Saturday, April 27, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গAcid attack | দুই সিপিএম কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

Acid attack | দুই সিপিএম কর্মীর ওপর অ্যাসিড হামলার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

শেখ পান্না, রতুয়া: ভোটের মুখে বাম-কংগ্রেস জোটের কর্মীদের ওপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রতুয়া-১ ব্লকের ভাদো গ্রাম পঞ্চায়েতের কয়লাপাথর গ্রামে। এই ঘটনায় রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে দাবি আক্রান্তদের। শাসকদলের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

গত পঞ্চায়েত নির্বাচনে রতুয়ার একাধিক বুথ লুট করার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। বাদ যায়নি ভাদো পঞ্চায়েত এলাকার বুথগুলিও। পুকুর থেকে উদ্ধার হয়েছিল ব্যালট বক্স। ভোটের দিন ব্যালট বক্স রাস্তায় পড়ে থাকতেও দেখা যায়। কয়লাপাথর বুথে পুনর্নির্বাচন হয়। সেই নির্বাচনে জয় পায় বাম-কংগ্রেস জোট। এই ঘটনা নিয়ে তখন থেকেই জোটের সঙ্গে তৃণমূলের বিবাদ চলছিল। তার জেরেই বুধবার রাতে দুই সিপিএম কর্মীর ওপর অ্যাসিড হামলা চালানো হয় বলে অভিযোগ।

আক্রান্ত সিপিএমের পঞ্চায়েত সদস্য আবু বাক্কার বলেন, ‘গত পঞ্চায়েত ভোটে শাসকদল বোমাবাজি করে বুথ দখল করেছিল। আমরা অভিযোগ করার পর সেখানে পুনর্নির্বাচন হয়। আমরা জয় পাই। তারপর থেকেই শাসকদলের কিছু গুন্ডা আমাদের ওপর নানা ইস্যুতে আক্রমণ চালায়। গতকাল রাতে ওরাই আমাদের ওপর হামলা চালিয়েছে। এই ঘটনায় আমরা রতুয়া থানার দ্বারস্থ হয়েছি। পুলিশের ওপর আমাদের আস্থা আছে।’

আরেক আক্রান্ত আজাদ আলি বলেন, ‘গতকাল ইফতার করে আমরা দু’জন চায়ের দোকানে গিয়েছিলাম। আমার সঙ্গে ছিল এলাকার পঞ্চায়েত সদস্য বাক্কার। আমরা চা খেয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলাম। গ্রামে ঢোকার মুখে আমাকে কেউ অ্যাসিড ছুড়ে মারে। সারা শরীর জ্বলতে শুরু করে। এরপর আমরা রতুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে রতুয়া থানায় অভিযোগ দায়ের করি।’

সিপিএমের রতুয়া-১ এরিয়া কমিটির সম্পাদক নজরুল ইসলামের বক্তব্য, ‘এই ঘটনায় আমরা অবাক হইনি। আসলে তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়। চোর, গুন্ডা, লুটেরাদের দল। ওরা শুধু ক্ষমতায় থাকতে চায়। এবার ব্যাপক পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। সহজে ভোট লুট করতে পারবে না। তাই তারা ভয় পেয়েছে। এখন আমাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে।’

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ভাদো অঞ্চল সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘আজ সকালে ঘটনাটি জেনেছি। বিষয়টি আমাদের দলীয় কর্মীদের কাছে জানতে চেয়েছি। ওরা কেউ কিছু জানে না। এই ঘটনায় আমাদের দলের কেউ জড়িত নয়।’

অন্যদিকে, রতুয়া থানার আইসি অর্ঘ্য সরকারের বক্তব্য, ‘অ্যাসিড হামলার কোনও ঘটনাই ঘটেনি।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Sandeshkhali | ভোটের দিন কেন সন্দেশখালিতে সিবিআই হানা? কমিশনকে চিঠি দিল তৃণমূল   

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার সন্দেশখালিতে শাহজাহান শেখের ডেরায় হানা দিয়েছিল সিবিআই। সেখানে এই তৃণমূল নেতার এক আত্মীয়ের ফাঁকা বাড়ি থেকে উদ্ধার প্রচুর দেশি-বিদেশি...

Red sea | উত্তপ্ত লোহিত সাগর, ভারতগামী জাহাজে মিসাইল হামলা হাউথিদের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের উত্তপ্ত লোহিত সাগর (Red sea)। ভারতগামী একটি তেলের ট্যাংকারে (Oil tanker) মিসাইল হামলা চালাল ইয়েমেনের হাউথিরা। সূত্রের খবর, শনিবার ভারতগামী...

Tourism affected | তীব্র গরমে পর্যটনে প্রভাব উত্তরে, পর্যটকশূন্য মূর্তি সহ গোটা ডুয়ার্স  

0
চালসাঃ পর্যটক শূন্য ডুয়ার্সের মূর্তি। একে লোকসভা নির্বাচনের আবহ, পাশাপাশি রাজ্য জুড়ে তীব্র দাবদাহ সেই কারণেই ডুয়ার্সমুখী হচ্ছে না পর্যটকেরা। যারা উত্তরের সৌন্দর্য উপভোগ...

Chakulia | চাকুলিয়ার স্পর্শকাতর বুথে শান্তিপূর্ণ ভোট, ভেবড়ায় প্রিয় নেতার স্মরণে কাঁদলেন ভোটাররা

0
মহম্মদ আশরাফুল হক, চাকুলিয়া: প্রায় দশ মাস আগের কথা। চাকুলিয়ার (Chakulia) ভেবড়া এবং সাহাপুরের নয়াহাটের বাসিন্দাদের যদি কেউ শান্তিপূর্ণ ভোটের কথা বলতেন, তাঁরা হয়তো...

Joint war drills | বাংলাদেশ-চিনের যৌথ যুদ্ধ মহড়া! পরিস্থিতির ওপর নজর রাখছে নয়াদিল্লি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এই প্রথম চিনের সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ায় অংশ নেবে বাংলাদেশ। মে মাসের গোড়ায় ওই যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এখবর...

Most Popular