Friday, May 17, 2024
HomeExclusiveJalpaiguri | ডেক্সট্রোকার্ডিয়া রোগীর সফল অস্ত্রোপচার জলপাইগুড়ি মেডিকেলে

Jalpaiguri | ডেক্সট্রোকার্ডিয়া রোগীর সফল অস্ত্রোপচার জলপাইগুড়ি মেডিকেলে

সৌরভ দেব, জলপাইগুড়ি: হৃদযন্ত্রটি বুকের ডানদিকে। শুধু তাই নয়, পেটের ভেতরের বাকি অঙ্গগুলোর স্থানও উলটোদিকে। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই রয়েছে ধূপগুড়ির (Dhupguri) বাসিন্দা অনুপ মজুমদারের শরীরে। একে ডাক্তারি পরিভাষায় বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া সিটাস ইনভার্সাস। বুধবার জলপাইগুড়ি মেডিকেল কলেজে (Jalpaiguri Medical College and Hospital) অনুপবাবুর পায়ে একটা জটিল অস্ত্রোপচার হয়।

চিকিৎসকদের মতে, এই ধরনের রোগীর অস্ত্রোপচার করা অত্যন্ত জটিল। কেননা, অনুপবাবুর শরীরের ভেতরের অঙ্গগুলো স্বাভাবিক মানুষের মতো যথাস্থানে নেই এবং তাঁর হৃদযন্ত্রে জন্ম থেকেই ফুটো থাকার কারণে অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিকের তুলনায় কম। তাই এই ধরনের রোগীকে অস্ত্রোপচারের জন্য অজ্ঞান করাটাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অর্থোপেডিক চিকিৎসকদের টিম এবং অ্যানাস্থেটিস্ট শংকর রায়ের দক্ষতায় এদিন অনুপ মজুমদারের পায়ের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। মেডিকেল কলেজের এমএসভিপি ডাঃ কল্যাণ খান বলেন, ‘ডেক্সট্রোকার্ডিয়া রোগীদের অস্ত্রোপচার একটা জটিল এবং ঝুঁকিপূর্ণ কাজ। কিন্তু আমাদের চিকিৎসকরা এতে সফল হয়েছেন। এই চিকিৎসকরা আমাদের মেডিকেল কলেজের গর্ব।’

অনুপ মজুমদার পেশায় একজন গাড়ির চালক। মাসকয়েক আগে এক দুর্ঘটনায় তাঁর একটি পায়ের হাড় বেশ কয়েকটি টুকরো হয়ে যায়। দুর্ঘটনার পর তাঁকে প্রথমে উত্তরবঙ্গে মেডিকেল কলেজে (NBMCH) এবং পরে শিলিগুড়ির (Siliguri) একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানে লক্ষাধিক টাকা খরচ করে অস্ত্রোপচার করা হলেও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। সম্প্রতি জলপাইগুড়ি মেডিকেল কলেজে বহির্বিভাগে অর্থোপেডিক সার্জন ডাঃ অনুপম সাহার কাছে এসেছিলেন তিনি। তখনই ডাঃ সাহা জানতে পারেন অনুপ ডেক্সট্রোকার্ডিয়া সিটাস ইনভার্সাসের রোগী। এ বিষয়ে অ্যানাস্থেটিস্ট শংকর রায় বলেন, ‘১০ হাজার জনের মধ্যে একজনের এমনটা দেখা যায়। পাশাপাশি রোগীর হৃদযন্ত্রে জন্ম থেকেই ফুটো থাকায় অক্সিজেন স্যাচুরেশন অনেকটাই কম ছিল। তাই রোগীকে অজ্ঞান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ ছিল। কিন্তু এদিন সফলভাবে অস্ত্রোপচারের পর রোগী সম্পূর্ণ সুস্থ রয়েছেন।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Mango Curd | গরমের দুপুরে শেষপাতে জমে যাবে, আম দিয়ে বানান ভাপা দই

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরমে দুপুরবেলায় শেষ পাতে টক দই খেতে অনেকেই পছন্দ করেন। তেমনই এই গরমে দই খাওয়া স্বাস্থ্যের পক্ষেও উপকারি। তবে আম...

Poster Controversy | গাড়ির ধাক্কা দিয়ে খুন করব’, মমতা-অভিষেকের নামে খুনের পোস্টার উলুবেড়িয়ায়

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) প্রাণে মারার হুমকি। পোস্টার পড়লো গোটা এলাকায়। শুক্রবার সাত...

Covaxin | এবার প্রশ্নের মুখে কোভ্যাক্সিনও! পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে কী তথ্য উঠে এল গবেষণায়?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিশিল্ডের (Covishield) পর এবার প্রশ্নের মুখে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি কোভ্যাক্সিনও (Covaxin)। শ্বাসকষ্ট থেকে শুরু করে চর্মরোগ ও রক্ত...

Ramayana | বাজেট ৮৩৫ কোটি, রণবীর-পল্লবীর রামায়ণকে নিয়ে বিশ্ব দরবারে পৌঁছতে চান নিতেশ

0
তপন বকসি, মুম্বই: রামায়ণ ছবির শুটিংয়ের জন্য আস্ত একটি অযোধ্যা বানানো হয়েছে মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে। সূত্রের খবর, পরিচালক নিতেশ তিওয়ারির এই ছবির সেট...

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলো বিমানের। ক্ষতিগ্রস্থ হল বিমানের সামনের ডানা এবং সামনের...

Most Popular