Saturday, May 4, 2024
HomeBreaking Newsবিএসএফের বাসের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ, জখম ৩০ জওয়ান

বিএসএফের বাসের সঙ্গে ছোট গাড়ির সংঘর্ষ, জখম ৩০ জওয়ান

রায়গঞ্জ: বিএসএফের গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম ৩০ জন জওয়ান। বৃহস্পতিবার রাত দশটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির অন্তর্গত ছটপড়ুয়া এলাকার মিশন স্কুলের সামনে। ঘাতক পিকআপ ভ্যানটি সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে কর্ণজোড়া ফাঁড়ির ওসি জয়দেব বর্মনের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি বিএসএফের হেডকোয়ার্টার থেকে ছুটে আসেন বিএসএফের উচ্চ পদস্থ কর্তারা। যখম বিএসএফ জাওয়ানদের ভর্তি করানো হয়েছে তাদের নিজস্ব হাসপাতালে।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ন’টা নাগাদ ৯১ নম্বর ব্যাটালিয়ন ও ৫৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত বিএসএফের হেডকোয়ার্টার থেকে মেরুয়াল বিএসএফ ক্যাম্পে নিজস্ব বাসে করে যাওয়ার সময় রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান ধাক্কা মেরে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ৩০ জন বিএসএফ জওয়ান জখম হয়েছেন।

এই প্রসঙ্গে কমলা বাড়ির দুই গ্রাম পঞ্চায়েতের  প্রধানের স্বামী ভোলানাথ বর্মন বলেন, ‘কর্ণজোড়া থেকে বিএসএফের জওয়ানরা ক্যাম্পে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাছের গাড়ি ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায় পিকআপ ভ্যানের চালক মদ্যপ অবস্থায় ছিল বলে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছি।’ “কর্ণজোড়া ফাঁড়ির ওসি জয়দেব বর্মন বলেন, “সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই গাড়িটিকে চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। বিএসএফের আধিকারিককে লিখিত অভিযোগ জমা করতে বলা হয়েছে। বিএসএফের এক আধিকারিক বলেন, “৯১ ও ৫৭ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা এদিন প্রথম কাজে যোগ দিয়েছেন। দিনকয়েক আগে এদের রিক্রুটমেন্ট হয়েছে। ৩০ জন জখম হয়েছে। বাস চালকও জখম হয়েছেন, তাদের ভর্তি করানো হয়েছে মেরুয়াল বিএসএফ ক্যাম্পের হাসপাতালে।’

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

North Bengal Medical | মেডিকেলে ফাঁকিবাজি চলছেই, নির্দেশের পরও চালু হয়নি আধারভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থা

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: ন্যাশনাল মেডিকেল কমিশনের (National Medical Commission) নির্দেশের পর প্রায় ছ’মাস কেটে গিয়েছে। এখনও উত্তরবঙ্গ মেডিকেল কলেজে (North Bengal Medical) আধারভিত্তিক বায়োমেট্রিক...

Nagrakata | প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা

0
নাগরাকাটা: প্রয়াত ডুয়ার্সের বিশিষ্ট বামপন্থী চা শ্রমিক নেতা সূর্য প্রকাশ বরাইক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। শুক্রবার রাতে নাগরাকাটার (Nagrakata) কলাবাড়ি চা বাগানে...
These 5 vegetables keep the body cool in summer

গরমে শরীর ঠান্ডা রাখে এই ৫ সবজি, জানুন কী কী?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গরম হোক বা শীত যেকোনও সময়েই প্রচুর পরিমাণে সবজি খাওয়া ভীষণ দরকার। আর এই কথা কারোরই অজানা নয়। কিন্তু এই...

Darjeeling | পাহাড়ে গিজগিজে ভিড়, সুযোগ বুঝে চড়া ভাড়া!

0
রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ। স্বস্তি নেই উত্তরেও। শরীরটাকে তাই ‘কুল’ রাখতে পাহাড়মুখী হচ্ছে জনতা। শৈলরানি দার্জিলিং (Darjeeling) তো ক’দিন ধরেই গিজগিজ করছে...

Kareena Kapoor | নতুন দায়িত্বে সইফ ঘরনি! ইউনিসেফ ইন্ডিয়ার জাতীয় রাষ্ট্রদূত পদে নিযুক্ত করিনা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বলিউডের অন্যতম সফল অভিনেত্রী করিনা কাপুর খান (Kareena Kapoor)। বলিউডে (Bollywood) দুই দশক কাটিয়ে ফেলেছেন তিনি। অভিনেত্রী হওয়ার পাশাপাশি দুই...

Most Popular