উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১ মাস ধরে ৯ বছরের শিশুর গলায় আটকে থাকল বাঁশি। সেভাবে বুঝতে না পারায় শিশুটির চিকিৎসা করান নি তার বাবা-মা। কিন্তু পরিবারের সকলেই লক্ষ্য করছিলেন শিশুটি জোরে শ্বাস-প্রশ্বাস নিলে বাঁশির শব্দ বের হচ্ছে। সঙ্গে হালকা খুসখুসে কাশিও রয়েছে। জলপাইগুড়ির আমবাড়ির কুন্দর দিঘি এলাকার বাসিন্দা শিশুটির নাম বিবেক রায়। স্থানীয়দের অনেকেই শিশুর পরিবারকে পরামর্শ দিয়েছিলেন গলায় বা পেটে কিছু ঢুকে থাকলে খাবার খেলে মলের সঙ্গে সেটি বেরিয়ে যাবে। কিন্তু দিন কয়েক আগে শিশুটির সিটি স্ক্যান করানো হয়।
রিপোর্টে দেখা যায় ডান ফুসফুসে বাঁশিটি আটকে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ইএনটি বিভাগে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে শিশুটির অস্ত্রোপচার করা হয়। অ্যানেস্থেসিয়া টিমের তত্ত্বাবধানে এবং ওষুধের প্রয়োগের মাধ্যমে শিশুটির ব্রঙ্কোস্কোপি করা হয়। এরপর ফরসেপ দিয়ে বাঁশিটি বের করা হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।