Friday, May 17, 2024

রংবেরং

  • অনিন্দিতা গুপ্ত রায়

কথা দিলাম-বলে আসলে কোনও কথাই হয় না, এ কথা বুঝতে একটা গোটা জীবন ফুরায়, আর এ তো নিছক বসন্ত। লাইনগুলি লিখেছিলাম বহু বছর আগে, কবিতার খাতায়। আসলে সত্যিই কথা দেওয়া বা কথা রাখার দায়  কারও থাকে না, থাকে শুধু হারিয়ে যাওয়ার একটা মন খারাপ। জীবনের প্রতিটি দিনের মুহূর্তের সঙ্গে সঙ্গে বদলে যায় কত কিছু। আমাদের চাওয়াপাওয়া ভালো লাগা খারাপ লাগার তোয়াক্কা না করেই।

কত বসন্ত আগে সেই যে দোলপূর্ণিমার একটা বিরাট চাঁদ উঠত সন্ধেবেলা, মায়ের কপালের বড় টিপটার মতো, আর স্নান সেরে  দোলপূর্ণিমার সকালে ঠাকুরের সিংহাসনে ফোটো ফ্রেম হয়ে যাওয়া পূর্বজদের ছবিতে আবির দেওয়া হত! গোলাপি রঙের প্রভা আবির। কী সুন্দর একটা গন্ধ ছিল তার! সেদিন  দেবদোল। মানুষের গায়ে আবির ছোঁয়ানো বারণ। পরদিন বড় বালতিতে রং গুলে পিতলের পিচকিরিতে রং ভরে বেলুনের গোলা তৈরি করা, বাড়ি বাড়ি রংয়ের অভিযান। হোলি হ্যায়! তখন  কলকাতা দূরদর্শনে শান্তিনিকেতনের বসন্ত উৎসব, সাদা কালো পর্দায়।  শিমুলে পলাশে সেজে ওঠা বসন্তোৎসবের দৃশ্য।

তারপর  কিছু কিছু নাচের স্কুল আর গানের স্কুলের আয়োজনে  প্রচলন হল বসন্তবরণ, যা আস্তে আস্তে ছড়িয়ে পড়ল শহর থেকে অন্য শহরে। বাঙালি কিন্তু চিরদিনই হোলি খেলেছে, খুনি রং মেখে সাতদিন চিত্রবিচিত্র হয়ে ঘুরে বেড়িয়েছে। রঙের ভয়ে বহু মানুষ ঘরে দরজা জানলা বন্ধ করেও থেকেছেন। জবরদস্তি রাস্তায় ধরে গায়ে রং ঢেলে দেওয়ার ঘটনাও কিছু কম ছিল না। সেদিক থেকে দেখতে গেলে দোল উৎসব বসন্ত উৎসবের রূপ নেওয়ায় তার চরিত্রে একটা বড় পরিবর্তন এসেছে।

হ্যাঁ, যারা বিশুদ্ধ হোলি খেলায় বিশ্বাসী, মাইক বাজিয়ে ভোজপুরি গান চালিয়ে  পিকনিক করে  সিদ্ধি ভাঙের নেশায় রং বরসে ভিগে চুনারিয়া বা বালাম পিচকারি ধরনের উদ্দাম হোলি খেলায় অভ্যস্ত, তাদের চোখে এই বসন্ত উৎসব এক ধরনের সাংস্কৃতিক আদিখ্যেতা ছাড়া কিছুই নয়। যদিও তাদের অনেকেই বসন্তের  কস্টিউম সাজে সেজে সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ছবি বা মুহূর্ত ভাগ করে নিতে ভালোই বাসেন। আমি তো অন্তত এতে দোষের কিছু দেখি না। অন্যের শান্তি বিঘ্নিত না করে, অনিচ্ছায় রং না মাখিয়ে যদি একটা দিন আবিরের রঙে রঙিন হয়ে সবাই মিলে নাচেগানে আনন্দে বসন্ত বাতাসের সুরে সুর মেলানো যায়, তাহলে ক্ষতি কী? যা কিছু হারিয়ে গেল তাই প্রিয় ছিল  আর যা নতুনের তাই-ই সমালোচনার এই মানসিকতায় বিচার করতে বসলে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করা যায় কি?

