চালসা: গত তিনদিন ধরে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পাইপ ফেটে নষ্ট হচ্ছে জল। ফলে গত তিনদিন ধরে এলাকার লোকজন পানীয় জল পাচ্ছে না। কিন্তু তাতেও কোনও হেলদোল নেই পিএইচই দপ্তরের। ঘটনাটি ঘটেছে চালসা সংলগ্ন মঙ্গলবাড়ি বাজার এলাকার। স্থানীয় ব্যবসায়ী নিতাই দাস ও বিপুল ঘোষরা জানান, পাইপ ফেটে অনবরত জল পড়ে নষ্ট হচ্ছে। যার ফলে মঙ্গলবাড়ি বাজার সংলগ্ন এলাকার বাড়িগুলোতে ঠিকঠাক জল যাচ্ছে না। ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার জনগণকে। পিএইচই দপ্তর থেকে কর্মীরা এসে ফাটা পাইপের ছবি তুলে নিয়ে গেলেও এখনও পর্যন্ত তার মেরামত হয়নি। এলাকার জনগণ দ্রুত ফাটা পাইপ মেরামত করার দাবি জানিয়েছেন।
মাটিয়ালি বাতাবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিজার বলেন, ‘ঘটনাটি জানার পর পিএইচই দপ্তরের সঙ্গে কথা হয়েছে। তারা এসে পাইপ মেরামত করার কথা বলেছে। রবিবারের মধ্যে পাইপ মেরামত না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে।‘