Saturday, May 4, 2024
Homeউত্তরবঙ্গআলিপুরদুয়ারINSA | আইএনএসএ আয়োজিত ভিজিটিং সায়েন্টিস্ট প্রোগ্রামে নির্বাচিত আলিপুরদুয়ারের তরুণ অধ্যাপক

INSA | আইএনএসএ আয়োজিত ভিজিটিং সায়েন্টিস্ট প্রোগ্রামে নির্বাচিত আলিপুরদুয়ারের তরুণ অধ্যাপক

রাজু সাহা, শামুকতলা: ইন্ডিয়ান ন্যাশনাল সাইন্স অ্যাকাডেমি(আইএনএসএ)-র উদ্যোগে আয়োজিত ভিজিটিং সায়েন্টিস্ট প্রোগ্রাম ২০২৪-২৫-এর জন্য নির্বাচিত হলেন আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডঃ স্বল্পকুমার রায়।
গোটা দেশ থেকে ৭২ জন তরুণ গবেষককে এর জন্য বাছাই করা হয়। তাঁর মধ্যে স্বল্প কুমার রায় একজন। পশ্চিমবঙ্গ থেকে মাত্র দু’জন অধ্যাপক এই গবেষণা করার সুযোগ পেয়েছেন। অন্যজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডাঃ নির্মলেন্দু বিশ্বাস। গবেষণার কাজের জন্য তাঁকে শীঘ্রই ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট বেঙ্গালুরু সেন্টারে যেতে হবে। স্বল্প কুমার রায় জানান, ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ কিন্তু সময় মতন ফসলের পরিচর্যা করা হয়ে ওঠে না দক্ষ লোকজনের অভাবে। যার ফলে নানা ভাবে ক্ষতিগ্রস্থ হন কৃষকরা। এই সমস্যা দিন দিন আরও কঠিন হতে চলছে| এই সমস্যা সমাধানের পথ খোঁজাই এই গবেষণার উদ্দেশ্য। ডক্টর স্বল্প কুমার রায়ের এই সাফল্যে খুশি আলিপুরদুয়ার ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট কলেজের অধ্যাপক এবং ছাত্র-ছাত্রীরা।
আলিপুরদুয়ার শহরের বাসিন্দা স্বল্প কুমার রায় ছোটবেলা থেকেই মেধাবী। মাকে নিয়ে এই শহরেই থাকেন। আলিপুরদুয়ারেই তাঁর বড় হয়ে ওঠা এবং পড়াশোনা। জিৎপুর উচ্চমাধ্যমিক স্কুল থেকে ২০০৬ সালে মাধ্যমিক পাশ করেন এবং পরে ম্যাকউইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ২০০৮ সালে। এরপর মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বিটেক, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর থেকে এমটেক এবং ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট কলকাতার সহযোগিতায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। দীর্ঘ ৫ বছর অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন জলপাইগুড়ি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। অধ্যাপনার সঙ্গে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে গবেষণা করে সুনাম অর্জন করেছেন ইতিমধ্যেই। এছাড়া ইতিমধ্যে তিনি এডিক্স ওয়ার্ল্ড সায়েন্টিস্ট র‍্যাঙ্কিং ২০২৪ এ নিজের জায়গাও তৈরি করে নিয়েছেন। তিনি বলেন, ‘এই ফেলোশিপ পেয়ে অত্যন্ত খুশি।’ এই কৃতিত্বের পেছনে তাঁর মায়ের অবদানের কথা জানাতেও তিনি ভোলেননি। আলিপুরদুয়ার সরকারি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ডঃ সৌরীশ সান্যাল জানান, ডঃ স্বল্পকুমার রায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অসাধারণ কাজ করছেন। এরপর তিনি এমন উল্লেখযোগ্য গবেষণার সুযোগ পাওয়ায় আমরা বিশেষভাবে আনন্দিত।

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Dev’s road-show | তৃণমূল প্রার্থী প্রসূনের সমর্থনে রতুয়ায় দেবের রোড-শো, যানজটে নাজেহাল সাধারণ মানুষ...

0
রতুয়াঃ শুক্রবার উত্তর মালদার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড শো করেন অভিনেতা দেব। এদিন অভিনেতার হেলিকপ্টার রতুয়া স্টেডিয়ামে দুপুর ১২ টা ৩০ নাগাদ...

Bengal Pro T20 League | উন্মোচন হল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ট্রফির, প্রাক্তনীদের মঞ্চে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আগামী ১১ জুন থেকে শুরু হবে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগ। শুক্রবার শহরের একটি হোটেলে দুই প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ও...

High Madrasah result | হাই মাদ্রাসার ফলপ্রকাশ, ৭৭৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রামনগরের সাহিদুর

0
গাজোলঃ মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় আবার জয়জয়কার গাজোলের রামনগর হাই মাদ্রাসার। এবারে এই মাদ্রাসা থেকে রাজ্যের সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে সাহিদুর রহমান। তার প্রাপ্ত...

Achievement | ক্যানসার জয় করে মাধ্যমিকে সফল দিনহাটার রাখি, ছাত্রীর কৃতিত্বে খুশি স্কুল কর্তৃপক্ষ...

0
দিনহাটাঃ শরীরে বাসা বেধে ছিল মারণ রোগ ক্যানসার, কিন্তু তাতে দমানো যায়নি দিনহাটা জ্ঞানদাদেবী গার্লস হাইস্কুলের ছাত্রী রাখি খাতুনকে। সেই মারণ রোগকে জয় করেই...
cable of the crane broke, 3 workers were injured

সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক

0
গয়েরকাটা: সেতুর কাজ করতে গিয়ে ক্রেনের তার ছিঁড়ে স্টিলের গার্ডারে চাপা পড়ে গুরুতর জখম হলেন ৩ শ্রমিক। এঁদের মধ্যে একজনের পা বাদ গিয়েছে। শুক্রবার...

Most Popular