বানারহাট: চার বছরে তৃতীয়বার বন্ধ হল বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগান। বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়লেন ১,১৯৬ জন শ্রমিক। প্রতিদিনের মতো শনিবার চা শ্রমিকরা কাজে রওনা দিলেও বাগানে সকালে সাইরেন না বাজায় তাঁদের সন্দেহ হয়। চা শ্রমিকরা ফ্যাক্টরির সামনে এসে দেখেন গেট বন্ধ। যদিও ফ্যাক্টরি গেটে কোনও নোটিশ দেওয়া হয়নি। পরে জানা যায়, চা বাগান ম্যানেজমেন্ট রাতেই বানারহাট থানায় সাসপেনশন ওফ ওয়ার্ক নোটিশ দিয়ে চলে গিয়েছে।
এদিন বাগানের শ্রমিকরা ফ্যাক্টরি গেটের সামনে জমায়েত হয়ে ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মিটিং করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। পাশাপাশি আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতারা বাগানে আসেন এবং শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
জানা গিয়েছে, চা বাগানে শ্রমিকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলেন। এই নিয়ে চা বাগানে অনেকবার গেট মিটিং করে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন। এদিন হঠাৎ করে শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে সমস্যার সমাধান না করে চা বাগান কর্তৃপক্ষ চলে যাওয়ায় ক্ষোভের সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যে। এ বিষয়ে চা বাগানের জেনারেল ম্যানেজার উত্তম সেনগুপ্তকে ফোন করা হলেও তিনি ফোন না ধরায় কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।