Friday, May 17, 2024
Homeউত্তর সম্পাদকীয়মন্ত্রীদের মারপিট যেন টিফিন ভাগের লড়াই

মন্ত্রীদের মারপিট যেন টিফিন ভাগের লড়াই

  • শুভাশিস দাশ 

একটা সময় ছিল যখন দিনহাটা নিয়ে আমাদের গর্ব হত। দিনহাটার বাইরে গেলে লোকে বলত আপনি দিনহাটার? কমল গুহর জায়গার মানুষ? কিংবা বলত আপনি উমেশ মণ্ডল, ফজলে হক সাহেবের দেশের মানুষ? রাজনীতি ছিল, আছে এবং থাকবে কিন্তু আজ আর সেদিনের রাজনীতি নেই।

এখন দিনহাটার রাজনীতির ময়দানে দুই মন্ত্রীর কাদা ছোড়াছুড়ি আমাদের ভাবিয়ে তুলছে প্রতিনিয়ত। এ যেন মস্তানরাজ। সামনেই প্রীতির উত্সব দোল। দোলের তৃতীয় দিন কাদাখেলার একটা রেওয়াজ আছে এই অঞ্চলে। অনেকেই বলছেন দুই মন্ত্রীর তাহলে কি অকাল কাদাখেলা?

একদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক অপরদিকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ।

দিনহাটার মাটিতে উদয়ন গুহ আক্রান্ত হয়েছিলেন অপর দিকে নিশীথ প্রামাণিক বুড়িরহাটে আক্রান্ত হয়েছিলেন। এই আক্রমণ এবং পালটা আক্রমণের খেলা দিনহাটার রাজনীতিকে উত্তপ্ত করেছে।

ভোট এলেই আরও তীব্রতর হয়ে ওঠে এই কাদাখেলা। বক্তব্য গড়িয়ে যায় ধ্বস্তাধ্বস্তিতে, এ যেন স্কুল পড়ুয়া বালখিল্য বালকের টিফিন ভাগের দৃশ্য।

 মঙ্গলবার সন্ধ্যায় যে দৃশ্য দিনহাটার মানুষ দেখলেন তা একেবারেই অনভিপ্রেত। বিগত দিনেও আমরা দেখেছি ভোট এলেই এই দুই দলে এক অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয় দিনহাটার আনাচে-কানাচে। অথচ বৃহত্তর গণতন্ত্রের এই দেশ মানুষের কথা বলার অধিকার, মানুষের স্বাধীনভাবে বাঁচার যে পথ নির্দেশ দেয় তা আজ দিনহাটায় ব্যাহত।

গত বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের সময় আমরা দেখেছি কী ভয়ানক পরিস্থিতি। অন্য ভোটদাতাদের সঙ্গে এই প্রতিবেদক সপরিবার যার শিকার হয়েছিলেন ভোট দিতে গিয়ে। শাসকদলের চোখরাঙানি মানুষের গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করার একটা যন্ত্র হয়ে উঠেছিল যা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি আমরা দেখেছি বিগত পুর নির্বাচনে দিনহাটা পুরসভার যে ভোট হয়েছে তা প্রহসনে পরিণত হয়েছে।

দিনহাটা এখন উত্তপ্ত এক রাজনৈতিক অঙ্গন। এই অঞ্চলের মানুষ  ঘটনাগুলোকে আর নিতে পারছেন না। দুটো দলের দুই মন্ত্রী এখানে দল পালটানোর খেলায় মেতে উঠেছেন। এমনিতেই দুজনেই যখন তৃণমূল দলে ছিলেন, তখন প্রধান দল এবং যুব গোষ্ঠীর একটা প্রচ্ছন্ন গোষ্ঠীদ্বন্দ্ব ছিলই। যার ফলে আজকের এই পরিণতি বলে অভিজ্ঞ মহলের ধারণা। বিগত কয়েক বছর থেকে ভোট এলেই এই দুই দলের যে তাণ্ডব শুরু হয় তা দিনহাটাকে ভাবিয়ে তোলে।

অথচ এই দিনহাটায় দেখেছি একটা সময় রাজনীতিতে যে সৌজন্যবোধ ছিল তা আজ এই দুই মন্ত্রীর রেষারেষিতে তলানিতে ঠেকেছে।

কার কতটা দোষ এ বিচার করা দুরূহ। কিন্তু এই প্রকাশ্য সংঘর্ষ এবং রেষারেষি তা একেবারেই কাম্য ছিল না দুই নেতার কাছ থেকে। মানুষ ভোলেনি শীতলকুচির ঘটনা, ভোলেনি বাসন্তীহাটের রতন হত্যার ঘটনা। শাসকদল কর্তৃক বিরোধী দলের পার্টি অফিস ভাঙা এবং দখল আজও ভুলতে পারেনি দিনহাটার শান্তিপ্রিয় মানুষজন।

রাজনৈতিক এই অস্থিরতা শুধু মানসিক অশান্তিই নয়, অর্থনীতির উপরেও একটা বড় প্রভাব ফেলে। দিনহাটার সাধারণ মানুষ আগাগোড়াই শান্ত, শান্তিপ্রিয়। নেতারা যেন কথাটা মনে রাখেন।

(লেখক শিক্ষক। দিনহাটার বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই এই গরমে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারি। তবে আম...

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রাণে মারার হুমকি। পোস্টার পড়লো গোটা এলাকায়। শুক্রবার সাত...

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনও (Covaxin)। শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ ও রক্ত...

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

0
তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে। সূত্রের খবর, পরিচালক নিতেশ তিওয়ারির এই ছবির সেট...

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলো বিমানের। ক্ষতিগ্রস্থ হল বিমানের সামনের ডানা এবং সামনের...

Most Popular