মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

রাজনৈতিকভাবে লাভ হবে না বুঝেই উত্তমে নীরব তৃণমূল-বিজেপি, তোপ নওশাদের

শেষ আপডেট:

গাজোল: ‘রাজনৈতিক দিক থেকে লাভবান হবে না বুঝেই উত্তম মার্ডির মৃত্যুর পর জোরাল আন্দোলন গড়ে তোলেনি তৃণমূল ও বিজেপি।’ শনিবার গাজোলের রবীন্দ্রপল্লিতে উত্তমের জ্যাঠামশাই জোনাস মার্ডির বাড়িতে এসে এমনই তোপ দাগলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।

৩ অক্টোবর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এমএ কোর্সে ভর্তি হন উত্তম। অভিযোগ, রামকৃষ্ণ ছাত্রাবাসের দাদাদের অত্যাচার সহ্য করতে না পেরে গত ৬ অক্টোবর বাড়ি ফিরে আসেন উত্তম। পরিবারের দাবি, বাড়ি ফেরার পর থেকেই হতাশাগ্রস্ত ছিলেন ওই ছাত্র। এরপর ১৬ অক্টোবর বাথরুমে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন উত্তম। পরিবারের অভিযোগ, র‍্যাগিংয়ের শিকার হয়েই আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন তিনি।

এদিন দুপুরে বেশ কিছু কর্মী-সমর্থক নিয়ে উত্তমের জ্যাঠামশাই জোনাস মার্ডির বাড়িতে আসেন নওশাদ। সঙ্গে ছিলেন আইএসএফের রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন মীর, জেলা কমিটির সদস্য শ্রীমান হাঁসদা সহ অন্যরা। উত্তমের জ্যাঠামশাই জোনাস মার্ডি এবং দিদি পাঞ্চালি মুর্মুর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা।

নওশাদ সিদ্দিকি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল এবং বিজেপির ছাত্র সংগঠনের ইউনিট খোলার দরকার ছিল। তাই যাদবপুরে ছাত্রের মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করেছিল ওরা। তোলপাড় হয়েছিল রাজ্য। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া উত্তম মার্ডির ক্ষেত্রে সেই রকম তৎপরতা দেখা যায়নি তৃণমূল কিংবা বিজেপির। আসলে তাদের মনোভাব ছিল, উত্তমের মৃত্যু নিয়ে রাজনীতি করে তেমন লাভ হবে না।’

পুলিশি তদন্ত এবং বিশ্ববিদ্যালয়ের ভূমিকা নিয়ে বিস্ময় প্রকাশ করে নওশাদের সংযোজন, ‘আমরা চুপ থাকব না। এই ঘটনা নিয়ে আমরা দু-একদিনের মধ্যে কলকাতা হাইকোর্টের আইনজীবীদের সঙ্গে কথা বলব। হাইকোর্টের বিচারপতি অথবা অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে একটি কমিটি গঠন করে ঘটনার তদন্ত করার দাবি জানাব। খুব তাড়াতাড়ি আমরা এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব।’

পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নওশাদ বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতারা যথেষ্ট তৎপর হয়েছিলেন। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র উত্তমের ঘটনায় আশ্চর্যজনকভাবে তাঁরা নীরব। এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উপাচার্য সহমর্মীতা জানিয়ে একটা ফোনও করেনি পরিবারকে। এর থেকেই পরিষ্কার বিশ্ববিদ্যালয়ের মনোভাব।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.

Share post:

Popular

More like this
Related

Alipurduar | পরিমল মনে করাচ্ছেন শ্রবণকুমারকে! কীভাবে?

আলিপুরদুয়ার: রামায়ণের শ্রবণকুমারকে মনে আছে? নিজের অন্ধ বাবা-মাকে যিনি...

Uttar Dinajpur | কন্যার জন্মে খুশির আবহ, ইফতারে শামিল ভিনধর্মীরাও

চন্দ্রনারায়ণ সাহা, রায়গঞ্জ: রমজান মাসে ছোট বৌমা কন্যাসন্তানের জন্ম...

Samsi | মানবিকতা সবার উপরে! রোজা অবস্থায় থ্যালাসেমিয়া রোগীকে রক্ত দিলেন মিসবাহুল

সামসী: রোজা (Ramadan 2025) রাখা অবস্থায় এক থ্যালাসেমিয়া রোগীকে...

Cooch Behar | আবাসের তালিকা ঘিরে অভিযোগ! প্রধান ও অঞ্চল সভাপতির অনুগামীদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন পঞ্চায়েত সদস্যরা

দিনহাটা: আবাসের নামে টাকা তোলা এবং অনৈতিকভাবে নাম উপভোক্তা...