Wednesday, May 8, 2024
Homeউত্তর সম্পাদকীয়ফার্স্ট পোলিং অফিসারের ডায়েরি

ফার্স্ট পোলিং অফিসারের ডায়েরি

উত্তরবঙ্গের ভোটপর্বে মূল্যবান দিক উঠে আসে শুক্রবার। ফের তেমনই অভিজ্ঞতা বোঝায়, এই ভোট অন্যরকম।

  • কৌশিক দাম

প্রায় প্রতি বছর মোবাইলে কয়েকটা ডেজিগনেশন সেভ করতে হয়। প্রিসাইডিং, সেকেন্ড পোলিং, সেক্টর ইত্যাদি শুধুই পদ। তাই সত্যি সত্যি কয়েকদিন পর নামগুলো মাথায় থাকে না, থাকে শুধু কিছু স্মৃতি। একটা অদ্ভুত ব্যাপার, এই লোকগুলোর সঙ্গে পরবর্তীকালে আর কোনও যোগাযোগও থাকেনি। হারিয়ে গিয়েছে ওরা ওই বুথের ভোটারদের মতোই। কিন্তু ভোটের ম্যাজিক ওখানেই লুকিয়ে থাকে। শুধু উত্তেজনা, ঝামেলাই ভোট নয়।

প্রতিবার ফেরার সময় ইলেকশন এজেন্ট, ওয়াটার ক্যারিয়ার, রান্নার মাসি বা এলাকার হোমরাচোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। কিন্তু মুখগুলো পালটে গেলেও কথা, ভালোবাসাগুলো যেন একইরকম। ‘এত সুন্দর করে ভোট নিলেন, আর এত তাড়াতাড়ি করলেন, আগে কোনওদিন হয়নি…’ ‘দাদা আপনার বাড়ি তো জলপাইগুড়ি, আসেন পরে একবার, দেখলেন আমাদের এলাকা কত শান্ত…’ ‘আসবেন কিন্তু…’।

অদ্ভুতভাবে মনে হয় এই ঘটনাগুলো যেন রেকর্ড করা, ওই যে মাঝে মাঝে মনে হয় না, এই ঘটনা আগেও ঘটেছে, ঠিক সেই রকম। কোনও এক প্রাইমারি স্কুলের আধ অন্ধকারে, ক্লান্ত অবসন্ন কিন্তু শেষ হওয়ার আনন্দে সব যেন একাকার। যেন মনে হয় প্ল্যানচেট করে আগের বারের ভোটকে ডেকে নিয়েছি।

কোথায় হরিয়ানা, কোথায় পঞ্জাব সব মিলেমিশে একশা, বন্দুক ঘাড়ে সদা হাস্যোজ্জ্বল মানুষগুলোকে নাকি লোকজনকে ভয় দেখাতে আনা হয়েছে। এত মিষ্টি ব্যবহার আমি শুধু কলেজ জীবনে প্রেমিক-প্রেমিকাদের দেখেছি। বাধ্য হয়েই বললাম, ‘আপ কাল থোরা অ্যাটিটিউড দিখানা পাবলিক কো’ তার উত্তরে হেসেই দিলেন ওঁরা। এরপর ডিউটির সময় এক অন্য রূপ দেখলাম ওঁদের। ভাবতে অবাক লাগে শুধু জীবিকার স্বার্থে কিছু মানুষকে আজীবন অভিনয় করে যেতে হয়। ফেরার পথে জড়িয়ে ধরলেন বাহিনীর হেড। এই দুই দিনে আমি এর থেকে শুধু বন্দুকের প্রকার ভেদ, যুদ্ধের কৌশল জানতে চেয়েছি। উনি জানতে চেয়েছেন আইপিএল, উত্তরবঙ্গের ঘোরার জায়গাগুলো নিয়ে।

