উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কুর্মি নেতা রাজেশ মাহাতো সহ আটজনের জামিনের আবেদন খারিজ করল ঝাড়গ্রাম জেলা আদালত। তাদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে বিচারক। আগামী ২৯ মে তাদের স্পেশাল কোর্টে তোলার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার ও রবিবার মোট ৮ জন কুর্মি নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা প্রত্যেকেই জামিনের আবেদন করলে তা খারিজ হয়ে যায়।
শুক্রবার সন্ধ্যায় গড় শালবনীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যে হামলার ঘটনা ঘটেছিল, তাতে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ চুরমার করে দিয়েছিল কুর্মি আন্দোলনকারীদের একাংশ। সেই ঘটনায় ধরপাকড় শুরু হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের তরফে। তাতে রাজেশ মাহাতো সহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়। সেই আটজনেরই জামিনের আবেদন খারিজ হয় এদিন। আদালত থেকে বেরিয়ে এসে প্রিজন ভ্যানে ওঠার সময় তিনি বলেন, ‘সাংবিধানিক বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন চলছে, এ লড়াই চলবে।‘