উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী শিবিরে আসন বণ্টন নিয়ে বুধবার এক গুরুত্বপূর্ণ বৈঠক হল অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিকের বাসভবনে। বৈঠক শেষে তাঁর বাসভবন থেকে হাসি মুখে বেরোতে দেখা গেল কংগ্রেস, শিব সেনা (উদ্ধব গোষ্ঠী), এনসিপি (শরদ গোষ্ঠী) নেতাদের। আসন সমঝোতা নিয়ে তাঁরা প্রকাশ্যে কিছু না বললেও বৈঠক হয়েছে ইতিবাচক এমনটাই দাবি করলেন নেতারা।
লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দেওয়া নিয়ে বিরোধী শিবিরের জোট সঙ্গীরা সরাসরি কিছু না বললেও সুত্রের খবর, শিব সেনা (উদ্ধব) ও কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে ২০টি করে আসনে। এনসিপি (শরদ) ৬টি আসনে প্রার্থী দেবে। বঞ্চিত বহুজন আগাড়িকেও নেওয়া হচ্ছে ‘ইন্ডিয়া’ জোটে। তাদের দেওয়া হতে পারে দু’টি আসন।
অন্যদিকে, উদ্ধব শিবির শুরু থেকেই দাবি করছিল, ২৩টি আসনে তারা প্রার্থী দিতে চায়। কংগ্রেসেরও ছিল একই দাবি। গত লোকসভা নির্বাচনে সংযুক্ত শিব সেনা ও এনসিপি পেয়েছিল যথাক্রমে ১৮ ও ৪টি আসন। কংগ্রেস জিতেছিল একটিতে। পরবর্তী সময়ে শিব সেনা ও এনসিপি, দু’দলেই ভাঙন ধরেছে। শিব সেনা(শিণ্ডে) ও এনসিপি (অজিত)-র একটি করে অংশ বিজেপির সঙ্গে হাত মিলিয়ে মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে। দুই দলেরই অন্য অংশ কংগ্রেসের সঙ্গে ‘ইন্ডিয়া’ জোটের শরিক।