Thursday, May 9, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গLoksabha Election | বিজেপির স্টার প্রচারকের তালিকায় উত্তরবঙ্গের ১৪, তৃণমূলে কেউ নেই

Loksabha Election | বিজেপির স্টার প্রচারকের তালিকায় উত্তরবঙ্গের ১৪, তৃণমূলে কেউ নেই

শিলিগুড়ি: ভোটের ফলাফল কী হবে তা সময়ই বলবে, তবে একটা বিষয়ে ভোটের আগেই তৃণমূলকে টেক্কা দিল বিজেপি। তা হল স্টার প্রচারকের তালিকায় উত্তরবঙ্গের নেতাদের উপস্থিতি। তৃণমূলের প্রথম দফা ভোট প্রচারের স্টার বক্তাদের তালিকায় উত্তরবঙ্গের কোনও নেতানেত্রীর নাম না থাকায় বিতর্ক শুরু হয়েছে। বিজেপির তালিকায় অবশ্য উত্তরবঙ্গের এক ঝাঁক নেতানেত্রীর নাম রয়েছে। তৃণমূল মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারের কাছে ৪০ জন স্টার ক্যাম্পেইনার বা মূখ্য বক্তার নামের তালিকা জমা দিয়েছে।

এই তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের শীর্ষস্থানীয় প্রায় সমস্ত নেতানেত্রীর নাম রয়েছে। এই তালিকায় রুপোলী জগত থেকে দীপক অধিকারী (দেব), সায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সোহম চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, গায়িকা অদিতী মুন্সি, প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানের নাম রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে এই সেলিব্রিটিরা প্রচার করবেন।

বিজেপির তারকা প্রচারকের তালিকাও যথেষ্টই বড়। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রুপোলী জগতের মিঠুন চক্রবর্তী এমনকী রুদ্রনীল ঘোষকেও রাখা হয়েছে। বিজেপির এই তালিকায় উত্তরবঙ্গ থেকে ১৪ জনের নাম রয়েছে। যার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক সহ ছ’জনই কোচবিহারের। এঁরা হলেন, রাজ্যসভার সাংসদ নগেন্দ্র রায় (অনন্ত মহারাজ), সুশীল বর্মণ, নিখিলরঞ্জন দে, মিহির গোস্বামী, মালতি রাভা রায়। এছাড়া দলের রাজ্য সভাপতি বালুরঘাটের সুকান্ত মজুমদার, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, আলিপুরদুয়ার জেলার ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, আলিপুরদুয়ারের দশরথ তির্কি, দক্ষিণ দিনাজপুরের নেত্রী দেবশ্রী চৌধুরী, মালদার জুয়েল মুর্মু এবং গোপাল মণ্ডলের নাম রয়েছে।

তালিকা নিয়ে বিজেপির বিধায়ক শংকর ঘোষ তৃণমূলকে কটাক্ষ করে বলেছেন, ‘তৃণমূলের দক্ষিণবঙ্গের নেতানেত্রীরাই রাজা। উত্তরবঙ্গের নেতানেত্রীরা দাস হয়ে থাকতেই পছন্দ করেন। তাই প্রভুরাই প্রচারে আসেন।’ উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা গৌতম দেবের বক্তব্য, ‘স্টার ক্যাম্পেনারের তালিকা নিয়ে আমি কিছু বলতে পারবো না। যেখানে প্রচারে যেতে বলবে, সেখানেই যাবো।’

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

5 labor houses destroyed by elephants

Elephant Attack | হাতির হানায় তছনছ ৫টি শ্রমিক আবাস, আতঙ্কে বাসিন্দারা 

0
চালসা: মেটেলি ব্লকের ডাঙ্গী ডিভিশন চা বাগানে হাতির হানা অব্যহত। বুধবার রাতে বাগানে হামলা চালিয়ে পাঁচটি শ্রমিক আবাস গুড়িয়ে দেয় হাতি(Elephant Attack)। নষ্ট করে...

‘পদ্মময়’ ইভিএম ও কান্নানের সেই প্রস্তাব

0
  কল্লোল মজুমদার তৃতীয় দফার ভোটে এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মালদা। যে ঘটনা শুধু রাজ্য-রাজনীতিতে নয়, জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ। ঘটনাটি কালিয়াচক ১ নম্বর ব্লকের...

সব মেধার সমাদর হোক সব পরীক্ষায়

0
পরাগ মিত্র প্রায় প্রতিদিনই উৎসবের রাজ্যে ইদানীং মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের ‘ফল’ নিঃসন্দেহে খানদানি ইভেন্ট। বিজয়ীদের নিয়ে বাবা, মা, বিদ্যালয়, পরিজন স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে মাতবে, কারও...

দক্ষিণবঙ্গের ভোটে দুটি প্রধান ইস্যু

0
সুমন ভট্টাচার্য ‘রাম তেরি গঙ্গা মইলি হো গ্যায়ি পাপীও কে পাপ ধোতে ধোতে’। রাজ কাপুরের এই বিখ্যাত ছবি, যা মন্দাকিনীর স্নান দৃশ্যের জন্য বেশি বিখ্যাত...
body of a leopard fell on the highway in the forest

Leopard | বনের ভেতর হাইওয়েতে পড়ে চিতাবাঘের দেহ, তদন্তে বনকর্মীরা

0
রাঙ্গালিবাজনা: এশিয়ান হাইওয়ে থেকে একটি চিতাবাঘের(Leopard) মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি ফরেস্টের ভেতর দিয়ে...

Most Popular