Saturday, May 18, 2024
Homeউত্তর সম্পাদকীয়কোন পথে যে চলি, কোন কথা যে বলি

কোন পথে যে চলি, কোন কথা যে বলি

মাধ্যমিক পরীক্ষার পর কী পড়ব, এই সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়ে অনেক পড়ুয়া। এই সিদ্ধান্ত ঠিকঠাক নেওয়া জরুরি।

  • রুদ্র সান্যাল

মাধ্যমিক পরীক্ষার ফল বেরোতেই অনেকের অভিভাবকই চিন্তায় তাঁদের সন্তান আশানুরূপ ফল না করার কারণে। মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে অনেকেই শিক্ষকদের বলেন, ‘স্যর ছেলেটা সায়েন্স নিয়ে পড়তে চায়, পড়াব কি?’ অথবা ‘স্যর মেয়েটার সায়েন্স-এ মাথা নেই। ওকে আর্টস পড়াব।’ আগে থেকেই তাঁরাই সিদ্ধান্ত নিয়ে নেন, তার সন্তান কী পড়বে। গ্রামীণ এলাকার একটা উচ্চমাধ্যমিক স্কুলে চাকরি করার সুবাদে বুঝেছি, অনেক ছাত্রছাত্রীর অভিভাবকরা ঠিক বুঝতে পারেন না তাঁদের সন্তান কী পড়তে ইচ্ছুক বা কী বিষয়ে তার আগ্রহ। হয়তো সেই ছাত্রছাত্রীরা নিজেরাও সঠিকভাবে তা অনুধাবন করতে পারে না। সেই কারণে একজন শিক্ষক হিসেবে তাকে সঠিক পরামর্শ দেওয়াটাও প্রায়ই সমস্যা হয়ে দাঁড়ায়। অনেকের কাছ থেকে নানা রকম উপদেশ পেয়ে সেই ছাত্রছাত্রী যখন যে বিষয় নিয়ে পড়তে চায়, পরবর্তীকালে দেখা যায় সেখানে অনেক গলদ রয়ে গিয়েছে। সেই কারণে উচ্চমাধ্যমিক স্তরে হয় রেজাল্ট খারাপ অথবা আশানুরূপ রেজাল্ট হয় না। তখন মানসিকভাবে তারা বিধ্বস্ত হয়ে যায়। সেই কারণে মাধ্যমিকের পর বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শহর এলাকায় মাধ্যমিক পরীক্ষার অনেক আগে থেকেই বিশেষ করে দশম শ্রেণি থেকেই বেশিরভাগ অভিভাবক অনেক সচেতন থাকেন তাঁদের সন্তানের বিষয়ে। কিন্তু গ্রামীণ প্রান্তিক এলাকায় এখনও বহু অভিভাবক নিজেরাও সেভাবে সচেতন নন, কারণ এক্ষেত্রে তাঁদের দোষ দেওয়াও ঠিক না। অনেকেই প্রথম বা দ্বিতীয় প্রজন্মের শিক্ষিত মানুষ। স্বাভাবিকভাবে যুগের দাবি অনুযায়ী কী ধরনের বিষয় নিয়ে তাঁর সন্তান পড়াশোনা করবে, সে বিষয় স্বাভাবিকভাবেই তাঁরা ওয়াকিবহাল নন। অনেক ক্ষেত্রে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির অভিভাবকদের ইচ্ছে থাকলেও শহরের ভালো স্কুলে বিজ্ঞান নিয়ে সন্তানকে পড়াতে পারেন না। তাই তাঁর সন্তান গ্রামীণ স্কুলেই যেখানে বিজ্ঞান নেই, সেখানে কলা বিভাগের বিষয় নিয়ে পড়তে বাধ্য হয়। ফলে উচ্চমাধ্যমিক স্তরে রেজাল্ট আশানুরূপ হয় না। এটা সত্যিই দুঃখজনক।

