Tuesday, May 14, 2024
HomeTop Newsবগুলা হাসপাতালের নাম বদল হতেই বিক্ষোভ স্থানীয়দের, গোবরের প্রলেপ ছাত্রের নামে

বগুলা হাসপাতালের নাম বদল হতেই বিক্ষোভ স্থানীয়দের, গোবরের প্রলেপ ছাত্রের নামে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বগুলার মানুষ চান না যাদবপুরের মৃত পড়ুয়ার নামে নামকরণ করা হোক হাসপাতাল। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তুমুল উত্তেজনা সৃষ্টি হল বগুলা গ্রামীণ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সামনে। স্থানীয়দের দাবি, বগুলা হাসপাতালের যে ঐতিহ্য তাকে কোনভাবেই বদলানো যাবেনা।

৯ অগাস্ট যাদবপুরে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত ছাত্রের বাবা-মা। তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন বলেন মুখ্যমন্ত্রী। তারপরেই জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, নিহত পড়ুয়ার নামে নামকরণ করা হবে বগুলা গ্রামীণ হাসপাতালের। সেইসঙ্গে বগুলাতে বসবে ছাত্রের মূর্তি এবং হাসপাতালে চাকরি পাবেন ছাত্রের মা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার সকাল থেকে নাম বদলের জন্য শুরু হয় হাসপাতালে প্রস্তুতি।বুধবার হাসপাতালের নাম বদলের জন্য এক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। কিন্তু অনুষ্ঠান শুরুর আগেই ঘটে বিপত্তি। স্থানীয় বাসিন্দাদের একাংশ হাসপাতাল চত্বরে জড়ো হয় এবং বিরোধিতা শুরু করে নাম বদলের।গোবর লেপে দেওয়া হয় ছাত্রের নামের ওপর।ভেঙে দেওয়া হয় হাসপাতালের সামনের তোরণ। এই বিরোধিতার পেছনে তাদের যুক্তি, যদি এভাবে নাম বদলে ফেলা হয় তবে বগুলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের পরিচিতি নষ্ট হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলের তিনতলা থেকে পড়ে যায় বাংলা বিভাগের ওই ছাত্রের মৃত্যুর পর থেকে সামনে আসে র‍্যাগিংয়ের ঘটনা। তোলপাড় হয় গোটা রাজ্য। একের পর এক পদক্ষেপ নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের জন্য। গ্রেপ্তার করা হয় পড়ুয়া ও প্রাক্তনী-সহ মোট ১৩ জনকে। ছাত্র মৃত্যুর পর জল বহুদূর গড়ালেও সুদূরপ্রসারী কোন পদক্ষেপ এখনো গৃহীত হয়নি। এরই মধ্যে ছাত্রের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রীর দেখা, ছাত্রের নামে হাসপাতালের নামকরণ, তার মাকে চাকরি। সবমিলিয়ে বলা যেতে পারে মুখ্যমন্ত্রীর এই প্রয়াসে কার্যত জল ঢেলে দিতে চাইছে বগুলাবাসি।

Mistushree Guha
Mistushree Guhahttps://uttarbangasambad.com/
Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

স্বপ্নের নাম হতে পারে তেঁতুলিয়া করিডর

0
  অমিত দে উত্তরবঙ্গে প্রতিবার লোকসভা ভোটের মুখে যেসব নির্বাচনি ইস্যু ভেসে আসে তার অন্যতম হল তেঁতুলিয়া করিডর। জলপাইগুড়ি থেকে পশ্চিমে প্রায় সতেরো কিমি গেলেই...

৭ ফুট লম্বা লাউ চাষ করে তাক লাগালেন তুফানগঞ্জের রূপম

0
তুফানগঞ্জ: লম্বায়  ৭/৮ ফুট লাউ আগে কোথাও দেখেছেন  ?  উত্তর প্রদেশে এই লাউ এর চাষ হয়ে থাকে বলেই জানা যায়। এবার উত্তরবঙ্গের তুফানগঞ্জে এই...

দেশের নির্বাচন আর একতরফা নয়

0
  উত্তম সেনগুপ্ত ভোটের মাঝপথে এসে দুটো ট্রেন্ড স্পষ্ট। প্রথমত, এটি আর একটা ঘোড়ার দৌড় নয়। দ্বিতীয়ত, ইন্ডিয়া জোট অপ্রত্যাশিত ভালো লড়াই চালাচ্ছে। তৃতীয়ত, চূড়ান্ত...

বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ গোসানিমারিতে

0
সিতাই: বেহাল সেতু সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দিনহাটা ১ ব্লকের গোসানিমারিতে। প্রায় দু'ঘণ্টা চলে অবরোধ। স্থানীয় সূত্রে...

Accident | ভুটভুটির চাকা ফেটে দুর্ঘটনা, গুরুতর আহত তিন

0
কুমারগঞ্জ: ভুটভুটির চাকা ফেটে দুর্ঘটনা ঘটল। সোমবার রাত আটটা নাগাদ কুমারগঞ্জ থানার জাখিরপুর গ্রাম পঞ্চায়েতের তুলোট মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত হয়েছেন তিনজন।...

Most Popular