আসছে বামে। ভোটের বাজারে মোটামুটি এমনই একটা থিয়োরি বেশ চলছে। মর্মার্থ, বামের...

কন্যাসন্তানের লাঞ্ছনা প্রাপ্য নয় আর

0
  অভিজিৎ পাল সাতসকালেই সংবাদপত্রের পাতায় দেখি ‘দুঃস্বপ্ন’! কে বা কারা এক শিশুকন্যাকে বস্তাবন্দি করে ফেলে রেখে গিয়েছে শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। শিলিগুড়ি মানে তো এখন...

ইউএপিএ : লঙ্কায় গেলেই হতে হয় রাবণ

0
  অর্ক দেব গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব ফুরিয়ে আসছে। নির্বাচনি নির্ঘণ্ট অনুযায়ী, নবমীর নিশি অপস্রিয়মাণ। আর এই শেষবেলায় সকলের মনে প্রশ্ন একটাই। ক্ষমতা কে কুক্ষিগত...

Calcutta High Court Judge | ‘আরএসএসের সদস্য ছিলাম, ফিরে যেতে প্রস্তুত’, বিদায়ী ভাষণে মন্তব্য...

0
কলকাতা: ‘আরএসএসের সদস্য ছিলাম, সেখানেই ফিরে যেতে প্রস্তুত, বিদায়ী ভাষণে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাশ। তিনি সোমবারই বিচারপতির পদ থেকে অবসর...

Most Popular