কলকাতা: সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে রবিবারই দিল্লির উদ্দেশে রওনা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি গান্ধিমূর্তির পাদদেশে মণিপুরের পরিস্থিতি নিয়ে ইন্ডিয়া জোটের প্রতিবাদ ধর্নাতেও যোগ দিতে পারেন তিনি। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। কিন্তু ২১ জুলাইয়ের সমাবেশের জন্য সংসদের অধিবেশনে যোগ দিতে পারেননি অভিষেক।
সোমবার সংসদে মণিপুরের ঘটনা নিয়ে তৃণমূলের সাংসদরা বিজেপির বিরুদ্ধে সোচ্চার হবেন বলে খবর। বিজেপিও রাজ্যের পরিস্থিতি নিয়ে তৃণমূলকে আক্রমণ করার প্রস্তুতি নিয়েছে। ফলে সোমবার উত্তাল হতে পারে সংসদ। সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের আক্রমণের প্রধান বক্তা হবেন অভিষেক। মণিপুরের ঘটনা নিয়ে তিনি বিজেপিকে আক্রমণ করার যাবতীয় প্রস্তুতি নিয়ে যাচ্ছেন বলে খবর। একইসঙ্গে মালদায় দুই মহিলাকে চোর সন্দেহে মারধরের পর বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা নিয়ে বিজেপির আক্রমণকে সামাল দিতেও প্রস্তুতি নিয়েছেন অভিষেক। মণিপুরের ঘটনায় ইতিমধ্যেই সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন বিরোধীরা। লোকসভার পাশাপাশি রাজ্যসভায়ও তৃণমূল সাংসদরা প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব হয়েছেন।