Tuesday, September 26, 2023
HomeTop News‘নজর ঘোরানোর চেষ্টা’, দেশের নাম বদল নিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

‘নজর ঘোরানোর চেষ্টা’, দেশের নাম বদল নিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন অভিষেক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশের নাম নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে জল্পনা। ভারতবর্ষ কি ‘ভারত’ নাকি ‘ইন্ডিয়া’ ভবিষ্যতে কোননাম পাবে পরিচিতি? এই জল্পনার রেশ ধরে গতকাল শিক্ষক দিবসের এক অনুষ্ঠান মঞ্চ থেকে নিজের প্রতিক্রিয়া দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “দেশের নাম তো ভারত ছিলই। এ আবার নতুন কী! আমরা তো বলিই—ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। কিন্তু তা বলে ইন্ডিয়া নাম ত্যাগ করতে হবে? ওই নামে তো সারা বিশ্ব চেনে?” মমতার এই বক্তব্যের পর রাজ্যবাসির নজর ছিল তৃণমূল সেকেন্ড ইন কমান্ড এ নিয়ে কখন নিজের প্রতিক্রিয়া দেন। অবশেষে বুধবার নিজের এক্স হ্যান্ডেলে(টুইটার)লেখেন, “ইন্ডিয়া বনাম ভারত বিতর্ক-বিজেপির তৈরি করা একটা বিভ্রান্তি মাত্র”।

শুধু এতটুকু বক্তব্যেই যে সাংসদ থেমে থাকবেন না স্বাভাবিকভাবেই অনুমেয়। তিনি আরও লেখেন, ‘জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, ব্যাপক মূদ্রাস্ফীতি, সাম্প্রদায়িক উত্তেজনা, বেকারত্ব, সীমান্ত বিরোধ ইত্যাদি বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর জন্যই এই বিতর্ক উস্কে দেওয়া হচ্ছে। দেশের মানুষের উচিত সরকারকে এসব নিয়ে চেপে ধরা। ডাবল ইঞ্জিন এবং জাতীয়তাবাদের নাম তাঁদের ফাঁপা বুজরুকির মুখোশ খুলে দেওয়া।’

দেশের নাম বদল নিয়ে শুধু যে তৃণমূল মুখ খুলেছেন তা নয়, মুখ খুলেছেন ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলিও।তাই সংসদের বিশেষ অধিবেশনে মূল্যবৃদ্ধি,বেকারত্বের মতো বিষয়গুলি তুলে ধরবেন বিরোধীরা তাতে কোন সন্দেহ নেই। এ ব্যাপারে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments