Monday, May 20, 2024
HomeTop Newsমোদির 'বিশ্বকর্মা' প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, বরাদ্দ ১৩ হাজার কোটি

মোদির ‘বিশ্বকর্মা’ প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রের, বরাদ্দ ১৩ হাজার কোটি

প্রসেনজিৎ দাশগুপ্ত, নয়াদিল্লি: মঙ্গলবার দেশের ৭৭তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ‘বিশ্বকর্মা’ প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ঘোষণার চব্বিশ ঘণ্টা পেরোনোর আগেই বুধবার একগুচ্ছ জনমোহিনী প্রকল্পের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার, যার মধ্যে লালকেল্লায় প্রধানমন্ত্রীর ঘোষণা করা ১৩,০০০ কোটি টাকার ‘পিএম বিশ্বকর্মা’ প্রকল্প অন্যতম। এরই পাশাপাশি থাকছে দেশের ১০০টি শহরে ১০,০০০ ই-বাস চালানো এবং ৩২,৫০০ কোটি টাকার বিশেষ রেল পরিকাঠামো উন্নয়ন প্রকল্প। বুধবার কেন্দ্রের তরফে তিনটি প্রকল্প মিলিয়ে ১ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দের কথা জানানো হয়েছে।

এদিন মোদি সরকারের দুই মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এবং অনুরাগ সিং ঠাকুর সাংবাদিক সম্মেলন করে জানান, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা অসংখ্য ছোট ছোট শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাঁদের কম সুদে সর্বাধিক ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার। প্রথম বছরে ৬ লক্ষ পরিবারকে কভার করা হবে এই প্রকল্পে। পাশাপাশি দুই কেন্দ্রীয় মন্ত্রী জানান, এবার দেশের ১০০টি শহরে ১০,০০০ ইলেকট্রনিক বাস চালাবে কেন্দ্রীয় সরকার। ‘প্রধানমন্ত্রী ই-বাস পরিষেবা’ প্রকল্পে মোট প্রয়োজনীয় অর্থের সিংহভাগই দেবে কেন্দ্র, বাকিটা দেবে রাজ্য সরকার। এই পরিবেশবান্ধব বাস প্রকল্পে দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ৫৫,০০০ লোকের চাকরি হতে পারে বলে দাবি করা হয়েছে সরকারের তরফে।

তৃতীয় পর্যায়ে এদিন কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, দেশের বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ রেল পরিকাঠামো উন্নয়নের জন্য এবার খরচ করা হবে ৩২ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে থাকছে হাওড়া-দিল্লি মেন লাইনের বিকল্প লাইন তৈরির পরিকাঠামো বিস্তার যেখানে কলকাতা থেকে ভাইজাগ পর্যন্ত থার্ড লাইন বিস্তার করা হবে। একইসঙ্গে শোননগর থেকে অন্ডাল পর্যন্ত বিস্তৃত ডাবল লাইনকে চার লাইনে রূপান্তরিত করা হবে। মূলত এই প্রকল্পে অন্ধ্র প্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ, বিহার, মহারাষ্ট্রের মতো ৯টি রাজ্যের ৩৫টি জেলাকে সংযুক্ত করা হবে। এই প্রকল্পে দেশের রেলওয়ে নেটওয়ার্ককে ২৩৩৯ কিমি পর্যন্ত বিস্তৃত করা হবে। তবে রেল মন্ত্রী অবশ্য এদিন আরও একবার স্পষ্ট করেছেন যাত্রী ভাড়ায় বর্তমানে ৫৫ শতাংশ ভর্তুকি বহন করা রেল মন্ত্রক টিকিটে কোনও বাড়তি ছাড় দেবে না। এছাড়াও ২০১৫ সালে চালু হওয়া ১৪,৯০৩ কোটি টাকার “ডিজিটাল ইন্ডিয়া’ প্রকল্পকেও সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকারপক্ষ, এর মাধ্যমে দেশের ১২ কোটি মানুষকে সাইবার সুরক্ষার বিষয়ে অবহিত করানো হবে।

