Sunday, May 19, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গউত্তরবঙ্গের একাধিক জায়গায় ব্যালট বিভ্রাট, থমকে থাকল ভোট

উত্তরবঙ্গের একাধিক জায়গায় ব্যালট বিভ্রাট, থমকে থাকল ভোট

উত্তরবঙ্গ ব্যুরো: উত্তরবঙ্গের একাধিক জায়গায় ব্যালট পেপার বিভ্রাট। যার জেরে বিভিন্ন জায়গায় স্থগিত ছিল ভোট। আলিপুরদুয়ার পররপারে একটি ভোটগ্রহণ কেন্দ্রে ব্যালট পেপারে বিভ্রাটের অভিযোগ উঠেছে। ফলে প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ।  যদিও ভোটগ্রহণ কেন্দ্রের পিসাইডিং অফিসার অভিযোগ অস্বীকার করেন। তবে ভোটারদের অভিযোগ, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির প্রার্থীদের ব্যালটে কোনও ভুল না থাকলেও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের যে ব্যালট তাদেরকে দেওয়া হয়েছিল, সেটাতে ওই এলাকার কোনও রাজনৈতিক দলের প্রার্থীদেরই নাম ছিল না। ফলে ভোটাররা ভোটগ্রহণের কাজে আপত্তি তোলেন। যদিও পরে প্রশাসনিক আধিকারিকরা নিজেদের মধ্যে আলোচনা করে, ফের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করেন।

অন্যদিকে, হরিরামপুর ব্লকের ভবানীপুর বেজপুকুর বুথে ভোটগ্রহণ বন্ধ। ৮০০ ভোটারের মধ্যে পঞ্চায়েত সদস্যের ২৫০টি ব্যালট পেপার কম। সিপিএমের পঞ্চায়েত সদস্য জয়নাল আবেদীনের বক্তব্য, ‘শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আড়াইশো ব্যালট পেপার পোলিং অফিসারের কাছ থেকে নিয়ে চলে যান। শনিবার সকালে ব্যালট পেপার মেলানোর সময় বিষয়টি ধরা পড়ে। বিষয়টি ব্লক প্রশাসনের নজরে আনার পরে দ্রুত জেলায় ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিডিও পবিত্রা লামা।

আবার রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের কেবল পাড়ার নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে ব্যালট পেপার বিভ্রাট। অন্য বুথের ব্যালট পেপার দিয়ে ভোট করানো অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই সকাল ১০টা থেকে ভোট বন্ধ করা হয়েছে। এ বিষয়টি পিসাইডিং অফিসার প্রীতম নারকেল জানান, বুথে রয়েছে মোট ৭১৬ জন ভোটার। এরমধ্যে ৭৯ জন ভোট দিয়েছেন। তার মধ্যে ৮ জন অন্য বুথের ব্যালট পেপারে ভোট দিয়েছেন। এরপর তিনি ভোট বন্ধ করেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। যদিও প্রায় সাড়ে ৩ ঘণ্টা ভোট বন্ধ থাকার পর পুণরায় ভোটগ্রহণ শুরু হয়।

কুশমণ্ডি ব্লকের দেহাবন্দ বুথের পঞ্চায়েত সদস্যের ব্যালট পেপার আদ্যখন্ড বুথে চলে আসায় ভোটগ্রহণ বন্ধ হয়ে গেল। সকাল সাড়ে ১০টায় ভোটগ্রহণ বন্ধ করে দেন ভোটাররা। বিডিও অমরজ্যোতি সরকার জানিয়েছেন, ব্যালট পেপার ছাপার কাজ চলছে। ভোটাররা বলেছেন রাতে ভোট দেবেন না। রিপোল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে প্রশাসনের একাংশের অভিমত।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Uttar pradesh | শিক্ষকের চড়ে শ্রবণশক্তি হারাল ছাত্র! দায়ের মামলা

0
বালিয়া (উত্তরপ্রদেশ): শিক্ষকের চড়ে আংশিক শ্রবণশক্তি হারাল ছাত্র। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের উভাওন থানার পিপরাউলি বারহাগাঁওয়ের একটি বেসরকারি স্কুলে। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে,...
After the successful Chandrayaan mission, the whole world is looking at us", according to ISRO chairman

ISRO Chairman | ‘সফল চন্দ্রযান মিশনের পর গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে’, মত...

0
শিলিগুড়ি: ‘সফল চন্দ্রযান মিশনের পর গোটা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে।’ দিল্লি পাবলিক স্কুল ফুলবাড়িতে মডেল ইউনাইটেড নেশনের এক অনুষ্ঠানে যোগ দিতে এসে এই...

Chhattisgarh | নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের, নিহত ৩

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাইকের। ঘটনায় মৃত্যু হল ৩ তরুণের। শনিবার রাতে ছত্তিশগড়ের রায়গড় জেলায় কররাহান গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে।...

Cooch Behar | সংস্কারের অভাবে ধুঁকছে কোচবিহারের জাদুঘর, উদাসীন প্রশাসন

0
গৌরহরি দাস, কোচবিহার: ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে ছিল শনিবার। এই বিশেষ দিনটি উপলক্ষ্যে কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ির মিউজিয়াম(Museum) কর্তৃপক্ষ এদিন রাজবাড়ির ভেতরে ছবি প্রদর্শনীর আয়োজন করেছে।...

Smuggling | নেপালে পাচারের পরিকল্পনা! নজর এড়ায়নি পুলিশের, উদ্ধার বিপুল সংখ্যক কাফ সিরাপ, নেশার...

0
কিশনগঞ্জঃ নেপালে পাচারের আগেই ইন্দো-নেপাল সীমান্তে উদ্ধার প্রচুর পরিমাণে কাফ সিরাপ ও নেশার সামগ্রী। রবিবার এই বিপুল পরিমাণ নেশার সামগ্রী উদ্ধার হয়েছে বিহারের আরারিয়ার...

Most Popular