মাধ্যমিকের একাদশ শ্রেণিতে শুধুই কলা বিভাগ বা সায়েন্স অথবা বাণিজ্য শাখা ছাড়াও এখন বহু স্কুলেই ভোকেশনাল বা কারিগরি শিক্ষার অনেক শাখা খুলে গিয়েছে। বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মতো পর্যটন এলাকার কথা মাথায় রেখে, ট্যুরিজম, হসপিটালিটি ম্যানেজমেন্ট অথবা হোটেল ম্যানেজমেন্ট এবং অটোমোবাইল ও হেলথকেয়ার বিষয়ে পড়াশোনা করা যেতেই পারে। তাছাড়া নতুন জাতীয় শিক্ষানীতিতে যে কোনও বিষয় নিয়ে পড়াশোনা করা যায়। যদিও এখন ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইকনমিক্স, কম্পিউটার সায়েন্স বা রাশিবিজ্ঞান নিয়ে পড়লে চাকরির রাস্তা অনেকটাই খোলা থাকে। তবে এটাও মাথায় রাখতে হবে, প্রান্তিক এলাকার স্কুলগুলোতে এই সমস্ত বিষয়ে শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। তাই অনেক ক্ষেত্রেই ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তবুও বাস্তববাদী হওয়া দরকার বিষয় নির্বাচনের ক্ষেত্রে। কারণ একটা ভুল সিদ্ধান্তই ধ্বংস করে দিতে পারে একজন ছাত্রছাত্রীর জীবনের অনেক স্বপ্ন। সেটাও কিন্তু কখনোই কাম্য নয়।

(লেখক বিধাননগর সন্তোষিণী বিদ্যাচক্র হাইস্কুলের শিক্ষক)

Uttarbanga Sambad
Uttarbanga Sambadhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad was started on 19 May 1980 in a small letterpress in Siliguri. Due to its huge popularity, in 1981 web offset press was installed. Computerized typesetting was introduced in the year 1985.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

NBMC | দালাল ধরে টাকা দিতেই হাতে এল মৃত্যুর শংসাপত্র! তদন্তের আশ্বাস মেডিকেল সুপারের...

0
শিলিগুড়িঃ মৃত্যুর শংসাপত্র পেতে ১৫০০ টাকা দিতে হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। যে পরিবার মৃত্যুর শংসাপত্র পেতে দেড় মাস ধরে ঘুরছিল, সেই পরিবারই...

Toy Train Joy Ride | ভিড় সামলাতে অতিরিক্ত জয়রাইড ট্রেন চলবে দার্জিলিংয়ে, সিদ্ধান্ত ডিএইচআরের

0
দার্জিলিংঃ পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে শনিবার থেকে বাড়তি দুটি জয়রাইড টয়ট্রেন চালাবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। গরমের...

Siliguri | গাড়িতে বসে মদ্যপান দুই যুবকের! অভিযুক্তদের ধরতে কালঘাম ছুটল পুলিশের  

0
শিলিগুড়িঃ রাত বাড়তেই গাড়িতে মদ খাওয়া এখন রীতিমত ট্রেন্ড। আর এই ট্রেন্ড আটকাতে গিয়ে রীতিমতন কালঘাম ছুটছে পুলিশ কর্তাদের। সম্প্রতি জলপাই মোড়ে গাড়িতে বসে...

Old Malda | তৃণমূলনেত্রীর স্বামীকে আক্রমণ করে শূন্যে গুলি, শেখ ইয়াসিনের ভাইয়ের নামে পুলিশে...

0
পুরাতন মালদাঃ নারায়ণপুরের হোটেলে মধুচক্রের আসরে গুলি চালানোর ঘটনায় আক্রান্তের পরিবারের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে নাম জড়িয়েছে রতুয়ার তৃণমূল...

EVM | উলটপুরাণ! তৃণমূলের বিরুদ্ধে ইভিএমে কারচুপির অভিযোগ, কমিশনের দ্বারস্থ বিজেপি

0
রায়গঞ্জঃ উলটপুরাণ! নয়তো আর কী! ইভিএম নিয়ে এতদিন ধরে বারবার অভিযোগ তুলেছে বিরোধীরা। কিন্তু এবার ইভিএমের বিরোধিতায় সরব খোদ বিজেপি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন...

Most Popular