Thursday, May 9, 2024
HomeBreaking NewsBinay Tamang | প্রার্থী নিয়ে টানাপোড়েনের জের! কংগ্রেস ছাড়তে পারেন বিনয় তামাং

Binay Tamang | প্রার্থী নিয়ে টানাপোড়েনের জের! কংগ্রেস ছাড়তে পারেন বিনয় তামাং

শিলিগুড়ি: এবার কংগ্রেস ছাড়তে চলেছেন বিনয় তামাং (Binay Tamang)? বৃহস্পতিবার দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ভারতীয় গোর্খা পরিসংঘের নেতা মুনিশ তামাং। সঙ্গে ছিলেন হামরো পার্টির নেতা অজয় এডওয়ার্ডও (Ajoy Edwards)। অজয় অবশ্য সরাসরি কংগ্রেসে (Congress) যোগ না দিয়ে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। কিন্তু কংগ্রেস যাঁকেই প্রার্থী করবে তাঁকেই তিনি সমর্থন করবেন বলে জানিয়েছেন।

দিল্লির এই ঘটনাক্রমেই বেজায় ক্ষিপ্ত বিনয় তামাং। তিনি এদিন উত্তরবঙ্গ সংবাদকে সরাসরি জানান, কংগ্রেস যদি মুনিশ তামাংকে প্রার্থী করে তাহলে তাঁকে বিকল্প ভাবতে হবে। তবে এক্ষেত্রে বিকল্প কী হতে পারে তা সরাসরি না বললেও বিনয়ের হাতে দলত্যাগ ছাড়া আর কোনও বিকল্প নেই বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, দার্জিলিং আসনে প্রার্থী হতে চেয়ে নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছিলেন বিনয় তামাং। এই আসনে কংগ্রেস এখনও প্রার্থীর নাম ঘোষণা না করায় ক্ষোভও প্রকাশ করতে দেখা গিয়েছিল তাঁকে।

এদিন বিনয় এক বার্তায় সাফ জানিয়েছেন, মুনিশ তামাং বা অজয় এডওয়ার্ডকে তিনি অন্তত এই নির্বাচনে সমর্থন করতে পারবেন না। বিনয়ের ক্ষোভ, কংগ্রেসের কয়েকজন নেতা যাঁরা কখনও দার্জিলিং বা উত্তরবঙ্গে পর্যটক হিসেবেও আসেননি তাঁরাই কংগ্রেস হাইকমান্ড ও সেন্ট্রাল ইলেকশন কমিটিকে ভুল বোঝাচ্ছেন। জেলা কমিটি ও প্রদেশ কংগ্রেস কমিটিকে এড়িয়ে সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই নিয়ে দু-একদিনের মধ্যেই তিনি সাংবাদিক সম্মেলন করবেন।

গত ২৬ নভেম্বর কালিম্পংয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছিলেন বিনয়। একসময় বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিনয় পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তৃণমূলের হয়েই তিনি জিটিএ (GTA) নির্বাচনে লড়েছিলেন। কিন্তু, পরে তৃণমূল কংগ্রেসও ছেড়ে দেন। কিছুদিন চুপচাপ থাকার পর শেষ পর্যন্ত কংগ্রেসেরই হাত ধরেন তিনি। সূত্রের খবর, প্রার্থী হবেন বলেই বিনয় কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কিন্তু কংগ্রেস তাঁকে প্রার্থী ঘোষণা না করে পাহাড়ের নেতা মুনিশ তামাংকে দলে নেওয়াতেই সিঁদুরে মেঘ দেখছেন তিনি। ফলে স্বাভাবিকভাবেই তাঁর গলায় বিদ্রোহের সুর।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sam Pitroda | বিতর্কিত মন্তব্যের জের, চাপে পড়ে ‘স্বেচ্ছায়’ পদ ছাড়লেন কংগ্রেসের পিত্রোদা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইন্ডিয়ান ওভারসিস কংগ্রেসের চেয়ারম্যান পদ ছাড়লেন স্যাম পিত্রোদা (Sam Pitroda)। ভারতীয়দের গায়ের রঙ নিয়ে বিতর্কিত মন্তব্য করার পরই ইস্তফা দিলেন...

Kashmir | ফের গুলির লড়াই কাশ্মীরে, সেনার হাতে নিকেশ এক জঙ্গি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের গুলির লড়াই স্বর্গরাজ্যে। বুধবার জম্মু ও কাশ্মীরের(Jammu And Kashmir) কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীর হাতে নিকেশ হয় এক জঙ্গি(Terrorist)। জানা...

IPL-2024 | ২২ গজে ট্রাভিস হেডের তাণ্ডব! লখনউকে গোহারা হারিয়ে প্লে-অফে জায়গা পাকা হায়দরাবাদের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অভিষেক শর্মাকে সঙ্গে নিয়ে ২২গজে ঝড় তুললেন ট্র্যাভিস হেড। ৬২ বল বাকি থাকতেই দুই ব্যাটারের তাণ্ডবে লখনউ সুপার জায়ান্টসকে ১০...

Siliguri Hospital | ওষুধের দোকানের ক্যাশবাক্স খুলে টাকা নিয়ে চম্পট দিল রোগীর পরিজন, শোরগোল...

0
শিলিগুড়িঃ ওষুধের দোকানের ক্যাশবাক্স খুলে সব টাকা নিয়ে হাপিস হয়ে গেল রোগীর এক পরিজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে।...

Viral | পরীক্ষায় অঙ্কে ২০০-তে ২১২! ভাইরাল মার্কশিটকে ঘিরে নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পরীক্ষায় অঙ্কে ২০০-তে ২১২! বর্তমানে পরীক্ষায় কাড়ি কাড়ি নম্বর না পেলে প্রতিযোগিতায় টিকে থাকা দায়। এরই মাঝে পুরো নম্বর পাওয়ার...

Most Popular