শিলিগুড়ি: শিলিগুড়ি জংশন বাসস্ট্যান্ডে (Siliguri Junction Bus Stand) উদ্ধার হল অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ (Body Found)। ঘটনাকে ঘিরে শোরগোল পড়েছে বাসস্ট্যান্ড চত্বরে। রবিবার সকালে দেহটি উদ্ধার হয়। ঘটনাস্থলে প্রধাননগর থানার (Pradhan Nagar Police Station) পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসস্ট্যান্ডে আশ্রয় নিয়েছিলেন ওই ব্যক্তি। গত কয়েকদিন ধরেই বাসস্ট্যান্ডেই তাঁকে থাকতে দেখা গিয়েছে। এদিন সকালে ওই ব্যক্তি অনেকক্ষণ ঘুম থেকে না ওঠায় আশপাশের অনেকেরই সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানানো হয়। পুলিশ পৌঁছে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু (Death) হল, তা খতিয়ে দেখছে পুলিশ (Police)।