শিলিগুড়ি: গুয়াহাটি পথে অবশেষে চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের। যদিও আজ ছিল পরীক্ষামূলক যাত্রা। কিন্তু এই যাত্রাকে কেন্দ্র করে নিশ্চিত হল, উত্তর পূর্ব ভারতের প্রথম বন্দে ভারত পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এদিন ট্রায়াল রান উপলক্ষে এনজেপিতে উপস্থিত ছিলেন এডিআরএম সঞ্জয় চিলওয়ারওয়ার। তিনি জানান, এনজেপি গুয়াহাটি বন্দে ভারতের বাণিজ্যিক যাত্রা শুরুর সম্ভাব্য দিন ২৫ মে। যাত্রাপথে ট্রেনটি দাঁড়াবে নিউ কোচবিহার, বঙ্গাইগাঁ, কোকরাঝাড়, রঙ্গিয়া এবং কামাক্ষা। তবে রেল বোর্ডের থেকে এখনও কোনও কিছুই চূড়ান্ত করা হয়নি। এদিন ট্রেনটি এনজেপি থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেয় সকাল ৬টা ১০ মিনিটে।