Saturday, April 27, 2024
HomeMust-Read NewsBike Lifter | হাজারেরও বেশি বাইক গায়েব করেছে! শিলিগুড়ি পুলিশের ত্রাস ‘লিফটার’...

Bike Lifter | হাজারেরও বেশি বাইক গায়েব করেছে! শিলিগুড়ি পুলিশের ত্রাস ‘লিফটার’ সঞ্জু

শিলিগুড়ি: জন আব্রাহাম (John Abraham) অভিনীত কবীরের কথা মনে রয়েছে? টাকা চুরির পর একবার বাইকে উঠে গেলে তাকে ও তঁার দলের সদস্যদের ধরা সোনার পাথর বাটির সমান ছিল। সিনেমাপ্রেমিদের কাছে কবীরের সেই বাইক স্টান্ট-স্টাইল, খলনায়ক থেকে রীতিমতন হিরোর চরিত্রে নিয়ে গেলেও শহরের বিভিন্ন থানার পুলিশের কাছে ওই চরিত্র খলনায়কই। কারণ ওইধরণের এক চরিত্রই মাঝেমধ্যে রাতের ঘুম উড়ে দিচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। নিজের দলবল নিয়ে কবীরের কায়দাতেই বিভিন্ন সময় চলে আসছে শহরে। তবে টাকা পয়সা নয়, বাইকই চুরি (Bike Lifter) করে নিয়ে যাচ্ছে। গাড়ি চুরি করেও নেপালে নিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে।

একটা কিংবা দুটো বছর নয়, চোদ্দবছরেরও বেশি সময় ধরে সঞ্জু বিশ্বকর্মা ত্রাস হয়ে রয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের (Siliguri Police) অন্দরে। কতগুলো বাইক এখনও অব্দি চুরি করে  নিয়ে গিয়েছে, তার সঠিক হিসেব অবশ্য নেই কোনও থানার কাছেও। কারণ এই চোদ্দ বছরে, অনেক অফিসারই গিয়েছে। অনেক অফিসারই এসেছে। যদিও আড়ালে আবদারে, সে হিসেবের ব্যাপারে প্রশ্ন করলে কিছুটা করুণ সুরেই অনেক অ্যান্টি ক্রাইম অফিসার বলে ওঠেন, সংখ্যাটা এতদিনে হাজার পার করে গিয়েছে।  তাই  বিভিন্ন থানার অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চ অফিসে গেলেই দেখা যায়, ‘টার্গেট-সঞ্জু বিশ্বকর্মা অ্যান্ড হিজ গ্রুপই, বাইক লিফটার’।

এতক্ষণে নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, কে এই সঞ্জু বিশ্বকর্মা? কীভাবেই বা সঞ্জু চালায় অপারেশন? বিভিন্ন থানা ঘুরেই এব্যাপারে পাওয়া তথ্য অবাক করে। একসময়, দেবিডাঙ্গার বাসিন্দা সঞ্জু ছোটখাটো চুরির কাজই করত। তবে পরবর্তী হঠাৎ করেই তার চুরির মাধ্যম বদলে যায়। ছোটখাটো চুরি নয়, নজর গিয়ে পড়ে বাইকের ওপর। বদলে ফেলে নিজের ঠিকানাও। দেবিডাঙ্গার বদলে সে থাকতে শুরু করে নেপালে। সেখানেই নিজের একটি টিম তৈরি করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, বাইক চুরির পরে সে ও তঁার টিম সেটা নিয়ে চলে যায় নেপালে। আর একবার নেপালে নিয়ে গেলে, সেটা ফিরিয়ে আনা যে কঠিন, সেটা আলাদা করে কিছু আর বলার নেই। তবে কবীরের মতন সঞ্জু-র ও স্টাইল রয়েছে। হাতে থাকা বাঘের ফুলকির মতনই একবার সে বাইকে চড়ে গেলে তঁাকে ও তঁার দলকে ধরা দুসাধ্য। সমস্যা আরও রয়েছে, নেপাল থেকে এসে সঞ্জুর গ্রুপ কখন শহর শিলিগুড়িতে হানা দেবে, তার আগাম অনুমান নেই কারও কাছেই।  অপারেশনে সুবিধার জন্য মূলত রাতে বিশেষ করে অপার্টমেন্টগুলোই থাকে, সঞ্জুর গ্রুপের টার্গেট। কারণ সেখানে একসঙ্গে অনেকগুলো বাইক একসঙ্গে থাকে। এক পুলিশ কর্তা বলছিলেন, ‘বিভিন্ন সিসিটিভি ফুটেজে একটা কমন ব্যাপার নজর করা গিয়েছে, সবসময়ই তঁার পরনে থাকে হ্যাফ প্যান্ট।’ হ্যাফ প্যান্টের রহস্য কী তা অবশ্য জানা নেই, কারোরই। গত দুই অবশ্য সঞ্জুর গ্রুপ শহরে হানা দেয়নি। তবে যে কোনও সময়ই ওই গ্রুপ আসতে পারে, আর এলে আর ছাড়া যাবে না। তাই তো শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর বলেই দিলেন, ‘এইধরণের দুষ্কৃতীদের আমরা ট্যাকে রাখার চেষ্টা করি। অবশ্য গ্রেফতার করা আইনত ব্যবস্থা নেওয়া হবে।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Viral | হুবহু নরেন্দ্র মোদির মতো দেখতে! ফুচকা বিক্রেতাকে দেখে অবাক নেটপাড়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফুচকা বিক্রি করে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই দিন কাটাচ্ছিলেন। কিন্তু আচমকাই হয়ে গেলেন ভাইরাল (Viral)। এখন তাঁর চারদিকে ক্যামেরাম্যান,...
ragi waffale recipe

ব্রেকফাস্টে স্বাস্থ্যকর কিছু খেতে চান? বানিয়ে নিন ‘রাগি ওয়াফেল’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রোজ রোজ একই ব্রেকফাস্ট খেতে কারোরই ভালো লাগে না। রোজকার খাবার বড্ড একঘেয়ে হয়ে গেলে, নতুন কিছু বানিয়ে দেখতে পারেন।...

Malda | সরকারি কাজে নিযুক্ত ঠিকাদারের কাছে তোলা আদায়ের চেষ্টা, প্রাণে মারার হুমকি!

0
সৌরভ কুমার মিশ্র, হরিশ্চন্দ্রপুর: এলাকায় সরকারি কাজ করছিলেন এক ঠিকাদার। আর সেই কাজের জন্য ছয় লক্ষ টাকা তোলা চেয়ে ওই ঠিকাদারকে প্রাণে মারার হুমকি...

Raiganj | পুকুর ভরাট করছে শাসকদলের লোকজন! হুঁশ নেই প্রশাসনের

0
রায়গঞ্জ: ২০১৯ সালের ২৫ নভেম্বর জিতেন্দ্র সিং বনাম ভারতের পরিবেশ মন্ত্রকের মামলায় রায়ের ১৮-২১ অনুচ্ছেদে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছিল, যে কোনও ধরনের জলাশয় বন্ধে...

Malda | দক্ষিণ মালদায় নির্বাচনি প্রচারে ঝড় প্রার্থীদের

0
মালদা: দ্বিতীয় দফার নির্বাচন শেষ। এবার লক্ষ্য তৃতীয় দফার নির্বাচন (Loksabha Election 2024)। সমস্ত রাজনৈতিক দলগুলি বর্তমানে ঝাঁপিয়ে পড়েছে নিজেদের দলীয় প্রার্থীর প্রচারে। কোথাও...

Most Popular