Tuesday, April 30, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারছাত্রীকে বাইকে তুলে নিয়ে অপহরণের চেষ্টা, উদ্ধার করলেন শিক্ষক

ছাত্রীকে বাইকে তুলে নিয়ে অপহরণের চেষ্টা, উদ্ধার করলেন শিক্ষক

শামুকতলা: অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ফুসলিয়ে মোটরবাইকে চাপিয়ে আটিয়ামোচর জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছিল এক তরুণ। কিন্তু স্কুলড্রেস পরা এবং বইয়ের ব্যাগ থাকায় এক শিক্ষকের সন্দেহ হয়। তিনি মোটরবাইক নিয়ে পিছু ধাওয়া করেন। বেশ কিছুটা গিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করতে পারেন। তরুণটি পালিয়ে যায়। ছাত্রীকে তার বাবা-মায়ের হতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কামাখ্যাগুড়িতে।

ছাত্রীর সঙ্গে কথা বলে কামাখ্যাগুড়ি হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মানিক সাহা জানতে পারেন, স্কুলে আসা-যাওয়ার সময় ছেলেটি প্রতিদিনই স্কুলের গেটের সামনে অথবা মোড়ে দাঁড়িয়ে থাকত। মাঝেমধ্যে কথা বলত, চকোলেট-বিস্কুট খেতেও দিত। বৃহস্পতিবার মেয়েটি স্কুলে যাওয়ার সময়ই রাস্তা আটকে তাকে রসিকবিল ঘুরতে যাওয়ার কথা বলে ওই তরুণ। সে প্রথমে যেতে রাজি না হলেও তাকে বলা হয় টিফিনের আগেই আবার স্কুলে পৌঁছে দেবে। ছাত্রীটি রাজি না থাকলেও অনেকটা জোর করেই তাকে বাইকে তুলে নেয় ওই তরুণ। ওই পথ দিয়ে ফিরছিলেন মানিকবাবু। সেই সময় স্কুলড্রেস পরা এবং বইয়ের ব্যাগ থাকা এক ছাত্রীকে বাইকে যেতে দেখে তাঁর সন্দেহ হয়। তিনি পিছু ধাওয়া করেন। বেশ কিছুটা যেতেই ওই তরুণ টের পেয়ে যায়। সে তখন ওই ছাত্রীকে বাইক থেকে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

দিনদুপুরে এক ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন কামাখ্যাগুড়ি হাইস্কুলের প্রধান শিক্ষিকা মৌসুমি সরকার। তিনি বলেন, খুবই উদ্বেগের ঘটনা। তবে আমাদের সহকারী প্রধান শিক্ষক মানিকবাবু উদ্যোগী না হলে বড় অঘটন ঘটে যেতে পারত।

আলিপুরদুয়ার জেলা পুলিশের এক কর্তা বলেন, ছোট ছোট ছেলেমেয়ের হাতে মোবাইল ফোন চলে আসায় এই ধরনের নানা সমস্যা হচ্ছে। পুলিশের উদ্যোগেও প্রতিটি স্কুলে আমরা ছাত্রছাত্রীদের সচেতন করে থাকি। এরপরেও কিছু ছাত্রছাত্রী এই ধরনের ভুল করে ফেলে। তবে এ ব্যাপারে স্কুল শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকদের আরও সাবধান হতে হবে।

সাঁওতালপুর মিশন হাইস্কুলের শিক্ষিকা দীপিকা রায় বলেন, ‘প্রথমেই মানিকবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। এমন ঘটনা সত্যিই আমাদের চিন্তায় ফেলে দেয়। আমরা বরাবরই ছাত্রছাত্রীদের এ ব্যাপারে সচেতন করে থাকি। প্রতিটি স্কুলে সচেতনতামূলক কর্মসূচি আরও নেওয়া দরকার।’

মানিকবাবু ছাত্রীটিকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন। মানিকবাবুর হাত ধরে রীতিমতো কেঁদে ফেলেন ছাত্রীর অভিভাবকরা। তাঁরা মানিকবাবুকে বলেন, আপনার জন্যই মেয়েটিকে ফিরে পেলাম। কত বড় অঘটনই না ঘটে যেতে পারত। তবে এই ঘটনার পর মানিকবাবু বলেন, শিক্ষক হিসেবে এটা আমার কর্তব্য। এ এমন কিছু নয়।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPS Debashis Dhar | ‘প্রার্থীপদ’ রক্ষা করতে সুপ্রিম-দুয়ারে দেবাশিস ধর, আবেদন ফেরাল শীর্ষ আদালত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের (IPS Debashish Dhar) আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। মঙ্গলবার দেশের শীর্ষ আদালত দেবাশিস ধরকে...

Indian Navy Chief | ভারতীয় নৌবাহিনীর ২৬তম প্রধানের দায়িত্ব নিলেন দীনেশ কুমার ত্রিপাঠী

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় নৌবাহিনীর ২৬তম প্রধান (Indian Navy Chief) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী (Admiral Dinesh Kumar Tripathi)। মঙ্গলবার...

নখ দেখেই চেনা যাবে রোগ! কোন কোন উপসর্গ দেখলে সতর্ক হবেন?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শরীরে কোনও সমস্যা দেখা দিলে ত্বক, গলার স্বর, চুল কিংবা নখের দিকেও লক্ষ রাখা খুব জরুরি। বিশেষ করে নখের উপর।...

Rajbhaban-Indian Museum | উড়িয়ে দেওয়া হবে রাজভবন, যাদুঘর… হুমকি ইমেল ঘিরে তোলপাড় কলকাতা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা বিমানবন্দরের পর এবার রাজভবন, জাদুঘর (Rajbhaban-Indian Museum)। নাশকতার হুমকি দিয়ে একাধিক জায়গায় এল ইমেল। যা নিয়ে তোলপাড় কলকাতা (Kolkata)। এদিন...

Mamata Banerjee | ‘মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন মোদিজি, গদিছাড়া করা দরকার’, মালদায় তোপ মমতার

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালদা উত্তরে নির্বাচনি জনসভা থেকে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘সিপিএমের...

Most Popular