Saturday, May 18, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গওষুধ চাওয়ায় বচসা, রোগীর পরিজনদের মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ওষুধ চাওয়ায় বচসা, রোগীর পরিজনদের মারধরের অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

ধূপগুড়ি: রোগীর আত্মীয়দের আটকে রেখে মারধরের গুরুতর অভিযোগ উঠল ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের দুই চিকিৎসকের বিরুদ্ধে। বুধবার রাতে এমন অভিযোগে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। শেষ পর্যন্ত ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোগী আত্মীয়দের তরফে থানায় লিখিত অভিযোগ জানানো না হলেও প্রায় ঘণ্টা খানেক ধরে চলে গণ্ডগোল। ঘটনার জেরে মারমুখী হয়ে ওঠে হাসপাতালে হাজির সাধারণ মানুষও।

জানা গিয়েছে, গতকাল রাত ৮টা নাগাদ ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালের ইমারজেন্সিতে পৌঁছান সাকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলের মল্লিকশোভা এলাকার বাসিন্দা প্রশান্ত রায় এবং জোৎস্না রায়। পায়ের ব্যাথায় কাতর চার বছরের শিশু কন্যাকে নিয়ে দম্পতি হাসপাতালে গেলে ডিউটিতে থাকা ডাঃ দেবদাস মণ্ডলকে দেখান তাঁরা। তিনি প্রেসক্রিপশনও করে দেন বলে জানা গিয়েছে। এরপর দম্পতি প্রেসক্রিপশনে লেখা ওষুধ চাইলে চিকিৎসকের সঙ্গে কথাকাটি শুরু হয়। সেসময় নাইট শিফটের চিকিৎসক ডাঃ সাধন সরকার সেখানে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে, শিশুকন্যাকে নিয়ে আসা দম্পতি হাসপাতাল থেকে ওষুধ দেওয়ার দাবি জানাতে থাকেন এবং চিকিৎসকরা জানান রাতে ফার্মাসি বন্ধ থাকে সেজন্যে বাইরে থেকে কিনতে হবে। এনিয়ে কথাকাটাকাটি চরমে পৌঁছোলে দুইপক্ষের হাতাহাতি শুরু হয়। দম্পতির অভিযোগ, সেইসময় দুই চিকিৎসক এবং হাসপাতালের আরেক কর্মী তাঁদের টেনে নিয়ে কোলাপসেবল গেট আটকে দিয়ে মারধর করেন। চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলে শিশুটির মা বলেন, ‘আমরা মিথ্যে বলছি কী না তা হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় দেখা হোক। যে চিকিৎসক একজন মহিলার গায়ে হাত তোলেন তাকে নিয়ে বলার কিছুই নেই। ওনারা আমাকে এবং স্বামীকে মারধর করার পাশাপাশি পুলিশে দেওয়ার হুমকি দেন।‘

ঘটনার সময় হাজির প্রত্যক্ষদর্শীদের করা ভিডিওতে দেখা যায়, ইমারজেন্সির সামনে শিশুকন্যা কোলে দম্পতির সঙ্গে ব্যাপক ঝগড়া এবং হাতাহাতিতে জড়িয়েছে দুই চিকিৎসক। দুই চিকিৎসক শিশুটির বাবার দু হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন হাসপাতালের মূল ভবনের দিকে। পেছনে ছুটেছেন মহিলাও। এরপর শিশু সহ তার বাবা মা হাসপাতালের ভেতরে ঢুকে গেলে গেট লাগিয়ে দেওয়া হয়। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে ঘটনার পর থেকে হাসপাতলে দেখা যায়নি মূল অভিযুক্ত চিকিৎসক দেবদাস মণ্ডলকে। অপর চিকিৎসক সাধন সরকার বলেন, ‘এনিয়ে আমার কোনও মন্তব্য নেই। যদি কিছু বলার হয় তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনেই বলব।‘

ঘটনা নিয়ে ধূপগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ অঙ্কুর চক্রবর্তী বলেন, ‘যতটুকু জেনেছি তাতে দুজন রোগীর আত্মীয় কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করলে বাদানুবাদ বাঁধে। আমাকে জানানো হলে পুলিশে খবর দেই এবং তারা পরিস্থিতি স্বাভাবিক করেন।‘

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NBMC | দালাল ধরে টাকা দিতেই হাতে এল মৃত্যুর শংসাপত্র! তদন্তের আশ্বাস মেডিকেল সুপারের...

0
শিলিগুড়িঃ মৃত্যুর শংসাপত্র পেতে ১৫০০ টাকা দিতে হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যে পরিবার মৃত্যুর শংসাপত্র পেতে দেড় মাস ধরে ঘুরছিল, সেই পরিবারই...

Toy Train Joy Ride | ভিড় সামলাতে অতিরিক্ত জয়রাইড ট্রেন চলবে দার্জিলিংয়ে, সিদ্ধান্ত ডিএইচআরের

0
দার্জিলিংঃ পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শনিবার থেকে বাড়তি দুটি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। গরমের...

Siliguri | গাড়িতে বসে মদ্যপান দুই যুবকের! অভিযুক্তদের ধরতে কালঘাম ছুটল পুলিশের  

0
শিলিগুড়িঃ রাত বাড়তেই গাড়িতে মদ খাওয়া এখন রীতিমত ট্রেন্ড। আর এই ট্রেন্ড আটকাতে গিয়ে রীতিমতন কালঘাম ছুটছে পুলিশ কর্তাদের। সম্প্রতি জলপাই মোড়ে গাড়িতে বসে...

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে...

0
পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে নাম জড়িয়েছে রতুয়ার তৃণমূল...

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

0
রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার ইভিএমের বিরোধিতায় সরব খোদ বিজেপি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন...

Most Popular