নকশালবাড়িঃ শনিবার নকশালবাড়ি আদিবাসী ময়দানে শুরু হল বামপন্থী শ্রমিক সংগঠন সিটুর অষ্টম দার্জিলিং জেলা সন্মেলন। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন নিয়ে গোটা দেশে যখন ধর্মীয় উন্মাদনা তৈরি হয়েছে, তার মাঝেই শ্রমজীবী মানুষকে এক্যের বার্তা দিলেন সিটুর জেলা নেতৃত্ব। এদিন মূলত চা বাগান ও শ্রমিকদের সমস্যা নিয়েই আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন সিটুর দার্জিলিং জেলার সম্পাদক গৌতম ঘোষ। এদিনের সম্মেলনে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন, সমন পাঠক, অশোক ভট্টাচার্য, প্রাক্তন শ্রমমন্ত্রী অনাদি সাহু, অল ইন্ডিয়া প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জিয়াউল আলম সহ অন্যান্যরা।