Thursday, May 9, 2024
HomeBreaking Newsনিজ্জর হত্যায় জড়িত ভারতীয় এজেন্টরা! দিল্লিকে দেওয়া হয়েছিল তথ্যও, দাবি ট্রুডোর

নিজ্জর হত্যায় জড়িত ভারতীয় এজেন্টরা! দিল্লিকে দেওয়া হয়েছিল তথ্যও, দাবি ট্রুডোর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যার পেছনে ভারতীয় এজেন্টরা জড়িত বলে ফের দাবি করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শুক্রবার অটোয়ায় সাংবাদিক বৈঠকে ট্রুডো জানান, ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে খলিস্তানি নেতার হত্যাকাণ্ডে ভারত সরকারের এজেন্টরা জড়িত। এমনকি তিনি দাবি করেন, এই কথা কয়েক সপ্তাহ আগে দিল্লিকে জানিয়েছে কানাডা।

গত জুন মাসে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় কানাডার খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের। ভারতের মদতেই খুন করা হয়েছে বলে খলিস্তানিদের দাবি। ২০২২ সালে তাঁর মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ। এই ঘটনায় ভারতের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। সম্প্রতি সে দেশের পার্লামেন্টে ভারতের দিকে অভিযোগের আঙুল তোলেন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর এই অভিযোগ সরাসরি খারিজ করে দেয় দিল্লি। এই ঘটনা নিয়েই দু’দেশের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক চাপানউতোর। ভারতে বসবাসকারী বা ঘুরতে যাওয়া কানাডার নাগরিকদের জন্য ভ্রমণ সংক্রান্ত কিছু নির্দেশিকা জারি করেছে সে দেশের সরকার। তার পালটা কানাডাও সেখানে বসবাসকারী ভারতীয় পড়ুয়া এবং নাগরিকদের চূড়ান্ত সতর্কভাবে থাকতে নতুন নির্দেশিকা জারি করেছে। কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

গতকাল ট্রুডো জানান, গঠনমূলকভাবে কাজ করার জন্য ভারতের সঙ্গে সর্বদা রয়েছেন তিনি। তবে এবিষয়ে কী তথ্যপ্রমাণ পেয়েছে কানাডার গুপ্তচর সংস্থা, সে বিষয়ে খোলসা করেননি ট্রুডো। এদিকে এই ঘটনার তদন্তে আমেরিকা সহযোগিতা করবে বলে জানিয়েছে জো বাইডেনের সরকার। এর মধ্যে ট্রুডোর নতুন দাবি ভারত-কানাডার সম্পর্কে নতুন করে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

HS Result 2024 | বাবা কৃষক, দারিদ্রকে জয় করে উচ্চমাধ্যমিকে ৯৫ শতাংশ নম্বর পেল...

0
সিতাই: দারিদ্রকে জয় করে উচ্চমাধ্যমিকে নজরকাড়া সাফল্য সীমান্তের দুঃস্থ কৃষকের মেয়ের। সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাউয়াবাড়ি গ্রামের বাসিন্দা রাখি বর্মন। সিতাই হাইস্কুল থেকে...

Kota | ‘আর পড়তে চাই না’, মা-বাবাকে বার্তা দিয়ে কোটা থেকে নিরুদ্দেশ পড়ুয়া

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছরেও একের পর এক পড়ুয়ার মৃত্যুর খবর সামনে এসেছে কোটা (Kota) থেকে। তবে এবার পড়ার চাপ সহ্য করতে না...

Lucknow | দুই নাথের যুগলবন্দি নবাবি নগরীতে

0
রূপায়ণ ভট্টাচার্য, লখনউ: গোমতী নদীকে ডানদিকে রেখে গাছপালা ও পার্কের মাঝখান দিয়ে এগিয়ে গেলে পরপর পড়বে লখনউয়ের (Lucknow) চোখধাঁধানো বড়ে ইমামবাড়া (Bara Imambara) ও...

বাজ পড়লে নষ্ট হতে পারে টিভি-ফ্রিজ-মোবাইল, সুরক্ষিত রাখবেন কীভাবে?

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হয়েছে কালবৈশাখী। বেশ কিছু জায়গা থেকেই আসছে বজ্রপাতের খবর। বহু ক্ষেত্রে বিদ্যুৎ চমকানোর সময় সঠিক পদ্ধতি না মেনে চলার...
train is late in the rain storm, passengers are suffering

Siliguri | ঝড়-বৃষ্টিতে দেরিতে ট্রেন, দুর্ভোগ চরমে

0
সানি সরকার, শিলিগুড়ি: প্রাকৃতিক দুর্যোগের জেরে দুর্ভোগে ট্রেনযাত্রীরা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গগামী ট্রেন(Train) তো বটেই, অসম থেকে উত্তরবঙ্গ হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলা ট্রেনগুলিও...

Most Popular