উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উগ্রপন্থী সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে কানাডা। এক বৈঠকে আমেরিকাকে ভারতের এই মনোভাব সরাসরি জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন ও ন্যাশনাল সিকিওরিটি অ্যাডভাইসর জ্যাক সুলিভানের সঙ্গে আলোচনায় কানাডা প্রসঙ্গ তোলেন জয়শংকর। ওয়াশিংটনের হাডসন ইনস্টিটিউটে এক আলোচনায় জয়শংকর স্পষ্ট জানান, কানাডার পরিস্থিতি স্বাভাবিক নয়। এতটাই খারাপ যে ভারতীয় কূটনীতিকরা প্রকাশ্যে বের হতে ভয় পাচ্ছেন। এমনকি ভারত কানাডায় তার নাগরিকদের যাওয়ার ভিসা পর্যন্ত বাতিল করেছে।
ভারতের যুক্তি খলিস্থানি আন্দোলন ভারতে স্তিমিত হয়ে পড়েছিল। কিন্তু গত কয়েক বছর ধরে কানাডার মাটিতে এই আন্দোলন ফের মাথাচাড়া দেয়। মূলত কানাডা সরকারের প্রশ্রয়ের কারণেই এমনটা হয়েছে বলে তোপ জয়শংকরের। সম্প্রতি কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার পেছনে ভারতের হাত রয়েছে বলে তোপ দাগেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডোর এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দেয় ভারত। তারপর থেকে একেরপর এক আন্তর্জাতিক মঞ্চে কানাডাকে তোপ দেগে চলেছেন ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর। জয়শংকরের কথায়, ‘আমেরিকাও এই ইস্যুতে নিজের দৃষ্টিভঙ্গি সামনে রেখেছে। আমরাও আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আশাকরি আমরা নিজেদের অবস্থান এই বৈঠকের পর আরও ভালভাবে বোঝাতে পেরেছি।’ যদিও এই সংঘাতের আবহেই কানাডার মন্ট্রিয়েলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন,‘ভারত বিশ্ব অর্থনীতিতে উদীয়মান শক্তি। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই চায় কানাডা।’