Friday, May 10, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গবালি-পাথর তোলা ছেড়ে নার্সারিতে কাজ, পথ দেখাচ্ছে সবুজ-সঙ্গ

বালি-পাথর তোলা ছেড়ে নার্সারিতে কাজ, পথ দেখাচ্ছে সবুজ-সঙ্গ

পারমিতা রায়, শিলিগুড়ি: অনিশ্চয়তাকে ছাপিয়ে নিশ্চয়তার জয়গান। পথ দেখাচ্ছে সবুজ–সঙ্গ। একসময়ে যাঁরা বালি-পাথর তোলা, পাথর ভাঙার মতো নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন আজকাল তাঁরা নার্সারিতে যুক্ত। মাটিগাড়া সংলগ্ন পতিরাম এলাকা তাঁদের নতুন দিশা দেখাচ্ছে। এই পতিরামে আজকাল নার্সারি ব্যবসার রমরমা। এই নার্সারিগুলিতে নানা গাছের চারা মেলে, অনেকেই এখানে এসে এসব কিনে নিয়ে যান। বিক্রির বাড়বাড়ন্ত, পাশাপাশি অনেকের সংসার চালানোর পথটারও প্রশস্ত হওয়া।

পতিরাম থেকে কিছুটা দূরেই তুঁতবাগান। মাধবী বর্মন এখান থেকেই সাইকেল চালিয়ে রোজ পতিরামের নার্সারিতে কাজ করতে আসেন। মাধবী একটা সময় বালাসন নদী থেকে বালি-পাথর তোলার কাজ করতেন। সেই কাজে ঝুঁকি বেশি, আয় অনিশ্চিত। আর তাই সঙ্গীদের নিয়ে মাধবীদের নার্সারির কাজে যোগ দেওয়া। মাধবী বলে চলেন, ‘বালি-পাথর তোলার কাজ তো সবসময় হয় না। বছরের অনেক সময় আমাদের খুব কষ্ট করে দিন চালাতে হয়। পাশাপাশি এই কাজে ঝুঁকিও বেশি। তাই নার্সারির কাজে যুক্ত হয়েছি।’ বালাসন কলোনির প্রভাত রায়েরও প্রায় একই বক্তব্য, ‘বালি-পাথর তোলার কাজ সবসময়ই ঝুঁকির। এর আগে বালাসনের সেতু যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল আমরা খুবই চিন্তায় পড়ে গিয়েছিলাম। নদী থেকে যাতে আর বালি-পাথর তোলার কাজ না করি সেজন্য স্ত্রী ও মেয়ে সমানে জেদ করছিল। বাধ্য হয়েই নার্সারিতে কাজ নিই। এখানে এসে জীবনের অন্য অর্থ খুঁজে পেয়েছি।’ শিলিগুড়ির পাশাপাশি নকশালবাড়ি, হলদিবাড়ির অনেকেই এই নার্সারি–সঙ্গে নতুন জীবন খুঁজে পেয়েছেন। পতিরামে একসময় বেশি করে চাষবাস হত। এখনও হয়। তবে বাসিন্দারা নানা কাজে যুক্ত হয়ে পড়ায় তা অনেকটা কমেছে। তবে অন্যদিকে, পাল্লা দিয়ে এখানে নার্সারি ব্যবসা বাড়ছে। এখানকার চারাগাছ শিলিগুড়ির বাজার সহ উত্তরবঙ্গের নানা প্রান্তে যায়।

জীবনবদলে নার্সারির মালিকদের অনেকটাই অবদান বলে এমনই এক নার্সারির কর্মী রাজা বর্মন জানালেন। তরুণের কথায়, ‘আমি যেখানে কাজ করি সেখানকার নার্সারির মালিক এসে আমাদের সামনে নতুন জীবনের উদাহরণ তুলে ধরেন। তারপর থেকেই আমাদের জীবনের ভোল বদল।’ শুনে নার্সারির মালিক মহম্মদ বিশ্বাস যেন লজ্জায় ডুবে যান, ‘না না, এ আর এমন কী! সবার ভালো হলে তো আখেরে সমাজটারই লাভ।’

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Akshaya Tritiya | অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে রামমন্দিরে মহা আয়োজন, রামলালাকে দেওয়া হল বিপুল ফলের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ অক্ষয় তৃতীয়ার শুভলগ্ন উপলক্ষ্যে অযোধ্যার (Ayodhya) রামমন্দিরে (Ram Mandir) মহা আয়োজন। এদিন ধুমধাম করে রামলালার পুজো করা হয়েছে। ফল...

Madrasa management portal | স্কুলের মতো এবার মাদ্রাসার জন্য বিশেষ পোর্টাল চালু করছে রাজ্য

0
গৌরহরি দাস, কোচবিহার: স্কুলের মতো এবার মাদ্রাসাগুলির (Madrasa) জন্যও বিশেষ পোর্টাল চালু করছে রাজ্য। নাম দেওয়া হয়েছে মাদ্রাসা ম্যানেজমেন্ট পোর্টাল (Madrasa management portal) বা...

Alipurduar | নারীর অভিনয়ে সচেতনতার বার্তা রাজবংশী নাটকে

0
সুভাষ বর্মন, শালকুমারহাট: কুড়ি বছরের কৌশিক বর্মন পেশায় দিনমজুর। আর বছর আটত্রিশের কিরণ রায় পেশায় কৃষক। পেশা আলাদা হলেও তাঁদের প্যাশনের জায়গা এক। দুজনই...

Justice Amrita Sinha | সুপ্রিম স্বস্তিতে বিচারপতি সিনহা,স্বামীর মামলা খারিজ করল শীর্ষ আদালত

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটের মুখে ফের ধাক্কা খেল রাজ্য। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার (Justice Amrita Sinha) স্বামী প্রতাপচন্দ্র...

Mirik | খারবানির উন্নয়নে জোর মিরিক পঞ্চায়েত সমিতির, পর্যটনে নয়া গন্তব্য আসালিয়া জলপ্রপাত

0
সানি সরকার, মিরিক: নেপালের সালাকপুর যতটা কাছে, ঠিক ততটাই যেন দূরে মিরিক লেক (Mirik Lake)। কিন্তু মিরিকে পর্যটনের (Tourism) আকর্ষণ বাড়াতে এবার ভারত-নেপাল সীমান্তে...

Most Popular