উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগ তুলে রাজনৈতিক নেতাদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেলের অভিযোগ উঠল হাড়োয়ার এক বিজেপি নেত্রীর মেয়ের বিরুদ্ধে। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে বিজেপি নেত্রী নমিতা রায়ের মেয়ে প্রিয়াংকা রায় (২৫) রাজনৈতিক নেতাদের নানা ভাবে প্রলুব্ধ করতেন। পরে আচমকাই তাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলতেন। এমনকি থানাতে অভিযোগ দায়েরও করতেন অনেক সময়। এরপরই অভিযোগ তুলে নেওয়ার প্রস্তাব দিয়ে চলত টাকা আদায়ের খেলা। এরকম বেশ কিছু অভিযোগ সামনে আসায় গ্রেপ্তার করা হয়েছে ওই যুবতীকে।
জানা গিয়েছে যুবতীর মা নমিতা রায় হাড়োয়ার বিজেপি মহিলা মোর্চার সাধারণ সম্পাদক। নমিতাদেবীর মেয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিজেপিরই বসিরহাট জেলার নেতা রাজেন্দ্র সাহা। রাজেন্দ্র সাহার দাবি, তাঁর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব পাতান প্রিয়াংকা। নানা রকম ছবিও পাঠাতেন তাঁকে। এমনকি যৌনতার প্রস্তাবও দেন। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তরুণী। যার জেরে ২০১৯ সালে গ্রেফতার হন তিনি। এরই মধ্যে শাসক ও বিরোধী দলের বেশ কিছু নেতার কাছ থেকেও একই রকম অভিযোগ মেলে। যার তদন্তে নেমে প্রিয়াঙ্কাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, জেরায় অভিযোগ স্বীকার করে নিয়েছে প্রিয়াংকা। রাজেন্দ্র সাহা জানান, নিজের দলের নেত্রীর মেয়েই নেতাদের কালিমালিপ্ত করছেন। যদিও নমিতা রায়ের দাবি, তাঁর মেয়েকে ফাঁসানো হয়েছে। ও কারও কাছ থেকে কোনও টাকা নেয়নি।