Tuesday, May 7, 2024
HomeMust-Read Newsবেআইনিভাবে চলছিল পুকুর ভরাট, উত্তরবঙ্গ সংবাদ নজরে আনতেই নড়েচড়ে বসল প্রশাসন

বেআইনিভাবে চলছিল পুকুর ভরাট, উত্তরবঙ্গ সংবাদ নজরে আনতেই নড়েচড়ে বসল প্রশাসন

খড়িবাড়ি: পুকুর ভরাটের খবর উত্তরবঙ্গ সংবাদ-এ প্রকাশ হতেই পদক্ষেপ করল খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। মঙ্গলবার সকালে দপ্তরের উদ্যোগে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপের প্রাথমিক কাজ শুরু হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ-‘কোনওভাবেই জলাশয় কিংবা পুকুর ভরাট করা যাবে না’। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এক শ্রেণির জমি মাফিয়া শিলিগুড়ি মহকুমাজুড়ে পুকুর ভরাট করে চলেছে। একইভাবে প্রশাসনের একাংশের মদতে খড়িবাড়ির পশ্চিম কেশরডোবায় ৩২৭ নম্বর জাতীয় সড়কের পাশে বেপরোয়াভাবে চলছিল পুকুর ভরাটের কাজ। এক বিঘা পরিমাপের একটি পুকুর ট্র্যাক্টর ও অর্থমুভার দিয়ে রাতদিন ভরাট করা হচ্ছিল। প্রথম উত্তরবঙ্গ সংবাদ-এর নজরে আসে বিষয়টি। খবর করতে গেলে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, এক বিঘা জমির ওপর অবস্থিত এই পুকুরটি স্বর্গীয় বিমল সরকারের। বিমলবাবুর দুই ছেলে। একজন নকশালবাড়ির একটি হাইস্কুলের শিক্ষক। অপর ছেলের নাম ভূপেন্দ্রনাথ সরকার ওরফে টুপন। ভূপেন্দ্র জমির জাল দলিল তৈরিতে সিদ্ধহস্ত। এই ভূপেন্দ্রই নাকি পুকুর ভরাটের নেতৃত্বে ছিলেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য, প্রধান কিংবা স্থানীয় প্রশাসন সব জেনেও কেন চুপ ছিল, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন উঠেছে। তবে সংবাদমাধ্যমের কাছ থেকে খবর পেয়ে গতকাল ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ। তিনি সঙ্গে সঙ্গে পুলিশ ডেকে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেন। এছাড়া ব্লক ভূমি ও ভূমি রাজস্ব অধিকারিককে দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

সোমবার খবর প্রকাশের পর মঙ্গলবার ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মী ও আধিকারিকরা ঘটনাস্থলে এসে পুকুরটি জরিপ করেন। নদী থেকে বিনা রয়্যালটিতে কতটা বালি-পাথর তোলা হয়েছে, তার হিসাব করেন। এদিন অফিসে জমির মালিকানা ও জমির চরিত্র নির্ণয় হয়। খড়িবাড়ি ব্লক ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের কাজে রিপোর্ট জমা দেওয়ার পর আইনানুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে জানান তদন্তকারী রেভিনিউ অফিসার তাসি ভুটিয়া।

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

SSC Scam | ‘তাঁর চাকরি নিয়ে আমাদের কোনও আপত্তি নেই’, কাদের কথা বললেন বিকাশরঞ্জন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রাজ্যের শাসকদল তৃণমূলের কাছে তিনিই ‘ভিলেন’। তাঁর সওয়ালেই একের পর এক চাকরি হারাতে হয়েছে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের। সেই বিকাশরঞ্জন ভট্টাচার্যই...

Seikh Shahjajhan | প্রিজন ভ্যানে আগের মেজাজে শাহজাহান শেখ, নেতাকে দেখেই আদালত চত্বরে উঠল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সন্দেশখালির স্টিং ভিডিও সামনে আসার পরই সেই আগের মেজাজে শাহজাহান শেখ। কিছুদিন আগেই আদালতে এসে চোখের জল ফেলতে দেখা গিয়েছিল,...

Arijit Singh | জিয়াগঞ্জে সস্ত্রীক ভোট দিলেন অরিজিৎ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার তৃতীয় দফার লোকসভা ভোট (Lok Sabha Election 2024) ছিল মুর্শিদাবাদ (Murshidabad) ও জঙ্গিপুরে। এদিন জিয়াগঞ্জে প্রীতম সিং জি এস...

Aryann Bhowmik | কোচবিহারে শুটিংয়ে এসে বিপত্তি, স্টান্ট সিকোয়েন্স করতে গিয়ে আহত অভিনেতা আরিয়ান

0
কোচবিহার: কোচবিহারে শুটিংয়ে স্টান্ট সিকোয়েন্স করতে গিয়ে বাসের ছাদ থেকে পড়ে আহত হলেন ‘সন্তু ও কাকাবাবু’ খ্যাত অভিনেতা আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik)। কয়েকদিন ধরেই...

Harischandrapur | জীবিত হয়েও মৃত একই বুথের ১২ ভোটার, ভোটদানে বঞ্চিতদের প্রশ্ন, এই দায়...

0
হরিশ্চন্দ্রপুরঃ ভোট দিতে এসে জানতে পারেন তাঁরা মৃত। একজন দুই জন নয়, একই বুথে এই সংখ্যাটা কমপক্ষে ১২। ঘটনাটি বাংলা-বিহার সীমান্ত হরিশ্চন্দ্রপুরের একটি বুথের।...

Most Popular