মালদা: রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে রাস্তায় নামল ছাত্র পরিষদ (Chatra Parishad)। মঙ্গলবার দুপুরে মালদা (Malda) শহরের রথবাড়ি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ছাত্র পরিষদের সদস্যরা। আধ ঘণ্টা ধরে চলে এই বিক্ষোভ (Congress Protest)। এর জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।
ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ বলেন, ‘শুভেন্দু অধিকারী আমাদের নেতা রাহুল গান্ধি সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। আমরা শুভেন্দু অধিকারীর কুশপুতুল জ্বালিয়ে অবরোধ করেছি। রাজ্যজুড়ে আমরা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করব।’
রাহুল গান্ধিকে নিয়ে শুভেন্দুর কুরুচিকর মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে প্রতিবাদ চলছে। এদিন জেলা যুব কংগ্রেসের উদ্যোগে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের শিশুবাড়িতে এনিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। শুভেন্দুর কুশপুতুল দাহ করেন যুব কংগ্রেসের নেতৃত্ব। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা, সম্পাদক সুব্রত সাহা, জেলা সভানেত্রী সানিয়া বর্ধন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। সানিয়া বর্ধন বলেন, ‘কদর্য মন্তব্য করেছেন শুভেন্দু। তাঁকে অবিলম্বে জনসমক্ষে রাহুল গান্ধির কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে।’
