উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোট প্রচারে গিয়ে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। অল্পের জন্য রক্ষা পেলেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়েছিলেন অমিত শা। রাজস্থানের নাগৌরে দীড়ওয়ানা-কুচামান এলাকায় ‘রথ যাত্রায়’ বেরিয়েছিলেন তিনি। সেই সময় কেবল টিভির বৈদ্যুতিক তারের জটলার জেরে হঠাৎই তাঁর রথ আটকে গিয়েছিল। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রথের ওপরের অংশে তারের আঘাতও লাগে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পান অমিত শা।
ঘটনার পর সঙ্গে সঙ্গে ওই এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তড়িঘড়ি সেখানে পৌঁছোন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। এদিকে দুর্ঘটনার কারণে কনভয়ে থাকা লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অন্য গাড়িতে করে পর্বতসারে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে শা একটি সমাবেশে বক্তব্যও রাখেন।
আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। এই আবহে মঙ্গলবার দলীয় প্রার্থীদের সমর্থনে নাগৌরের কুচামান, মাকরানা এবং পর্বতসারে তিনটি সমাবেশে যোগ দেন শা। এরই মাঝে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। যদিও এর জেরে প্রচার থামাননি তিনি। ঘটনার বিষয়টি জানতে পেরে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।