বর্ধমান: ইসরোর সফল চন্দ্রাভিযানের দৌলতে এখন হাতের মুঠোয় চাঁদকে পেয়ে গিয়েছে ভারত। বিশ্বের সব দেশকে তাক লাগিয়ে দেওয়া ভারতের এই সাফল্যের ছোঁয়া ভাইফোঁটার মিষ্টিতে থাকবে না, তা কী করে হয়। তাই পূর্ব বর্ধমানের কালনার মিষ্টান্ন কারিগরা ভারতের চন্দ্রযানের সাফল্যকে তুলে ধরতে স্পেশাল মিষ্টি তৈরি করে ফেলেছেন। রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে পালিত হবে ভাইফোঁটা। আর সেই ভাইফোঁটার বিশেষ দিনে ভাইদের পাতে ভারতের চন্দ্রযানের আদলে মিষ্টি তুলে দিতে বিশেষ আগ্রহী বোনেরাও। মঙ্গলবার দেখা গেল মিষ্টির দোকানে চন্দ্রযান মিষ্টি কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। চন্দ্রাভিযানের সাফল্যকে তুলে ধরে মিষ্টান্ন তৈরি করছেন অনির্বাণ দাস। এক পিস মিষ্টির দাম তিনি রেখেছেন ৫০ টাকা। অনির্বাণবাবু জানান, ক্ষীর, সন্দেশ কাজু, পেস্তা, এলাচ সহযোগে তৈরি করা হয়েছে ওই স্পেশাল মিষ্টি। ভাইফোঁটা উপলক্ষ্যে নিজের দোকানে বিক্রির জন্যে প্রায় ৪০ রকম মিষ্টি তৈরি করেছেন অনির্বাণবাবু। কিন্তু সবকিছুকেই ছাড়িয়ে গিয়েছে চন্দ্রযান মিষ্টির চাহিদা।