Monday, May 6, 2024
Homeউত্তর সম্পাদকীয়নির্বাচন জন্ম দেয় বহু আন্তরিক সম্পর্কেরও

নির্বাচন জন্ম দেয় বহু আন্তরিক সম্পর্কেরও

  • শঙ্খনাদ আচার্য

কর্মসূত্রে কোচবিহারের বাসিন্দা সুদূর মুর্শিদাবাদের তরুণ, কেনই বা প্রান্তিক মহকুমা শহর দিনহাটার মানুষের জন্য রাতে শোয়ার বিছানা তৈরি করে দেবেন? কেনই বা হলদিবাড়ির তরুণ কর্মজীবনের শেষ লগ্নে দাঁড়িয়ে থাকা জোড়াই-এর প্রৌঢ়ের জন্য রাত জেগে বসে থাকবেন? শুধু তাঁর কাজ শেষ হয়নি বলে?

কেনই বা ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ভিনরাজ্যের নিরাপত্তাকর্মীরা অভিভাবকের মতো ভরসা দিয়ে বলবেন ‘আপ চাহে তো সো যাইয়ে স্যর। হাম হ্যায় না?’ কেনই বা সেল্ফ হেল্প গ্রুপের বীরাঙ্গনারা বৈশাখের তপ্ত দুপুরে না খেয়ে বসে থাকবেন শুধুমাত্র পোলিং অফিসাররা মধ্যাহ্নভোজন করেননি বলে?

বাংলায় ভোট মানেই সংবাদমাধ্যমে আমরা হিংসা ও হানাহানির ছবি বারবার ফুটে উঠতে দেখেছি। এখানে ভোট এলেই টেলিভিশন কিংবা মোবাইলের স্ক্রিনে কখনও ভেসে উঠেছে রক্তাক্ত মানুষের চেহারা। কখনও আবার ভূলুণ্ঠিত হতে দেখা গিয়েছে গণতন্ত্রের হাতিয়ার ‘ভোটবাক্সকে’। কোথাও দেখা গিয়েছে স্বজনহারার কান্নার ছবি, আবার কোথাও দেখা গিয়েছে শ্মশানের নিস্তব্ধতা। কিন্তু বাংলার ভোট মানে কি শুধুই তাই? নির্বাচন মানে কি শুধুই যন্ত্রণা, আক্ষেপ আর উৎকণ্ঠা? তবে কি গণতন্ত্রের উৎসব থেকে বাঙালির প্রাপ্তির ভাঁড়ার সত্যিই শূন্য?

স্মৃতি হাতড়ে কিন্তু শুধু এসব আসে না।

অন্তত আমার মতো অনেক ভোটকর্মীই এক্ষেত্রে একমত হবেন না। হলফ করে বলতে পারি, উদ্বেগজনক ও বেদনাদায়ক এই ঘটনাগুলো বিক্ষিপ্তভাবে ঘটে ঠিকই, কিন্তু তা কোনওভাবে বাংলার সার্বিক নির্বাচনের চিত্র নয়। তাই প্রত্যেকবার এই নির্বাচনকে ঘিরেই বাংলার প্রতিটি প্রান্তে তৈরি হয় নানা সুখস্মৃতি।

অনেকেরই মনে হতে পারে এগুলো তো নির্বাচনের কাজে জড়িত প্রত্যেকেরই দায়িত্ব ও কর্তব্যের অঙ্গ। শুধুই কি তাই? তাহলে তো এদেশে দায়িত্ব বা কর্তব্যে গাফিলতির ছবি কখনও ধরাই পড়ত না। আসলে বেশিরভাগ ক্ষেত্রেই দায়িত্ব বা কর্তব্যের ঊর্ধ্বে উঠে ভোটকেন্দ্রে তৈরি হয় কিছু আন্তরিক সম্পর্কের, যে ছবি কোনও গণমাধ্যমে প্রচারিত হয় না। যেসব ছবির কথা শুরুতে বললাম।

নির্বাচনি প্রক্রিয়ায় জড়িয়ে প্রায় দুটো দিন একসঙ্গে কাজ করতে গিয়ে কখন যে অচেনা-অজানা মানুষগুলোর মধ্যে এই সুসম্পর্ক গড়ে ওঠে তা বোঝা বড় দায়। যে সম্পর্কের রেশ রয়ে যায় বহুদিন, এমনকি কোনও কোনও ক্ষেত্রে তার মেয়াদ হয় আজন্ম। সেই সম্পর্ক ভোটকর্মীদের মধ্যেকার হোক বা ভোটকর্মী ও নিরাপত্তাকর্মীর। কিংবা প্রাণভয়ে বুথ ত্যাগী ভোটকর্মীর সঙ্গে আশ্রয়দাতা স্থানীয় বাসিন্দার মধ্যেকার সম্পর্কই হোক না কেন।

নির্বাচন ব্যবস্থা এখানেই জিতে যায়। নির্বাচন শুধুই জনপ্রতিনিধির জন্ম দেয় না, জন্ম দেয় অনেক আন্তরিক সম্পর্কেরও। এইসব মানবিক সম্পর্কের কারণে ভোট শেষে সেকেন্ড পোলিং অফিসার তাঁর টিমের জন্য মিষ্টিপান নিয়ে আসেন। তরুণ সেক্টর অফিসার রাত বারোটায় ফোন করে খোঁজ নেন প্রিসাইডিং অফিসার নিরাপদে বাড়িতে পৌঁছেছেন কি না। এভাবেই ভোট আসে ভোট যায়। কিন্তু ভোটকেন্দ্রে তৈরি হওয়া এই আন্তরিক সম্পর্কগুলো অন্তরালেই রয়ে যায়।

(লেখক দিনহাটার গোপালনগর এমএসএস হাইস্কুলের শিক্ষক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

0
শুভ দত্ত বানারহাট ৬ই মার্চ :: ভুটানের সস্তার তেলে সীমান্ত পেরিয়ে নিয়ে এসে ভারত-ভুটান সীমান্তের বিভিন্ন এলাকায় রমরমিয়ে চলছে ব্যবসা । ভুটান থেকে তেল...

Assam | ব্রহ্মপুত্রের উপর নির্মীয়মান ভারতের দীর্ঘতম সেতুই এলাকায় ভোটের ইস্যু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসমের ধুবড়ির ভোটাররা যখন তৈরি হচ্ছেন ৭ মে-র ভোটের জন্য, সেই সময় দাঁড়িয়ে ভারতের দীর্ঘতম নির্মীয়মান সেতুই কিন্তু ওই অঞ্চলে...

Karnataka BJP | ভিডিওতে সাম্প্রদায়িক উসকানি! জেপি নাড্ডা-অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর

0
বেঙ্গালুরু: সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, দলের কর্ণাটক ইউনিটের প্রধান বিওয়াই বিজয়েন্দ্র এবং দলের আইটি সেল প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে...

Madhyamik result 2024 | মেধার কাছে হার মানল অভাব, মাধ্যমিকের রেজাল্টে তাক লাগাল দুই...

0
নিশিগঞ্জ: মেধার কাছে নতি স্বীকার করল অভাব। কোচবিহার (Coochbehar) ১ ব্লকের চান্দামারি প্রাননাথ উচ্চ বিদ্যালয়ের দুই পড়ুয়া মাধ্যমিকে (Madhyamik result 2024) নজরকাড়া ফল করে...

Farooq Abdullah | ‘পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে’, কেন এমন বললেন ফারুক?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করে নেওয়ার কথা বিজেপি নেতারা প্রায়ই বলে থাকেন। সম্প্রতি এক নির্বাচনি সভায় দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ...

Most Popular