Monday, May 13, 2024
HomeTop Newsরায়নার পর মেমারি, নির্দল কাঁটায় বিদ্ধ তৃণমূল, আশার আলো দেখছে সিপিএম    

রায়নার পর মেমারি, নির্দল কাঁটায় বিদ্ধ তৃণমূল, আশার আলো দেখছে সিপিএম    

বর্ধমানঃ পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দী তৃণমূলের প্রাথীদের নাম দল ঠিক করবে। প্রার্থী নিয়ে কোনও নেতার সুপারিশ মানা হবে না। নবজোয়ার কর্মসূচীতে একথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতই পঞ্চায়েত ভোট ঘোষণার পর পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকে দলের প্রার্থীদের তালিকা পাঠিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। ওই সব প্রার্থীরা পঞ্চায়েত ভোটে প্রতিদ্বন্দিতা করার জন্য মনোনয়ন জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকে আবার নির্দল হয়ে মনোনয়ন জমা করে দেয়। দলের হঁশিয়ারি সত্ত্বেও নির্দলরা মনোনয়ন প্রত্যাহার না করায় এখন রায়নার মতই নির্দল কাঁটাতেই বিদ্ধ হয়ে আছে মেমারির তৃণমূল শিবির। আর তা নিয়ে বেজায় উৎফুল্ল বিরোধী শিবির।

একদা বামেদের দুর্গ হিসাবেই পরিচিত ছিল মেমারি। তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠার পর থেকে এই মেমারিতেও চরমে পৌছেছিল সিপিএমের সঙ্গে  তৃণমূলের সংঘাত। সেই সংঘাতের জেরে প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকত মেমারির নাম। রাজ্য রাজনীতিতে পালাবদলের পর ধীরে ধীরে মেমারিতে দাপট বাড়তে থাকে ঘাস ফুলের। একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি বামেদের হাতছাড়া হয়ে তৃণমূলের দখলে চলে যায়। কিন্তু মেমারিতে ঘাস ফুলের দাপট বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এবারের পঞ্চায়েত নির্বাচনের যার প্রভাব অব্যাহত থাকল মেমারিতে।

মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য জানিয়েছেন, মেমারি ১ ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট আসন ২১২ টি। আর সমিতিতে আসন সংখ্যা ৩০ টি। এই সবকটি আসনে দলের ঘোষিত প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়ন দাখিল করেছিলেন। দলের প্রার্থীদের বিরুদ্ধে অনেকে নির্দল অর্থাৎ গোঁজ প্রার্থী হয়ে মনোনয়ন দাখিল করে দেয়। দলের সর্বোচ্চ নেতৃত্ব নির্দলদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ জারি করলেও তা অনেকেই অগ্রাহ্য করে। আর মনোনয়ন প্রত্যাহার ও বি-ফর্ম ফিলাপ করে প্রতীক পাবার সময় অতিক্রান্ত হয়ে যাবার পর সব ওলটপালট ঘটে যায়।

মধুসূদন বাবু জানিয়েছেন, দলের প্রাথীর বিরুদ্ধে দাঁড়ানো নির্দল প্রার্থীদের নিয়ে অসন্তোষ তৈরি হয়। মনোনয়ন প্রত্যাহার করার দিনের মধ্যে নির্দলরা মনোনয়ন প্রত্যাহার করেনি। তার কারণে ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে ২১২ আসনের মধ্যে ৮০ টি আসন এবং সমিতির ৩০ টি আসনের মধ্যে ৭ আসনে নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েই গিয়েছে। এমনটা হওয়া কাম্য ছিল না বলে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য মন্তব্য করেছেন।

ব্লক তৃণমূলের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায় এর দাবি, “প্রতীক প্রদানে বিলম্ব হওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে নির্দলদের নিয়ে কোন সমস্যা হবে না। নির্দলরা কেউ ভোটের প্রচারেও নামে নি। তারা তৃণমূল প্রার্থীর হয়েই প্রচার চালাচ্ছে। নির্দল প্রার্থীরাই ভোটারদের তৃণমূল প্রার্থীকেই ভোট দেওয়ার কথা বলছে। সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তাপস চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে যাঁরা মনোনয়ন জমা দিয়েছিল এমন অনেকে কংগ্রেসের প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নেমে পড়েছেন’।

তৃণমূলের এই কোন্দলের বিষয়টি জানার পর জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “যেমন দল তেমন তার প্রার্থী তালিকা। স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের তৃণমূলে কোন স্থান নেই। তোলাবাজরাই তৃণমূলের সম্পদ। তোলাবাজরা তৃণমূলের প্রার্থী হওয়ার জন্য চেষ্টা চালিয়ে গেছে। শেষ অবধি নির্দল হয়েই তারা রয়ে গিয়েছে। যদি কোন ভাবে ভোটে জিতে যায় তাহলে তৃণমূলে ভিড়ে গিয়ে মধু খাবে এই আশা নিয়েই নির্দলরা বুক বেঁধে আছে।

জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় গ্রাম পঞ্চায়েতের আসনে বিজেপি ৮১টি, সিপিএম ১৯২টি, কংগ্রেস ৫৬ টি আসনে মনোনয়ন প্রত্যাহার করেছে। আর পঞ্চায়েত সমিতি স্তরে বিজেপি ১৩ টি, সিপিএম ৩০টি এবং কংগ্রেস ১৪ টি আসনে মনোনয়ন তুলে নিয়েছে। তৃণমূল তুলেছে ৩২ টি আসনে। ভোট হবে না এমন আসনের সংখ্যাও জেলায় কম নয়। কমিশনের তথ্য অনুযায়ীয়, জেলায় গ্রাম পঞ্চায়েতের ৪০১০টি আসনের মধ্যে ৮৫৮টি আসনে কোনও ভোট হচ্ছে না। তার মধ্যে রায়না ১ ও ২ ব্লক মিলিয়ে সিপিএম তিনটে আসন বিনা প্রতিদ্বন্দিতায় জিতে গিয়েছে। বাকি গুলিতে তৃণমূল বিনা প্রতিদ্বন্দিতায় জিতে গেছে। গ্রাম পঞ্চায়েতে মঙ্গলকোটের ২৪৩টি আসনের মধ্যে ১৬২টি, কেতুগ্রাম ১ ব্লকে ১৫৩টি আসনের মধ্যে ১৪৭টি, বর্ধমান ১ ব্লকে ১৮৮টির মধ্যে ১০১টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। আর পঞ্চায়েত সমিতি স্তরে জেলার  ২৩টি পঞ্চায়েত সমিতির ৬৪০টি আসনের মধ্যে ৯৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জিতেছে।

তৃণমূল নেতৃত্বের দাবি, জেলার ৩৩ টি গ্রাম পঞ্চায়েত কার্যত তৃণমূলের দখলে চলে এসেছে। তার মধ্যে রয়েছে, মঙ্গলকোটে ১০ টি, কেতুগ্রাম ১ এর ৮ টি, বর্ধমান ১ ব্লকে ৫ টি, মন্তেশ্বর ব্লকে ৩ টি এবং আউশগ্রাম ১, জামালপুর, ভাতার, রায়না ১, গলসি ২, কালনা ১ ও খণ্ডঘোষ ব্লকে ১ টি। বাকি  কাটোয়া ২ ও কালনা ২ ব্লকের প্রতিটি আসনেই ভোট হচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Asansole vote | অভিষেককে ‘পাপ্পু’ বলে কটাক্ষ অগ্নিমিত্রা পালের, চারশো পেরোবে, আশাবাদী মেদিনীপুরের বিজেপিপ্রার্থী...

0
আসানসোলঃ সোমবার সকালে ভোট দিতে এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করলেন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন...

Lok Sabha Election 2024 | দেশে ৯৬ কেন্দ্রে চলছে ভোটগ্রহণ, এক্স হ্যান্ডেলে পোস্ট মোদির

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ দফায় ভোটগ্রহণ (Lok Sabha Election 2024) শুরু হয়েছে বাংলার ৮ কেন্দ্র সহ দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের...

Birbhum | কেষ্টগড়ে অশান্তি! দেদার ছাপ্পা, বুথ জ্যামের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, মানতে নারাজ...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আশঙ্কাই সত্যি হল। সোমবার ভোট গ্রহণ শুরুর পর থেকেই একের পর এক অশান্তির খবর এল কেষ্টগড়ে। দেদার ছাপ্পা থেকে বিরোধীদের...

Lok Sabha Election 2024 | আসানসোলে ভোট দিলেন মন্ত্রী মলয় ঘটক, কেন্দ্রীয় বাহিনীর কড়া...

0
আসানসোল: সোমবার চতুর্থ দফায় লোকসভা ভোট (Lok Sabha Election 2024) শুরু হয়েছে রাজ্যে। এদিন সকাল সকাল ভোট দিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক...

Lok sabha election 2024 | শুরুতেই মাথা ফাটলো সিপিএম কর্মীর, বহরমপুরে কংগ্রেস এজেন্টকে মার!...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুই একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটলেও একপ্রকার নির্বিঘ্নেই ভোট চলছে বাংলার আটটি কেন্দ্রে। রাজ্যের আট কেন্দ্রে সোমবার সকাল ৭টা থেকে...

Most Popular