Sunday, May 19, 2024
HomeTop NewsCovid vaccine | ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, বাজার থেকে কোভিশিল্ড তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা

Covid vaccine | ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া, বাজার থেকে কোভিশিল্ড তুলে নিল অ্যাস্ট্রাজেনেকা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাজার থেকে কোভিড ভ্যাকসিন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকা। বিশ্বব্যাপী এই সিদ্ধান্ত কার্যকর হবে। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, বাণিজ্যিক কারণেই ভ্যাকসিন তুলে নেওয়া হচ্ছে। মঙ্গলবার তারা একটি সংবাদ সংস্থাকে বলেছে, ভ্যাকসিনটি আর তৈরি বা সরবরাহ করা হচ্ছে না।

করোনা পরিস্থিতিতে ব্রিটিশ-সুইডিশ সংস্থাটি বাজারে ভ্যাকসিন এনেছিল। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে তৈরি কোভিড ভ্যাকসিন বিশ্বব্যাপী কোভিশিল্ড এবং ভ্যাক্সজেভরিয়া নামে বিক্রি হয়। আদর পুনাওয়ালার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) ভারতে এই ভ্যাকসিন তৈরি করেছিল। এদেশে তা বিক্রি হয়েছিল কোভিশিল্ড নামেই। পরে অভিযোগ উঠতে শুরু করে, এই টিকার পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। যার ট্রায়াল বন্ধও করে দেওয়া হয়েছিল একসময়। যদিও সংস্থাটি প্রথমে অভিযোগ মানতে চায়নি। ২০২৩ সালে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন জেমি স্কট নামে এক ব্যক্তি।

তাঁর অভিযোগ, ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তা জমাট বেঁধে যায়। এর ফলে তাঁর মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি হয়। স্বাভাবিক কার্যক্ষমতাও কমে গিয়েছে বলে অভিযোগ জেমির। গত ফেব্রুয়ারি মাসে অ্যাস্ট্রাজেনেকা আদালতে একটি নথি জমা দেয়। সেখানে তারা স্বীকার করেছে যে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে টিটিএস বা থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের মতো বিরল সমস্যা হতে পারে। এই রোগে আক্রান্ত হলে রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যায় এবং রক্ত জমাট বাঁধে। আদালতে জমা করা নথিতে অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করে নিয়েছে, ‘আমরা এটি স্বীকার করছি যে, অ্যাস্ট্রাজেনেকা টিকার কারণে খুব বিরল রোগ হতে পারে।’

এদিকে, বাজার থেকে ভ্যাকসিন তুলে নেওয়া প্রসঙ্গে অ্যাস্ট্রাজেনেকা বলেছে, ‘মহামারির অবসানে ভ্যাক্সজেভরিয়া যে ভূমিকা পালন করেছে, সেজন্য আমরা গর্বিত। এই ভ্যাকসিন ব্যবহারে শুধু প্রথম বছরে ৬.৫ মিলিয়নেরও বেশি জীবন বাঁচানো সম্ভব হয়েছিল এবং বিশ্বব্যাপী তিন বিলিয়নেরও বেশি ডোজ সরবরাহ করা হয়েছিল। আমাদের প্রচেষ্টা বিশ্বজুড়ে স্বীকৃত।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Kidnap | যুবতীকে অপহরণ! অপহৃতার খোঁজে তল্লাশি পুলিশের, গ্রেপ্তার মূল অভিযুক্তের কাকা    

0
রায়গঞ্জঃ এক তরুণীকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগে মূল অভিযুক্তের কাকাকে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম টুলু...

Most Popular