কলকাতা: এবার উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট! বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুক্রবার নির্দেশ দিয়েছে, উচ্চ প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউয়ের সবিস্তার নম্বর, অনলাইন আবেদনপত্র সহ সব তথ্য দু’সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)কে প্রকাশ করতে হবে।
স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, সাম্প্রতিককালে উত্তরপত্র নিয়ে যেসব বিতর্ক শুরু হয়েছে তার জেরে তারা ফের উত্তরপত্র খতিয়ে দেখেছে। মোট ১৪,০৫২ উত্তরপত্রের মধ্যে বাতিল হয়েছে ১,৪৬৩। তার ফলে মেধা তালিকা তৈরি হয়েছে ১২,৫৮৯ জনের।
চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান, এসএসসি ইন্টারভিউয়ের পরে ফের উত্তরপত্রের মূল্যায়ন করেছে। সেক্ষেত্রে ফের অনলাইন আবেদনের সুযোগ দেওয়া উচিৎ ছিল। কারণ, এসএসসি-র অন্য নিয়োগে ইতিমধ্যেই উত্তরপত্র বিকৃত করে নম্বর কমানো-বাড়ানোর অভিযোগ উঠেছে। পাশাপাশি সাত বছর ধরে নিয়োগ আটকে থাকার ফলে শূন্য পদও বেড়েছে। এসএসসি সাত বছর আগের শূন্য পদ ধরে বসে আছে। প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতা বহুদিনের। ওই স্তরে প্রায় সাত বছর ধরে নিয়োগ আটকে আছে। এক সময় পুরোনো মেধা তালিকা বাতিল করে নতুনভাবে তালিকা তৈরির নির্দেশও দিয়েছিল আদালত।