Monday, May 6, 2024
HomeTop NewsAccused Trinamool leader | সিটি স্ক্যান করতে কেন দেরি? ডায়াগনস্টিক সেন্টারে তালা...

Accused Trinamool leader | সিটি স্ক্যান করতে কেন দেরি? ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝোলালেন তৃণমূল নেতা

মালবাজারঃ ডায়াগনস্টিক কেন্দ্রের (diagnostic center) বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তুলে কেন্দ্রটিতে তলা ঝুলিয়ে দিলেন এক তৃণমূল নেতা (Accused Trinamool leader)। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালবাজারে। অভিযুক্ত তৃণমূল নেতা মালবাজার পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। তাঁর অভিযোগ, এক মুমুর্ষ রোগীর সিটি স্ক্যান করতে ইচ্ছাকৃতভাবে ঢিলেমি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায় এলাকায়। যদিও কাউন্সিলারের করা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ডায়াগনস্টিক কেন্দ্র কর্তৃপক্ষ। পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে দুপুরের পর ফের কেন্দ্রটি খোলে। ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলেও আলোড়ন পড়েছে।

মাল শহরের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুরজিৎ দেবনাথ। সুরজিৎ এর বক্তব্য, “বৃহস্পতিবার রাতে আমার এক বন্ধু সায়ন সাহা বাইক অ্যাক্সিডেন্ট করেন। তাঁকে মাল হাসপাতালে ডাক্তার দেখাই। তারপর জরুরী ভিত্তিতে ঐ ডায়াগনস্টিক কেন্দ্রে সিটি স্ক্যান করাতে নিয়ে আসি। অনলাইন ব্যবস্থার মাধ্যমে স্ক্যানের অর্থও মিটিয়ে দিই। তবু আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। অর্থ প্রদানের নিশ্চয়তা দেখানো সত্বেও পরিষেবা প্রদানে ঢিলেমি করা হয়”। সুরজিৎ এর দাবি, “রোগীর সঙ্গে এ ধরনের অমানবিক ঘটনা নিয়ে আলোচনা করতেই শুক্রবার সকালে ফের ঐ কেন্দ্রে যাই। কেন্দ্রে মালিকপক্ষের তরফে যুক্তিসঙ্গত জবাব না পেয়ে বাধ্য হয়ে কেন্দ্রের দরজা বন্ধ রাখি। তবে জরুরী পরিষেবা চালু রাখতেই বলেছিলাম। সন্ধ্যায় প্রশাসনের সর্বস্তরে অভিযোগ জানিয়েছি”।

ডায়াগনস্টিক কেন্দ্রের মালিক প্রশান্ত দাস ও কাজল দত্ত কাউন্সিলরের তোলা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। মালিকপক্ষের  বক্তব্য, “আমরা বহু বছর ধরে রোগীদের সবসময় মানবিকভাবেই পরিষেবা দিই। এক্ষেত্রেও রাতেও জরুরী ভিত্তিতে দ্রুত যাবতীয় পরিষেবাই দেওয়া হয়েছিল। কোনও রূপ ঢিলেমি বা দুর্ব্যবহারের ঘটনা ঘটে নি। আমাদের কাছে যাবতীয় তথ্যপ্রমান রয়েছে। আমরা শুক্রবারের সকালের ঘটনার বিষয়গুলি আমাদের আইনি পরামর্শ বিভাগকে জানাচ্ছি। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। কর্মকাণ্ডের জেরে শুক্রবার দুপুর পর্যন্ত রোগীরা পরিষেবার থেকে বঞ্চিত হন”।

এদিকে দুর্ঘটনাগ্রস্ত রোগীর দাদা সুমন সাহা দুপুরে মাল থানায় ঐ ডায়াগনস্টিক কেন্দ্রের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেন।    ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলেও আলোড়ন ছড়িয়েছে। মাল শহর তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি অমিত কুমার দে বলেন, শুধুমাত্র বাড়তি অর্থের জন্য নয়। মানবিকভাবেও রোগীদের পরিষেবা প্রদান করতে হয়। না হলেই ক্ষোভ ছড়ায়। নিয়ম মোতাবেক ঐ ডায়াগনস্টিক কেন্দ্রটি পরিচালিত হয় কিনা তাও দেখা দরকার। বিরোধী রাজনৈতিক দলগুলি অবশ্য শাসকদলের কাউন্সিলারের এহেন কর্মকাণ্ডের দিকে আঙ্গুল তুলেছে। বিজেপির মাল শহর মণ্ডল কমিটির সভাপতি নবীন সাহা বলেন, অভিযোগের বিষয়টি বিচার্য। তবে কাউন্সিলারের  এভাবে তালা মারার ঘটনা নিন্দনীয়।  সিপিএমের মাল এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্ত বলেন, কাউন্সিলার প্রশাসনিক মহলেই অভিযোগ জানাতে পারতেন। সেখানে উনি হঠকারী ভাবেই এ ধরনের তালা মারার ঘটনা ঘটালেন।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Illegal business | ভুটানে সস্তা জ্বালানি, সীমান্ত পেরিয়ে রমরমিয়ে চলছে অবৈধ কারবার

0
বানারহাট: ভুটানে সস্তা পেট্রোল-ডিজেল। ভুটানের সেই সস্তার তেল সীমান্ত পেরিয়ে নিয়ে এসে ভারত-ভুটান সীমান্তের বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে ব্যবসা। ভুটান থেকে তেল পাচারের জন্য...
Preparing to give polling agents in Malda

Lok Sabha Election 2024 | রাত পোহালেই ভোট, পোলিং এজেন্ট দেওয়ার প্রস্তুতি মালদায়

0
বৈষ্ণবনগর: কংগ্রেস, বিজেপি, তৃণমূল ইতিমধ্যেই দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে নিজেদের রাজনৈতিক প্রচার শেষ করেছে। সোমবার শুরু হয়েছে নির্বাচনি(Lok Sabha Election 2024) বুথগুলিতে পোলিং এজেন্ট...

Covishield | কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া! এবার মামলা শুনবে সুপ্রিম কোর্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কোভিড টিকা কোভিশিল্ডের (Covishield) পার্শ্বপ্রতিক্রিয়ার (Side effects) সম্ভাবনা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে মূল প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca)। এই খবর প্রকাশ্যে...

Madhyamik Result | বাবা পরিযায়ী শ্রমিক, মাধ্যমিকে সফল হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দীপশিখার

0
দেওয়ানহাট: তার বয়স তখন সবে পাঁচ। বাবা-মায়ের হাত ধরে সে পৌঁছে গিয়েছিল গোলাপি শহর জয়পুরে। কোচবিহার-১ ব্লকের গৌরাঙ্গবাজার এলাকার ছোট্ট একটা বাড়ি থেকে সুদূর...

Assam | ব্রহ্মপুত্রের উপর নির্মীয়মান ভারতের দীর্ঘতম সেতুই এলাকায় ভোটের ইস্যু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসমের ধুবড়ির ভোটাররা যখন তৈরি হচ্ছেন ৭ মে-র ভোটের জন্য, সেই সময় দাঁড়িয়ে ভারতের দীর্ঘতম নির্মীয়মান সেতুই কিন্তু ওই অঞ্চলে...

Most Popular