কেন্দ্রীয় সরকারের এই ঘোষণাকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে উঠেপড়ে লেগেছে ইন্ডিয়া জোট। বিরোধী শিবিরের তরফে বেশ কয়েকটি প্রশ্ন তোলা হয়েছে এই প্রসঙ্গে। প্রথম প্রশ্নেই জানতে চাওয়া হয়েছে, অসমাপ্ত কেন্দ্রীয় প্রকল্প গুলির কী হবে? ‘হর ঘর জল’, ‘মনরেগা’-র মত প্রকল্পের বকেয়া কাজ এবং বরাদ্দ নিয়ে যখন কেন্দ্র-রাজ্য বিবাদ চরমে উঠেছে সেই সময়ে শুধুমাত্র ভোটের কথা মাথায় রেখে জনদরদী প্রকল্পের ঘোষণা কি দেশের ভবিষ্যত উজ্জ্বল করবে?

মোদি সরকারের উদ্দেশ্যে তোপ দেগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ড. শান্তনু সেন বলেন, ‘এসব অলীক প্রতিশ্রুতি শুনলে এখন হাসি পায়। বিদেশ থেকে কালো টাকা ফেরানো, দেশের নাগরিকদের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা প্রদান, বছরে দু কোটি বেকারের চাকরি, নোটবন্দির মাধ্যমে কালো কারবার বন্ধ এবং সন্ত্রাসের উপরে রাশ টানার মতই কেন্দ্রীয় সরকারের এই কল্পতরু ঘোষণা আসলে নির্বাচনি গিমিক ছাড়া আর কিছুই নয়। এর পাশাপাশি সরকারের মূল উদ্দেশ্য হল মণিপুরের ইস্যু থেকে জনতার নজর ঘোরানো। কিছুদিনের মধ্যেই দেশের আমজনতা জল আর স্থলের ফারাক বুঝতে পারবেন।’

Web Desk
Web Deskhttps://uttarbangasambad.com/
Uttarbanga Sambad is leading online news publisher in West Bengal. Every single article post checked after verify and fact checking by our own staff.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Ebrahim Raisi। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে ভেঙে পড়ল কপ্টার, খারাপ আবহাওয়ায় বিঘ্নিত উদ্ধারকার্য

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজারবাইজান সীমান্ত থেকে ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। কপ্টারে তাঁর সঙ্গে ইরানের বিদেশমন্ত্রীও ছিলেন বলে...

Money seized | হাওয়ালা ব্যবসায়ীদের ডেরায় হানা বিহার পুলিশের, নেপাল সীমান্ত রকসলে উদ্ধার ৯৪...

0
কিশনগঞ্জঃ নির্বাচনের মাঝেই ফের লক্ষ লক্ষ দেশি-বিদেশি টাকা উদ্ধার করল বিহার পুলিশ। রবিবার এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয় ইন্দো-নেপাল সীমান্ত পূর্ব চম্পারণ জেলার...

Cooch Behar | অক্সফোর্ডে সাফল্য কোচবিহারের মেয়ের, খুশির হাওয়া জেলাজুড়ে

0
কোচবিহার: এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও সাফল্যের চিহ্ন রাখল কোচবিহার। শনিবার বিশ্বসেরা এই বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের এমফিল ডিগ্রি গ্রহন করলেন কোচবিহারের মেয়ে মৌমিলি...

Belacoba | রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ, প্রতিবাদে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের   

0
বেলাকোবাঃ রাস্তা নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগে সরব হলেন গ্রামবাসীরা। ঘটনাটি জলপাইগুড়ির সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের। জানা গিয়েছে, বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ায় ৯...

Raiganj | ত্রিপুরার ব্যবসায়ী খুন কাণ্ড, রায়গঞ্জ থেকে ধৃত মূল পাণ্ডা

0
রায়গঞ্জ: অবশেষে ধরা পড়ল ত্রিপুরার প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুর্গাপ্রসন্ন দেব খুনের মূল পাণ্ডা রাকেশ বর্মন (৩৩)। রায়গঞ্জ থানা ও ত্রিপুরা পুলিশের যৌথ অভিযানে রায়গঞ্জ শহরের...

Most Popular