Monday, May 20, 2024
Homeউত্তর সম্পাদকীয়ফার্স্ট পোলিং অফিসারের ডায়েরি

ফার্স্ট পোলিং অফিসারের ডায়েরি

উত্তরবঙ্গের ভোটপর্বে মূল্যবান দিক উঠে আসে শুক্রবার। ফের তেমনই অভিজ্ঞতা বোঝায়, এই ভোট অন্যরকম।

  • কৌশিক দাম

প্রায় প্রতি বছর মোবাইলে কয়েকটা ডেজিগনেশন সেভ করতে হয়। প্রিসাইডিং, সেকেন্ড পোলিং, সেক্টর ইত্যাদি শুধুই পদ। তাই সত্যি সত্যি কয়েকদিন পর নামগুলো মাথায় থাকে না, থাকে শুধু কিছু স্মৃতি। একটা অদ্ভুত ব্যাপার, এই লোকগুলোর সঙ্গে পরবর্তীকালে আর কোনও যোগাযোগও থাকেনি। হারিয়ে গিয়েছে ওরা ওই বুথের ভোটারদের মতোই। কিন্তু ভোটের ম্যাজিক ওখানেই লুকিয়ে থাকে। শুধু উত্তেজনা, ঝামেলাই ভোট নয়।

প্রতিবার ফেরার সময় ইলেকশন এজেন্ট, ওয়াটার ক্যারিয়ার, রান্নার মাসি বা এলাকার হোমরাচোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। কিন্তু মুখগুলো পালটে গেলেও কথা, ভালোবাসাগুলো যেন একইরকম। ‘এত সুন্দর করে ভোট নিলেন, আর এত তাড়াতাড়ি করলেন, আগে কোনওদিন হয়নি…’ ‘দাদা আপনার বাড়ি তো জলপাইগুড়ি, আসেন পরে একবার, দেখলেন আমাদের এলাকা কত শান্ত…’ ‘আসবেন কিন্তু…’।

অদ্ভুতভাবে মনে হয় এই ঘটনাগুলো যেন রেকর্ড করা, ওই যে মাঝে মাঝে মনে হয় না, এই ঘটনা আগেও ঘটেছে, ঠিক সেই রকম। কোনও এক প্রাইমারি স্কুলের আধ অন্ধকারে, ক্লান্ত অবসন্ন কিন্তু শেষ হওয়ার আনন্দে সব যেন একাকার। যেন মনে হয় প্ল্যানচেট করে আগের বারের ভোটকে ডেকে নিয়েছি।

কোথায় হরিয়ানা, কোথায় পঞ্জাব সব মিলেমিশে একশা, বন্দুক ঘাড়ে সদা হাস্যোজ্জ্বল মানুষগুলোকে নাকি লোকজনকে ভয় দেখাতে আনা হয়েছে। এত মিষ্টি ব্যবহার আমি শুধু কলেজ জীবনে প্রেমিক-প্রেমিকাদের দেখেছি। বাধ্য হয়েই বললাম, ‘আপ কাল থোরা অ্যাটিটিউড দিখানা পাবলিক কো’ তার উত্তরে হেসেই দিলেন ওঁরা। এরপর ডিউটির সময় এক অন্য রূপ দেখলাম ওঁদের। ভাবতে অবাক লাগে শুধু জীবিকার স্বার্থে কিছু মানুষকে আজীবন অভিনয় করে যেতে হয়। ফেরার পথে জড়িয়ে ধরলেন বাহিনীর হেড। এই দুই দিনে আমি এর থেকে শুধু বন্দুকের প্রকার ভেদ, যুদ্ধের কৌশল জানতে চেয়েছি। উনি জানতে চেয়েছেন আইপিএল, উত্তরবঙ্গের ঘোরার জায়গাগুলো নিয়ে।

সেক্টর, বিডিও বা বিভিন্ন অফিসের স্টাফদের অসীম লড়াই আর ধৈর্য দেখে মনে হয়, লোকে কেন সরকারি কর্মীদের হিংসে করে। আসলে করাই উচিত।

গভীর রাতে কাউন্টারে বসা বন্ধুর প্রশ্ন, দাদা শরীর ঠিক আছে তো! ফ্যানের তলায় গিয়ে বসো আমি ডেকে নেব। সত্যি লজ্জা লাগছিল, এঁদের অনেকের নিজের বাচ্চার সঙ্গে দেখা হয় না এক মাস হয়ে গেল। এক পরিবারকে চিনি। ওঁরা স্বামী-স্ত্রী দুজনেরই ডিউটি দুটো আলাদা লোকসভায়। বাচ্চাটা একা থাকে বাড়িতে। তবুও মাঝরাতে হেসে হেসে কথা বলে যাচ্ছে। আর বলছে, ভিভিপ্যাটের ব্যাটারিটা প্লিজ একটু খুলে দেবেন। না হলে বলেছে জমা না নিতে। বাঁশের ঘেরার ওই পাশের ভাই, দাদা, বৌদি, বন্ধুগুলোকে প্রণাম করতে ইচ্ছে হচ্ছিল।

একদম শেষে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে এক ভাই বলল, এটা নিয়ে যাও, বাচ্চাদের দিও আর বাড়ি গিয়ে ভাত খাও, শেষ কখন খেয়েছ কে জানে! ভোট শুধু রক্তাক্ত নয়।

(লেখক শিক্ষক। জলপাইগুড়ি গোমস্তপাড়ার বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Lok Sabha Election 2024 | আজ সারা দেশে পঞ্চম দফার ভোট, রাজ্যের কোন কোন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ দেশের ছ’টি রাজ্য ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ৪৯ আসনে ভোটগ্রহণ। তার মধ্যে পশ্চিমবঙ্গের ৭টি লোকভা আসন রয়েছে। এগুলি...

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। কপ্টারে তাঁর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীও ছিলেন বলে...

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Most Popular