Wednesday, May 15, 2024
HomeExclusiveSiliguri | মঞ্চে অন্তর্বাস পরে চুনীলাল! শিলিগুড়িতে দর্শকদের ক্ষোভের মুখে ব্রাত্যর ‘দেবদাস’

Siliguri | মঞ্চে অন্তর্বাস পরে চুনীলাল! শিলিগুড়িতে দর্শকদের ক্ষোভের মুখে ব্রাত্যর ‘দেবদাস’

ভাস্কর বাগচী, শিলিগুড়ি: দেবদাস। বাঙালির আবেগের আইকন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কালজয়ী এই উপন্যাস পড়ে বাঙালি যে কতবার চোখের জল ফেলেছে তা গুনে বলা মুশকিল। সেই বাঙালি রবিবারও ফের চোখের জল ফেলল। চুনীলাল এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। সেই চুনীলালকে মঞ্চে অন্তর্বাস পরা অবস্থায় দেখলে নাট্যমোদীদের চোখে জল আসাটাই স্বাভাবিক। শুধুই কি তাই! মুহুর্মুহু চটুল হিন্দি গান, ক্যাটকেটে আলোর ঝলকানি, ডিমনিটাইজেশনের উল্লেখ, যৌনকর্মীদের জিএসটি সহ পারিশ্রমিক দাবি, প্রেমের নামে রগরগে যৌনতার প্রদর্শন… রাগের চোটে সবার চোখে জল টলটল। রবিবার শিলিগুড়ির (Siliguri) দীনবন্ধু মঞ্চে দমদম ব্রাত্যজনের প্রযোজনা ‘দেবদাস’ দেখার পর থেকেই শিলিগুড়ি ক্ষোভে ফুঁসছে।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এই নাটকটির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। তবে তাই বলে শিলিগুড়ি এই নাটকের সমালোচনা করতে বিন্দুমাত্র পিছপা হয়নি। সোশ্যাল মিডিয়া তাঁদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সাক্ষী। নাটকের পরিচালক প্রান্তিক চৌধুরী অবশ্য বলছেন, ‘সময়ের পরিবর্তনে দেবদাসের কিছু পরিবর্তন হয়েছে। নাটকে আমরা সেটাই দেখিয়েছি। সেটাই হয়তো কিছু দর্শক মেনে নিতে পারেননি। রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকে নিয়ে কিছু পরিবর্তন মেনে নেওয়া গেলেও শরৎচন্দ্রের সৃষ্টিকে কোনওমতেই বদলানো যায় না বলেই হয়তো তাঁদের মনে হয়েছে।’

উত্তরবঙ্গ সাংস্কৃতিক পরিষদের আয়োজনে শিলিগুড়িতে নাট্যোৎসব চলছে। সেই উৎসবের প্রথম নাটক হিসেবেই রবিবার দীনবন্ধু মঞ্চে ‘দেবদাস’ মঞ্চস্থ হয়। দেবদাসকে নিয়ে বহু সিনেমা হয়েছে। কিন্তু নাটক? সম্ভবত সেভাবে নয়। দমদম ব্রাত্যজনের এই প্রযোজনা বেশ পুরোনো। নামী সংস্থার ব্যানার হওয়ায় এই নাটকটিকে নিয়ে সবারই বেশ আগ্রহ ছিল। পাশাপাশি ‘ব্রাত্যর নাটক’ ধরে নিয়েও অনেকে তা দেখতে গিয়েছিলেন। হল হাউসফুল। শুরুর দিকে সব ঠিক। খানিক পর থেকেই কিন্তু ছন্দপতনের শুরু। মনের মধ্যে রাগের মাত্রা বাড়তে থাকলেও শো চলাকালীন কেউ কোনও প্রতিবাদ করেননি। কিন্তু নাটক শেষে কলাকুশলীদের পরিচয়পর্ব চলাকালীন সেই ক্ষোভ চাপা থাকেনি। দলের কলাকুশলীদের লক্ষ করে এক দর্শক বলেই ফেললেন, ‘এমন এক নাটকে শরৎচন্দ্রের নামটা ব্যবহার না করলেই পারতেন।’ সেই শুরু। এরপর একের পর এক মন্তব্য, ‘নাটক দেখে ভালো লাগল না’, ‘কেন শিলিগুড়িতে আপনারা এমন নাটক নিয়ে এলেন?’ মঞ্চের আলোয় আলোকিত কলাকুশলীদের মুখে তখন অস্বস্তি প্রকট।

শিলিগুড়ির নাট্য ব্যক্তিত্ব পার্থপ্রতিম মিত্র বললেন, ‘এটি সবার সঙ্গে দেখার নাটক নয়। অনেকে মাঝপথেই উঠে গিয়েছিলেন। নাটক শেষে কেউ একবার হাততালিও দেননি।’ তাণ্ডব মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই নাটকের নাম আধুনিক দেবদাস রাখা উচিত।’ নাট্যব্যক্তিত্ব রতন নন্দী থেকে সূর্য সেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পার্থসারথি দাস, সবাই নিন্দায় মুখর। নাট্যব্যক্তিত্ব পার্থ চৌধুরী বললেন, ‘নাটকের নামে যা হল তা স্রেফ ছ্যাবলামো।’

Kuhelika Barman
Kuhelika Barmanhttps://uttarbangasambad.com/
Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

IPL-2024 | গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতল দিল্লি, লখনউকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঘরের মাঠে জয় দিয়ে আইপিএলের গ্রুপ লিগের যাত্রা শেষ করল দিল্লি ক্যাপিটালস। মঙ্গলবার কোটলায় টস হেরে শুরুতে দিল্লি ক্যাপিটালসকে ব্যাট...

Narendra Modi | নরেন্দ্র মোদি লাখপতি নন, নেই বাড়ি-গাড়ি, প্রধানমন্ত্রীর সম্পত্তির পরিমান কত?  

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মঙ্গলবার বারাণসীর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন নরেন্দ্র মোদি। আর মনোনয়ন জমা দেওয়ার পর প্রকাশ্যে এল তাঁর সম্পত্তির খতিয়ান।...

Kylian Mbappe | রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে বড় স্বীকৃতি! এবারও ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের খেতাব...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পিএসজি ছেড়ে এবার কিলিয়ান এমবাপে পাড়ি দিচ্ছেন রিয়াল মাদ্রিদে। গত সাত বছর ধরে পুরোনো দলকে অনেক কিছুই দিয়েছেন। কিন্তু নিজের...

Bangladeshi tourist dead | গাড়ি রোহিনীতে উঠতেই শ্বাসকষ্ট শুরু বাংলাদেশি পর্যটকের, কিছুক্ষণেই সব শেষ

0
দার্জিলিং: দার্জিলিংয়ের (Darjeeling) পথে মৃত্যু হল এক বাংলাদেশি পর্যটকের (Bangladeshi tourist dead)। মৃতের নাম শেখ আজিজুল (৬৫)। বাড়ি বাংলাদেশের (Bangladesh) ঢাকায়। মঙ্গলবার গাড়িতে করে...

Gajole | জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরির চেষ্টা, হাতেনাতে ৭ দুষ্কৃতীকে পাকড়াও করল...

0
গাজোলঃ জল জীবন মিশন প্রকল্পের পাইপ চুরি করতে এসে হাতেনাতে পাকড়াও হল সাত দুষ্কৃতী। দুষ্কৃতী দলের পাশাপাশি পুলিশ আটক করেছে পাইপ বোঝাই একটি ট্রাক...

Most Popular