Sunday, April 28, 2024
HomeBreaking Newsরানাঘাটের বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই হানা, অস্বস্তিতে গেরুয়া শিবির   

রানাঘাটের বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই হানা, অস্বস্তিতে গেরুয়া শিবির   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এ বার সিবি আই হানা এক বিজেপি বিধায়কের বাড়িতে। সোমবার সকালে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়ের বাড়িতে। এই বিজেপি বিধায়ক রানাঘাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন। পুরনিয়োগ দুর্নীতিতে এবারে বিজেপি বিধায়কের নাম জড়িয়ে যাওয়ায় অস্বস্তিতে গেরুয়া শিবির। নিয়োগ দুর্নীতিতে এই প্রথম কোনও বিজেপি নেতার নাম জড়াল। যদিও কী কারণে তাঁর নাম পুর-নিয়োগ দুর্নীতি মামলায় জড়িয়েছে, তা এখনও সরকারি ভাবে জানায়নি সিবিআই।

পুরনিয়োগ দুর্নীতিতে এর আগে একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে। বেশ কয়েকমাস আগেই নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে অয়ন শীল। এই মামলায় রবিবারই রাজ্যের ন’জন নেতা-মন্ত্রীর বাড়ি সহ মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। সিবিআই হানা দিয়েছিল রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ও কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে। এই মামলায় শুরু থেকেই শাসকদলের নেতা-মন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ায় বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলতে দেখা গিয়েছে তৃণমূলকে। সে দিক থেকে পার্থসারথির বাড়িতে সিবিআই হানা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, রানাঘাটের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় টানা ২৫ বছর রানাঘাট পুরসভার পুরপ্রধান পদে ছিলেন। এই সময়কালের প্রথম ১৫ বছর তিনি ছিলেন কংগ্রেসের হয়ে, পরের ১০ বছর ছিলেন তৃণমূলের হয়ে। পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় শেষ মাস ছয়েক পুর প্রশাসন বোর্ডের সভাপতি পদেও ছিলেন। ২০১১ সালে তিনি তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন রানাঘাট উত্তর-পশ্চিম কেন্দ্রে। পরবর্তীতে তৃণমূল ছেড়ে তিনি যোগ দেন বিজেপিতে। ২০১৬ সালে তিনি তৃণমূলের টিকিটে দাড়িয়েও বিধানসভায় হেরে যান কংগ্রেসের শঙ্কর সিংহের কাছে।

২০২১ সালে ভোটের আগ মুহূর্তে রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়াদের সঙ্গে চার্টার্ড বিমানে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন পার্থসারথি। বিধানসভা ভোটে রানাঘাটেই পার্থসারথিকে প্রার্থী করে বিজেপি। তিনি জিতেও যান। রবিবারই এই মামলায় রাজ্যের ন’জন নেতা-মন্ত্রীর ঠিকানা মিলিয়ে মোট ১২টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই। আর আজ সিবি আই তল্লাশি চালাচ্ছে বিজেপি বিধায়কের বাড়ি।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Siliguri | বিজেপি কর্মীদের ওপর হামলায় ঝড়ল রক্ত! অভিযুক্ত তৃণমূল

0
শিলিগুড়ি: ভোট মিটে গেলেও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটল শিলিগুড়িতে। এদিন মাটিগাড়ার কলাইবস্তিতে বিজেপির কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির শিলিগুড়ি...

Migrant Worker | রমরমিয়ে চলা মাছের ব্যবসাই হল কাল, কেরালায় খুন হলেন মানিকচকের পরিযায়ী...

0
মানিকচকঃ কেরালায় গিয়ে মাছের ব্যবসায় ব্যাপক পসার জমিয়েছিলেন মালদার মানিকচক নাজিরপুরের একটি ছোট্ট গ্রাম লস্করপুরের যুবক প্রকাশ। স্বল্প লাভে মাছ বিক্রি করায় অল্প দিনের...

Mekhliganj | খোলা সীমান্ত দিয়ে ভুল করে ভারতে প্রবেশ! যুবককে বিজিবির হাতে তুলে দিল...

0
মেখলিগঞ্জ: ভুল করে ভারতে ঢুকে পড়া এক যুবককে বাংলাদেশে ফেরাল বিএসএফ। রবিবার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডরে ওই যুবককে বিজিবি-র আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়।...

Rajganj | পুকুরে ভেসে উঠল ৩৫ কেজির মৃত মাছ, পুজোর উদ্যোগ বাসিন্দাদের

0
রাজগঞ্জ: অতিকায় মৃত মৃগেল মাছকে দেখতে রবিবার বিকেলে ভিড় জমে যায় রাজগঞ্জের মহারাজা পুকুরে। স্থানীয়রা জানিছেন মাছটির ওজন কমপক্ষে ৩৫ কেজি। এলাকায় পুকুরটি পবিত্র...

Kishanganj | মদের ভাটিতে হানা! বাবা-মেয়ের হাতে আক্রান্ত পুলিশ, পরে গ্রেপ্তার

0
কিশনগঞ্জঃ মদের ভাটিতে হানা দিতে গিয়ে অবৈধ মদের কারবারীদের হাতে আক্রান্ত পুলিশ। রবিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কিশনগঞ্জ শহরে ধরমগঞ্জ মাঝিয়া রোডে। এই ঘটনায়...

Most Popular