Thursday, May 9, 2024
HomeTop NewsLoksabha Election 2024 | ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মিলবে ৩ হাজার, বিজেপির...

Loksabha Election 2024 | ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে মিলবে ৩ হাজার, বিজেপির দেওয়াল লিখনে বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের  

পুরাতন মালদাঃ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভান্ডারে ৩ হাজার টাকা মিলবে। এমনই প্রতিশ্রুতি দিয়ে দেওয়াল লিখন করে ভোট প্রচার করায় উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানালো তৃণমূল। পুরাতন মালদা শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়ায় এই প্রতিশ্রুতি দিয়ে দেওয়াল লেখা করা হয়েছে বলে অভিযোগ। শুক্রবার জেলা তৃণমূল নেতৃত্বের তরফে একটি লিখিত অভিযোগ মালদা থানায় দায়ের করা হয়েছে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

তৃণমূলের দাবি, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পর দেওয়াল লিখনের রেওয়াজ থাকলেও এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে দেওয়াল লেখা যায় না। যদি কোন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দেয় তাহলে নির্বাচনী বিধিভঙ্গের আওতায় পড়ে। থানার পাশাপাশি নির্বাচন কমিশনেও নালিশ জানিয়েছে তৃণমূল। যদিও বিজেপি দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের দাবি উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, নির্বাচন নিয়ে ঘৃণ্য চক্রান্ত করছে তৃণমূল।

প্রসঙ্গত, দুদিন আগেই তৃণমূলকে আক্রমণ করে পুরাতন মালদায় সাংবাদিক সম্মেলন করেছিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সেখানেই তিনি অভিযোগ করেছিলেন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা তৃণমূলকে ভোট লুটে সহযোগিতা করছে। ওই অন্তর্ঘাতে জেলার ডিএম-এসপিরাও জড়িত বলে তার অভিযোগ করা হয়েছিল। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। তার পাল্টা সাংবাদিক বৈঠক করে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থীর আনা অভিযোগ  উড়িয়ে দিয়েছিলেন। এরই মাঝে দেওয়াল লিখন নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে।

যদিও ওই ঘটনায় তৃণমূলের জেলা মুখপাত্র আশীষ কুন্ডু বলেন, উত্তর মালদার বিজেপি প্রার্থী নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। ভোটে জেতার জন্য তিনি প্রকাশ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটারদের লোভ দেখাচ্ছেন। এটা কখনই সুষ্ঠু নির্বাচনের পক্ষে নয়। গোটা ঘটনা উল্লেখ করে আমরা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছি। নির্বাচন কমিশনেও নালিশ জানানো হয়েছে। আমরা চাইছি কমিশন বিষয়টি খতিয়ে দেখে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করুক। এ বিষয়ে বিজেপি প্রার্থী খগেন মুর্মু বলেন, দেওয়াল লিখন নিয়ে তৃণমূলের অভিযোগের প্রতিক্রিয়া দেওয়ার আমার কিছু নেই। দেওয়াল কে লিখেছে এ বিষয়ে না দেখে কিছু বলা যাবে না। যদি নির্বাচনী বিধিভঙ্গ হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন বিষয়টা দেখবে।

এ বিষয়ে পুরাতন মালদা ব্লক নির্বাচন কমিশন আধিকারিকরা বলেন, নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ এলে খতিয়ে খতিয়ে দেখা হবে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | বাবা কৃষক, দারিদ্রকে জয় করে উচ্চমাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পেল...

0
সিতাই: দারিদ্রকে জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য সীমান্তের দুঃস্থ কৃষকের মেয়ের। সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাউয়াবাড়ি গ্রামের বাসিন্দা রাখি বর্মন। সিতাই হাইস্কুল থেকে...

Kota | ‘আর পড়তে চাই না’, মা-বাবাকে বার্তা দিয়ে কোটা থেকে নিরুদ্দেশ পড়ুয়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছরেও একের পর এক পড়ুয়ার মৃত্যুর খবর সামনে এসেছে কোটা (Kota) থেকে। তবে এবার পড়ার চাপ সহ্য করতে না...

Lucknow | দুই নাথের যুগলবন্দি নবাবি নগরীতে

0
রূপায়ণ ভট্টাচার্য, লখনউ: গোমতী নদীকে ডানদিকে রেখে গাছপালা ও পার্কের মাঝখান দিয়ে এগিয়ে গেলে পরপর পড়বে লখনউয়ের (Lucknow) চোখধাঁধানো বড়ে ইমামবাড়া (Bara Imambara) ও...

বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল, সুরক্ষিত রাখবেন কীভাবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে কালবৈশাখী। বেশ কিছু জায়গা থেকেই আসছে বজ্রপাতের খবর। বহু ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর সময় সঠিক পদ্ধতি না মেনে চলার...
train is late in the rain storm, passengers are suffering

Siliguri | ঝড়-বৃষ্টিতে দেরিতে ট্রেন, দুর্ভোগ চরমে

0
সানি সরকার, শিলিগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের জেরে দুর্ভোগে ট্রেনযাত্রীরা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন(Train) তো বটেই, অসম থেকে উত্তরবঙ্গ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা ট্রেনগুলিও...

Most Popular