আসলে হয়তো এই উৎসবের দিনগুলো জাগিয়ে তোলে পুরাতন স্মৃতি ও গীতি। সমাজমাধ্যমে বা মেসেজ বক্সে ‘হ্যাপি হোলি’  শব্দবন্ধ আপনি আমি না চাইলেও কথ্য ভাষারই অংশ হয়ে দাঁড়িয়েছে। আপনি না হয় খুব সুন্দর করে তার প্রত্যুত্তরে বসন্ত উৎসব বা দোলপূর্ণিমার শুভেচ্ছাই জানান। সুন্দর আকাশে তাকিয়ে দেখবেন, নারকেল পাতার ফাঁক দিয়ে বিশাল একটা সোনালি রঙের চাঁদ, সেই পুরোনো পৃথিবীর মতোই। হাতের মুঠোর উত্তাপে একটুখানি রং নিয়ে  না হয় স্পর্শ রাখলেন প্রিয় মানুষটার কপালে। এই রং বদলের দুনিয়াতে একটা দিন সত্যিকারের ভালোবাসার রঙের হলে ক্ষতি কী! হোলি নাকি দোলপূর্ণিমা ভুলে লাল সবুজ কমলা রংগুলোর গা থেকে না হয় ক্ষমতার দখলদারি একদিনের জন্য মুছেই দিলাম!

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Air India | আকাশে ওড়ার আগেই বিপত্তি! ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা বিমানের

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  আকাশে ওড়ার আগেই ঘটল বিপত্তি। লাগেজ বোঝাই ট্র্যাক্টরের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলো বিমানের। ক্ষতিগ্রস্থ হল বিমানের সামনের ডানা এবং সামনের...

Sandeshkhali issue | সন্দেশখালির বিজেপি নেত্রী পিয়ালি দাসকে জামিন দিল কলকাতা হাইকোর্ট

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালির (Sandeshkhali issue) বিজেপি নেত্রীর গ্রেপ্তারি মামলায় বড় ধাক্কা রাজ্য পুলিশের! পিয়ালি দাস (Piyali Das) ওরফে মাম্পিকে জামিন দিল কলকাতা...

Bihar | পরকীয়ার জের! পুলিশ হেপাজতে জামাইবাবু ও শ্যালিকার অস্বাভাবিক মৃত্যু

0
কিশনগঞ্জ: পরকীয়ার (Extramarital affair) জের! পুলিশ হেপাজতে মৃত্যু হল জামাইবাবু ও শ্যালিকার। বৃহস্পতিবার রাতে বিহারের (Bihar) আরারিয়া জেলার তারাবাড়ি থানার পুলিশ হেপাজতে তাঁদের মৃত্যু...

Patna School | নালা থেকে উদ্ধার ৩ বছরের শিশুর দেহ, পরিবারের তরফে আগুন লাগানো...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্কুলের ভেতর থেকে ৩ বছরের শিশুর মৃতদেহ ( 3 year old childs body) উদ্ধার হতেই রণক্ষেত্রের চেহারা নিল পাটনা (Patna)।...

এবিএন শীল কলেজে ক্যাম্পাসিংয়ে জেনারেল ইনসুরেন্স কোম্পানি, প্রাথমিক পর্বে বাছাই আট পড়ুয়া

0
কোচবিহার: জীবনের প্রথম ইন্টারভিউ। মনের মধ্যে চাপা টেনশন। ইন্টারভিউ দিতে যাওয়ার আগের মুহূর্তে বারবার ইন্টারনেট ঘেঁটে কিছু একটা পড়ছিলেন শৌভিক সরকার। ঘড়ির কাঁটায় তখন...

Most Popular