বেলাকোবা: মাধ্যমিকে দুর্দান্ত ফল করল রাজগঞ্জ ব্লকের ফুলতুলসি রায়। কুকুরজান অঞ্চলের ফড়ায়াভিটা গ্রামের বাসিন্দা সে। তার প্রাপ্ত নম্বর ৬৪৯। শতাংশের হিসেবে ৯২.৭১। বাংলায় ৯৮, ইংরেজি ৮৬, অংকে ৯৯, পদার্থবিজ্ঞানে ৯০, জীবনবিজ্ঞানে ৯৫, ইতিহাসে ৯১ এবং ভূগোলে ৯০ পেয়েছে ফুলতুলসি। বণিজেরহাট হাইস্কুলের এই ছাত্রী ডাক্তার হতে চায়। তার বাবা সুফলচন্দ্র রায় কৃষিকাজ করেন। যা আয় হয়, তা দিয়েই কোনওমতে চলে সংসার।
ফুলতুলসিদের মাটির মেঝে, টিন ও পাটকাঠি দিয়ে ঘেরা ঘর। তারা দুই ভাই-বোন। দাদা সুমন্ত রায় সেকেন্ড ইয়ারে পড়ছেন। অভাবের সংসারে থেকেই মাধ্যমিকে নজরকাড়া ফল করল ফুলতুলসি। এখন কীভাবে মেয়ের স্বপ্ন পূরণ হবে, সেটা নিয়েই চিন্তায় পরিবার।
ছাত্রীটি জানিয়েছে, চিকিৎসক হয়ে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করতে চায় সে। তাকে শুভেচ্ছা জানিয়েছেন ডিপিএসসি-র চেয়ারম্যান লক্ষমোহন রায়। পড়াশোনায় সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি। শনিবার রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকারও বাড়িতে গিয়ে ওই মেধাবী ছাত্রীকে সংবর্ধনা জানিয়েছেন।