সেক্টর, বিডিও বা বিভিন্ন অফিসের স্টাফদের অসীম লড়াই আর ধৈর্য দেখে মনে হয়, লোকে কেন সরকারি কর্মীদের হিংসে করে। আসলে করাই উচিত।

গভীর রাতে কাউন্টারে বসা বন্ধুর প্রশ্ন, দাদা শরীর ঠিক আছে তো! ফ্যানের তলায় গিয়ে বসো আমি ডেকে নেব। সত্যি লজ্জা লাগছিল, এঁদের অনেকের নিজের বাচ্চার সঙ্গে দেখা হয় না এক মাস হয়ে গেল। এক পরিবারকে চিনি। ওঁরা স্বামী-স্ত্রী দুজনেরই ডিউটি দুটো আলাদা লোকসভায়। বাচ্চাটা একা থাকে বাড়িতে। তবুও মাঝরাতে হেসে হেসে কথা বলে যাচ্ছে। আর বলছে, ভিভিপ্যাটের ব্যাটারিটা প্লিজ একটু খুলে দেবেন। না হলে বলেছে জমা না নিতে। বাঁশের ঘেরার ওই পাশের ভাই, দাদা, বৌদি, বন্ধুগুলোকে প্রণাম করতে ইচ্ছে হচ্ছিল।

একদম শেষে মিষ্টির প্যাকেট হাতে দিয়ে এক ভাই বলল, এটা নিয়ে যাও, বাচ্চাদের দিও আর বাড়ি গিয়ে ভাত খাও, শেষ কখন খেয়েছ কে জানে! ভোট শুধু রক্তাক্ত নয়।

(লেখক শিক্ষক। জলপাইগুড়ি গোমস্তপাড়ার বাসিন্দা)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Rocks are constantly falling at home, who is behind police also failed at investigation

বাড়িতে লাগাতার পড়ছে ঢিল, নেপথ্যে কারা? কিনারায় ব্যর্থ পুলিশও

0
সায়নদীপ ভট্টাচার্য, বক্সিরহাট: শুধু রাতে নয়, দিনেও বাড়ির উঠোনে ও টিনের চালে পড়ছে পাথরের টুকরো(ঢিল)। কেউ ঢিল ছুড়ছে। তাকে স্থানীয়রা ও পুলিশ ধরতে পারছে না।...

Golden Ball Auctioned | খোঁজ মিলেছে মারাদোনার হারিয়ে যাওয়া সোনার বলের, প্যারিসে শুরু নিলামের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ৩৮ বছর আগের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন দিয়েগো মারাদোনা। মেক্সিকোর আজটেকা স্টেডিয়ামে পায়ের...
Left-Trinamool women are campaigning for election

Post poll violence | ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় রক্তাক্ত মুর্শিদাবাদ, জখম অন্তত ২০

0
মুর্শিদাবাদ: ভোট মিটতেই নির্বাচন পরবর্তী হিংসায় (Post poll violence) রক্তাক্ত মুর্শিদাবাদ (Murshidabad) জেলা। রানিতলা এবং ইসলামপুর থানা এলাকায় রাজনৈতিক সংঘর্ষে জখম হয়েছেন কমপক্ষে ১০...

Narendra Modi | আদানি-আম্বানিদের নিয়ে মুখ বন্ধ কেন? রাহুলকে কটাক্ষ মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আম্বানি-আদানি যোগে কংগ্রেস শিবির বহুবার বিঁধেছে প্রধামমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi)। বুধবার তেলেঙ্গানায় নির্বাচনি জনসভা থেকে আম্বানি-আদানি (Ambani adani)...

king Cobra | চা বাগানে বিশালাকার কিং কোবরা উদ্ধার

0
চালসা: চা বাগান থেকে বিশালাকার কিং কোবরা উদ্ধার হল। বুধবার দুপুরে মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের টিলাবাড়ি ডিভিশন থেকে প্রায় ১৪ ফুট লম্বা কিং...

Most Popular