রায়গঞ্জ: নদীর পাড় থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। হাত-পা-মাথা কাটা অবস্থায় দেহটি মিলেছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিহার সীমানা লাগোয়া রায়গঞ্জের শিয়ালতোর এলাকায়। শনিবার ওই এলাকার নাগর নদীর পাড়ে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। কেউ বা কারা তাঁকে খুন করে ফেলে রেখে গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রায়গঞ্জ থানার আইসি সৌরভ সেন জানান, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।