Friday, May 10, 2024
HomeBreaking Newsএনআইএ তদন্ত নিয়ে প্রশ্ন আদালতের, জামিন পেলেন ছত্রধর মাহাতো

এনআইএ তদন্ত নিয়ে প্রশ্ন আদালতের, জামিন পেলেন ছত্রধর মাহাতো

কলকাতা: রাজধানী এক্সপ্রেস অপহরণকাণ্ডে ধৃত ছত্রধর মাহাতোকে শর্ত সাপেক্ষে জামিন দিল কলকাতা হাইকোর্ট। ছত্রধরকে গ্রেপ্তার করেছিল এনআইএ। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনার দিনই তাঁকে জামিন দিল আদালত।

এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে ছত্রধর মাহাতোর জামিন মামলার শুনানি ছিল। জামিন দেওয়ার ক্ষেত্রে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সংশয় প্রকাশ করে বলে, ‘আদৌ বিচার শেষ হবে?’। আদালত জানিয়েছে, জামিন মিললেও দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঢুকতে পারবেন না ছত্রধর। এর পাশাপাশি সপ্তাহে একবার তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। আদালতের নির্দেশ, দ্রুত এই ট্রায়াল শেষ করতে উদ্যোগ নিতে হবে জেলা জজকে।

প্রসঙ্গত, ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেস অপহরণের ঘটনার ১১ বছর পর ২০২০ সালে এই মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ। এই মামলায় এখনও অনেকে পলাতক বলে জানা গিয়েছে। এনআইএ’র অভিযোগ, ধৃতদের অনেককে ট্রায়ালে আদালতে পেশ করতেও রাজ্য পুলিশ সহযোগিতা করছে না। এখনও চার্জশিট দেয়নি এনআইএ। ২০২১ সালে ছত্রধরকে গ্রেপ্তার করে এনআইএ। তাঁর বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। রাজধানী এক্সপ্রেস ‘অপহরণ’ ও সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুনের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

প্রসঙ্গত, বাম আমলের শেষদিকে মাওবাদী কার্যকলাপে উত্তপ্ত হয়ে ওঠে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা। সেইসময় শিরোনামে উঠে আসে জনসাধারণের কমিটির নেতা ছত্রধরের নাম। বামফ্রন্ট সরকারে বিরুদ্ধে সরব হন ছত্রধর। জ্ঞানেশ্বরী ট্রেন দুর্ঘটনাতেও তাঁর নাম জড়ায়। ২০০৯ সালের সেপ্টেম্বরে ছত্রধরকে লালগড় থেকে গ্রেপ্তার তরে পুলিশ। দীর্ঘ ১২ বছর জেলবন্দি থাকার পর ২০২০ সালের ২ ফেব্রুয়ারি মুক্তি পান তিনি। জেল থেকে ছাড়া পেয়ে তিনি তৃণমূলে যোগ দেন। ফের তাঁকে গ্রেপ্তার করে এনআইএ।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Panchanan Barma | রেজিস্ট্রার সাসপেন্ড হতেই দিনভর নাটকীয়তা পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে, পরে স্থগিতাদেশ রাজ্যের

0
কোচবিহারঃ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য এবং রেজিস্ট্রারের দ্বন্দ্ব কিছুতেই মিটছে না। এ যেন অনেকটা রাজ্য-রাজ্যপালের সংঘাতের মতো। এবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী রেজিস্ট্রারকে সাসপেন্ড করলেন...

Accident | গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, প্রতিবাদে রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ গয়েরকাটায়

0
গয়েরকাটাঃ শুক্রবার রাত নটা নাগাদ গয়েরকাটা বানারহাট রাজ্য সড়কের উপর দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম সন্তোষ মাহালি (৪২)। বাড়ি গয়েরকাটা চা...

FIR against dowry | ৪০ দিনে দায়ের ১০ অভিযোগ, পণের দাবিতে অত্যাচারের বাড়বাড়ন্ত শিলিগুড়িতে

0
শিলিগুড়ি: শহর আধুনিক হয়েছে। তবে পণ প্রথা কি দূর হয়েছে? উত্তরটা বোধহয় ‘না’। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মহিলা থানায় শুধুমাত্র ১ এপ্রিল থেকে থেকে ১০...

Arrest warrant | বাংলাদেশের নাগরিক হয়েও ভারতের ভোটার! নথি দেখেই চোখ কপালে পুলিশের

0
রায়গঞ্জঃ বাংলাদেশের নাগরিক হয়েও বর্তমানে ভারতের নাগরিক। রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, র‍্যাশন কার্ড এমনকী রয়েছে জন্মের প্রমানপত্র। এমনই যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে...

Brij Bhushan Sharan Singh | বিপাকে ব্রিজভূষণ, প্রমাণ মেলায় যৌন হেনস্তার অভিযোগে চার্জ গঠনের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় ধাক্কা খেলেন যৌন হেনস্তায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং। তার বিরুদ্ধ যথেষ্ট প্রমাণ মেলায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে...

Most Popular