Monday, May 13, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গটিকিয়ার ইতিহাস ধরে রেখেছে টিকিয়াপাড়ার আয়েশা পরিবার

টিকিয়ার ইতিহাস ধরে রেখেছে টিকিয়াপাড়ার আয়েশা পরিবার

জলপাইগুড়ি: ‘টিকিয়া’ শব্দটা শুনলেই প্রথমে মাথায় আসবে আলু টিকিয়ার কথা। গরম তাওয়ায় সেদ্ধ আলু মেখে নির্দিষ্ট আকার বানিয়ে তা ফ্রাই করে সরাসরি প্লেটে এবং তারপর শেষে মুখে। কিন্তু এই টিকিয়া সেই টিকিয়া নয়। এই টিকিয়ায় সামান্য আগুন দিয়ে উপরে ধুনো ছড়িয়ে দিলেই সুগন্ধি ছড়ায়। সন্ধ্যারতি কিংবা পুজোর অনুষ্ঠানে কাজে লাগে টিকিয়া। এই টিকিয়ার সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার নাম। জলপাইগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়ায় গেলে আজও দেখা যায় মাঠের মধ্যে বিস্তীর্ণ এলাকাজুড়ে রোদে শুকোতে দেওয়া রয়েছে টিকিয়া৷ যার একমাত্র কারিগর টিকিয়াপাড়ার আয়েশা খাতুনের পরিবার। বংশপরম্পরায় সন্ধ্যারতির উপকরণটি তৈরি করছেন তাঁরা।

সুগন্ধি ধূপকাঠির যুগে আজও একশ্রেণির ব্যবসায়ীদের কাছে যথেষ্টই মূল্যবান আয়েশাদের হাতে তৈরি টিকিয়া। এলাকার প্রবীণেরা জানান, ওই এলাকাতে বহু বছর আগে টিকিয়া বানাত ১৫-২০টি পরিবার৷ আর তা শহরের ব্যবসায়ীদের কাছে পৌঁছে যেত৷ সেখান থেকেই এলাকার নাম হয়ে যায় টিকিয়াপাড়া৷ যাঁরা বানাতেন তাঁদের অধিকাংশই জীবিত নেই। আবার কেউ কেউ ভিনরাজ্য চলে গিয়েছেন কাজের খোঁজে৷ কেউ এই ব্যবসা থেকে সরে অন্য পেশায় ঝুঁকেছেন। তবে, ওই এলাকায় একটিমাত্র পরিবার বংশপরম্পরায় টিকিয়ার ব্যবসাকে টিকিয়ে রেখেছেন। বয়স ৮২ ছুঁইছুঁই আয়েশা খাতুন কাঁপা হাতে এখনও কখনও বড় ছেলেকে সাহায্য করেন টিকিয়া বানাতে। বয়সের ভারে শ্রবণশক্তি ও দৃষ্টিশক্তি খুইয়েও পুরোনো অভ্যেসকে ভুলে যাননি। আয়েশা বলেন, ‘স্বামীর হাত ধরেই শিখেছিলাম। স্বামী মারা যাওয়ায় বড় ছেলেকে ব্যবসার দায়িত্ব দিয়েছি।’

বাবার মৃত্যুর পর দায়িত্ব পেয়ে অর্থ উপার্জন করে দিব্যি সংসার চালাচ্ছেন মহম্মদ মনসুর। মনসুরের কথায়, ‘১০০০ পিস টিকিয়া ৪০০-৪৫০ টাকা করে বিক্রি হয়। ব্যবসায়ীরা সন্ধ্যারতির সময় ধুনোয় এই টিকিয়া ব্যবহার করেন। লাভ মোটামুটি ভালোই হয়। কিন্তু বানাতে খুবই কষ্ট।’

কীভাবে বানানো হয় এই টিকিয়া? মনসুর জানান, ছোট ঝোপঝাড় কেটে এনে তা রোদে শুকোনো হয়। তারপর সেই শুকনো জঞ্জাল পুড়িয়ে কয়লা বানানো হয়। তারপর তা ঢেঁকিতে গুঁড়ো করতে হয়। সেই গুঁড়ো আটা দিয়ে বানানো আঠাতে মিশিয়ে বাতাসের মতো আকার বানিয়ে রোদে শুকোনো হয়৷ গুঁড়ো থেকে রোদে শুকোনো পর্যন্ত কাজে হাত মেলান ঘরের মহিলারা৷ মনসুরের ছেলে মহম্মদ সেলিম বলেন, ‘বাবার মতো পারব কি না জানি না। তবে চেষ্টা করব পরিবারের ঐতিহ্য ধরে রাখার।’

সত্যি আজও ওই এলাকায় গিয়ে ৮-৮০ সকলেই জানেন এখনও এই ব্যবসা ধরে রেখেছে আয়েশা খাতুনের পরিবার। ঝোপঝড় কাটা থেকে টিকিয়া তৈরি পর্যন্ত সময় লাগে প্রায় পাঁচদিন। শীতে শুকোতে সময় লাগলেও, বর্ষায় বানানো সম্ভব হয় না৷ তাই প্রতিদিন প্রায় ৪-৫ হাজার টিকিয়া বানিয়ে মজুত করে রাখে এই পরিবার।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

soumitrisha-kundu-campaigned for Partha Bhowmik

Soumitrisha Kundu | ২০ মে ব্যারাকপুরে ভোট, পার্থ ভৌমিকের হয়ে প্রচার সারলেন সৌমিতৃষা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের শাসকদলের প্রায় সব অনুষ্ঠানেই উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে টলিউড অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে(Soumitrisha Kundu)। তবে এতদিন ভোটপ্রচারের ময়দানে দেখা...

Elephant Attack | এক বছরে ৫ বার হাতির হামলা! কীভাবে স্কুল চালাবেন ভেবে কুল...

0
নাগরাকাটা: হাতির হামলায় (Elephant attack) ক্ষতিগ্রস্থ হলো সুলকাপাড়া (Sulkapara) গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবস্তি নেপালী প্রাথমিক স্কুল (Primary school)। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। স্কুলের...

Arvind Kejriwal | ‘সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না’, কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ কাড়ার দাবি খারিজ

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অরবিন্দ কেজরিওয়ালকে (Arvind Kejriwal) দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) পদ থেকে অপসারন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট...

Dev | বিপাকে দেব! সহকারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, হাইকোর্টে দায়ের মামলা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আইনি বিপাকে তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব (Dev)। জানা গিয়েছে, দেবের সহকারী রমাপদ মান্নার বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন...

Lok Sabha Election 2024 | জিতেন্দ্র তেওয়ারির পাণ্ডবেশ্বর যাওয়া আটকালো পুলিশ! দুর্গাপুরে বিজেপি বিধায়ককে...

0
পাণ্ডবেশ্বর: আসানসোল লোকসভা কেন্দ্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা পাণ্ডবেশ্বরে ঢোকার মুখে জিতেন্দ্র তেওয়ারির (Jitendra Tiwari) গাড়ি আটকালো পুলিশ! সোমবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা...

Most Popular