বালুরঘাট: কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ তুলে দিল্লিতে গিয়ে অবস্থানে বসেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় ধারাবাহিক কর্মসূচিও করেছিল তৃণমূল। এবার পালটা তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতদের নিয়ে কলকাতায় গিয়ে অবস্থানে বসার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেই অবস্থানকে সফল করে তুলতে কোমর বেঁধে মাঠে নেমেছে বিজেপির নেতাকর্মীরা।
২৯ নভেম্বর কলকাতা অভিযানকে ঘিরে জেলায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই বালুরঘাট শহর ও গ্রামেগঞ্জে দেওয়াল লিখন ও পোস্টার ব্যানারের মাধ্যমে কলকাতা অভিযানের প্রচার শুরু করেছে জেলা বিজেপি। পাশাপাশি, জেলার সরকারি প্রকল্পের বঞ্চিতরা যাতে এব্যাপারে তাঁদের ন্যায্য প্রাপ্য পান। তা নিয়ে জেলার বিভিন্ন এলাকায় অনতি বিলম্বে মিটিং, মিছিল শুরু করতে চলেছেন বলে জানান জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। এদিন নিজের হাতে পোস্টার সাটান তিনি। তুলি হাতে দেওয়াল লিখনেও দেখা গিয়েছে তাঁকে।
স্বরূপ চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা অনেক যোগ্য প্রাপকরা এরাজ্যে পাচ্ছেন না। তাঁদের অধিকার লড়াইয়ের দাবিতে আমরা কলকাতায় বিশাল জমায়েত করব। সেখানে সাধারণ মানুষের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। তাই আমরা এদিন থেকে দেওয়াল লিখন শুরু করেছি।’